Ajker Patrika

বিলের মধ্যে ভারী বস্তায় বাঁধা ছিল গলা-পেটকাটা লাশটি

ফরিদপুর প্রতিনিধি
ছবি: সংগৃহীত
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় বিলের মধ্য থেকে এক যুবকের (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ। মরদেহটির গলা, পায়ের রগ ও পেট কাটা ছিল। মরদেহের সঙ্গে একটি ভারী বস্তা বাঁধা ছিল। লাশটি সদরপুরের নিখোঁজ এক যুবকের বলে দাবি করেছে তাঁর পরিবার। তবে পচে যাওয়ায় পরিচয় নিশ্চিত হতে পারেনি পুলিশ।

আজ রোববার দুপুরে ভাঙ্গা উপজেলার তুজারপুর ইউনিয়নের চারালদিয়া বিলে স্থানীয় বাসিন্দারা লাশটি দেখতে পেয়ে থানা-পুলিশে খবর দেন। পরে পুলিশ বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।

স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, সকাল থেকে এলাকাটিতে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। খোঁজাখুঁজির একপর্যায়ে বিলের মধ্যে বস্তাবাঁধা ভাসমান লাশটি দেখা যায়।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশরাফ হোসেন বলেন, প্রাথমিকভাবে মনে হচ্ছে, অজ্ঞাতনামা যুবককে হত্যার পর তাঁর পেটে ও কোমরে ভারী বস্তা দিয়ে লাশটি বিলের মধ্যে ডুবিয়ে রাখা হয়েছিল। বর্ষার কারণে পানির নিচ থেকে লাশ পচে গিয়ে ওপরে ভেসে উঠেছে।

ওসি বলেন, চার-পাঁচ দিন আগে ওই যুবককে হত্যা করা হয় বলে ধারণা করা হচ্ছে। লাশটি পচে-গলে যাওয়ায় প্রাথমিকভাবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি, তবে চেষ্টা চলছে। এ ছাড়া আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এদিকে গত চার দিন ধরে সদরপুর উপজেলার বাইশরশি গ্রামের সৌদি আরবপ্রবাসী শেখ আবু বকরের ছেলে রেদোয়ান শেখ (২৫) নিখোঁজ রয়েছেন। এ লাশ উদ্ধারের খবর পেয়ে সেখানে ছুটে যান রেদোয়ানের পরিবারের সদস্যরা। তাঁরা লাশটি রেদোয়ানের বলে দাবি করেন। তবে পুলিশ শনাক্ত করতে না পেরে মর্গে পাঠিয়েছে।

রেদোয়ানের মা রাবেয়া বেগম জানিয়েছেন, রেদোয়ান শেখ গাজীপুরে একটি বেসরকারি কলেজের বিএসসি শিক্ষার্থী। নিখোঁজের সময় রেদোয়ানের সঙ্গে একটি মোটরসাইকেল ও আইফোন ছিল।

এ বিষয়ে ওসি বলেন, ‘রেদোয়ানের পরিবার সন্দেহ করছে লাশটি তাঁদের। তবে আমরা নিশ্চিত না হয়ে হস্তান্তর করতে পারি না। লাশটি আপাতত লাশবাহী গাড়িতে থানায় রাখা হয়েছে, ময়নাতদন্তের জন্য আগামীকাল সোমবার সকালে ফরিদপুর মেডিকেল হাসপাতালে পাঠানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশসহ ৫ প্রতিবেশীকেই নিরাপত্তার জন্য হুমকি মনে করছে ভারত

পাসপোর্ট ছাড়াই ফ্লাইটে ক্যাপ্টেন মুনতাসির, জেদ্দায় আটক

বিজিবির একজন আর্মি অফিসারকে এখনো গ্রেপ্তার করা হচ্ছে না: নাহিদ

হইচই ফেলেছে ন্যানো ব্যানানা, চ্যাটজিপিটিকে টপকাল জেমিনি

ভুল করে মায়ের পাসপোর্ট নিয়ে জেদ্দায় যান বিমানের পাইলট মুনতাসির: কর্তৃপক্ষ

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত