ফরিদপুর প্রতিনিধি
সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা মুজিব সড়কের ওপর বসে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে নতুন কর্মসূচি ঘোষণা দেন নেতারা।
মানববন্ধনে বক্তব্যের সময় সাংবাদিক সেলিম মোল্যা পরিচালকের অপসারণের দাবি জানিয়ে বলেন, ফরিদপুর মেডিকেল হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই দুর্নীতি প্রতিরোধ করতে সাংবাদিকেরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে পরিচালক তার দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের বাধা সৃষ্টি এবং নাজেহাল করেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু এই পরিচালকের নেতৃত্বে ফরিদপুরের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করছে। তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। এটা প্রতিরোধ করা দরকার।
এ সময় সাংবাদিক মফিজ ইমাম মিলন বলেন, ‘এটা শুধু আমাদের দাবি নয়, সমগ্র ফরিদপুরবাসীর দাবি। তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। পরিচালকের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সকল শ্রেণির মানুষ অতিষ্ঠ। সেখানে মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সাংবাদিকেরা মেডিকেলের হয়রানি, দুর্নীতি বন্ধে বদ্ধ পরিকর। কিন্তু পরিচালকের ব্যক্তিগত আইনে সাংবাদিকদের বাধা সৃষ্টি করা হচ্ছে। অনতিবিলম্বে আমরা তার অপসারণ চাই।’
এ সময় সভাপতিত্বকালে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী পরিচালকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই পরিচালক একজন দুর্নীতিবাজ, অদক্ষ এবং অযোগ্য। তিনি সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। অন্তত দশজন সাংবাদিককে বাধা সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ আমাদের দাবির সঙ্গে ফরিদপুরের সর্বস্তরের মানুষ একাত্মতা ঘোষণা করেছেন। অবিলম্বে যদি এই দুর্নীতিবাজ পরিচালককে অপসারণ, দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনের ডাক দেব।’
মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম পিকুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, খন্দকার মাহফুজুল ইসলাম মিলন, নাজিম বকাউল, আশিষ পোদ্দার বিমান, সঞ্জিব দাস, আবিদুর রহমান নিপু প্রমুখ।
এর আগে গত ৭ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে পরিচালকের অপসারণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠান সাংবাদিক নেতারা। কিন্তু বেধে দেওয়া সময় পার হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কর্মসূচির ঘোষণা দেন নেতারা।
সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা ও অসৌজন্যমূলক আচরণের প্রতিবাদে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক হুমায়ন কবিরের অপসারণের দাবিতে মানববন্ধন ও সড়ক অবরোধ করেছেন সাংবাদিকেরা। একই সঙ্গে হাসপাতালটিতে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ ও দুর্নীতি বন্ধের দাবি জানিয়েছেন তাঁরা।
আজ রোববার দুপুর ১২টার দিকে ফরিদপুর প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়। এ সময় তাঁরা মুজিব সড়কের ওপর বসে আধা ঘণ্টা অবরোধ করে রাখেন। পরে নতুন কর্মসূচি ঘোষণা দেন নেতারা।
মানববন্ধনে বক্তব্যের সময় সাংবাদিক সেলিম মোল্যা পরিচালকের অপসারণের দাবি জানিয়ে বলেন, ফরিদপুর মেডিকেল হাসপাতাল দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। এই দুর্নীতি প্রতিরোধ করতে সাংবাদিকেরা সেখানে সংবাদ সংগ্রহ করতে গেলে পরিচালক তার দুর্নীতি ঢাকতে সাংবাদিকদের বাধা সৃষ্টি এবং নাজেহাল করেছে।
তিনি আরও বলেন, স্বাস্থ্যসেবা প্রতিটি মানুষের মৌলিক অধিকার। কিন্তু এই পরিচালকের নেতৃত্বে ফরিদপুরের স্বাস্থ্যসেবা নিয়ে ছিনিমিনি খেলা হচ্ছে। তারা সাধারণ মানুষের স্বাস্থ্যসেবা বঞ্চিত করে দুর্নীতির মাধ্যমে নিজেদের স্বার্থ আদায় করছে। তারা জনগণের ট্যাক্সের টাকায় বেতন নিয়ে জনগণের সঙ্গে দুর্ব্যবহার করছে এবং দুর্নীতি করে কোটি কোটি টাকা লুটপাট করছে। এটা প্রতিরোধ করা দরকার।
এ সময় সাংবাদিক মফিজ ইমাম মিলন বলেন, ‘এটা শুধু আমাদের দাবি নয়, সমগ্র ফরিদপুরবাসীর দাবি। তারা আমাদের সঙ্গে একাত্মতা ঘোষণা করেছেন। পরিচালকের ঔদ্ধত্যপূর্ণ আচরণে সকল শ্রেণির মানুষ অতিষ্ঠ। সেখানে মানুষ বিভিন্নভাবে হয়রানির শিকার হচ্ছে। সাংবাদিকেরা মেডিকেলের হয়রানি, দুর্নীতি বন্ধে বদ্ধ পরিকর। কিন্তু পরিচালকের ব্যক্তিগত আইনে সাংবাদিকদের বাধা সৃষ্টি করা হচ্ছে। অনতিবিলম্বে আমরা তার অপসারণ চাই।’
এ সময় সভাপতিত্বকালে ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি মো. কবিরুল ইসলাম সিদ্দিকী পরিচালকের অপসারণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন। তিনি বলেন, এই পরিচালক একজন দুর্নীতিবাজ, অদক্ষ এবং অযোগ্য। তিনি সেখানে সাংবাদিকদের প্রবেশ নিষিদ্ধ করেছেন। অন্তত দশজন সাংবাদিককে বাধা সৃষ্টি করা হয়েছে। সম্প্রতি ইন্ডিপেনডেন্ট টেলিভিশনের ক্যামেরা পার্সনকে আটকিয়ে শারীরিকভাবে নির্যাতন করা হয়েছে।
তিনি আরও বলেন, ‘আজ আমাদের দাবির সঙ্গে ফরিদপুরের সর্বস্তরের মানুষ একাত্মতা ঘোষণা করেছেন। অবিলম্বে যদি এই দুর্নীতিবাজ পরিচালককে অপসারণ, দুর্নীতি সিন্ডিকেটের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয় এবং জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ না করা হয় তাহলে আমরা কঠিন আন্দোলনের ডাক দেব।’
মানববন্ধনে ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহাবুব ইসলাম পিকুলের পরিচালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন, প্রেসক্লাবের সদস্য বীর মুক্তিযোদ্ধা আমিনুর রহমান ফরিদ, খন্দকার মাহফুজুল ইসলাম মিলন, নাজিম বকাউল, আশিষ পোদ্দার বিমান, সঞ্জিব দাস, আবিদুর রহমান নিপু প্রমুখ।
এর আগে গত ৭ জুলাই ৭২ ঘণ্টার মধ্যে পরিচালকের অপসারণের দাবিতে স্বাস্থ্যমন্ত্রী বরাবর জেলা প্রশাসকের মাধ্যমে স্মারকলিপি পাঠান সাংবাদিক নেতারা। কিন্তু বেধে দেওয়া সময় পার হলেও কোনো ব্যবস্থা না নেওয়ায় এই কর্মসূচির ঘোষণা দেন নেতারা।
রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের প্রচার জমে উঠেছে অভিনবত্বে। কেউ গান গেয়ে ভোট চাইছেন। কেউ মুদ্রার আদলে তৈরি করেছেন প্রচারপত্র। কারও কাছে ডাকটিকিটের মতো কাগজ; আবার কেউ পুলিশের পোশাক পরে ভিডিও বানিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণ করছেন। কেউ পত্রিকার আঙ্গিকে প্রচারপত্র তৈরি করেছেন
১১ মিনিট আগেবরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) শিক্ষক নিয়োগপ্রক্রিয়া নিয়ে বিতর্ক তৈরি হয়েছে। বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ, সমাজবিজ্ঞান এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগে নিয়োগের ক্ষেত্রে এমন অভিযোগ উঠেছে। এর মধ্যে মার্কেটিং, ম্যানেজমেন্ট স্টাডিজ এবং মৃত্তিকা ও পরিবেশবিজ্ঞান বিভাগের
১৫ মিনিট আগেদেশের দ্বিতীয় স্থলবন্দর হিসেবে পরিচিত হিলি। এই বন্দর এলাকায় অবস্থিত হাকিমপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। স্থলবন্দর ও উপজেলার লক্ষাধিক মানুষের চিকিৎসাসেবার একমাত্র ভরসা স্বাস্থ্য কমপ্লেক্সটি। তবে নানা কারণে বরাবরই মুখ থুবড়ে পড়ে আছে এটি। উন্নতমানের অপারেশন থিয়েটার থাকলেও চিকিৎসকের সংকটে আজও চালু হয়নি
২১ মিনিট আগেচট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে অবশেষে ১০টি প্যানেল ঘোষণা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার ছাত্রদল, বাম ছাত্রসংগঠন ও ছাত্রশিবিরসহ বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে এসব প্যানেল ঘোষণা করা হয়। তবে এই নির্বাচনে অংশ নিচ্ছেন না বৈষম্যবিরোধী আন্দোলনের চবির তিন আলোচিত সমন্বয়ক।
৮ ঘণ্টা আগে