দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিট থেকে ১টা ৫১ মিনিট পর্যন্ত স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার।
ঝড়ে দিনাজপুর-বোচাগঞ্জ ও দিনাজপুর-কাহারোল উপজেলা সড়কে গাছ পড়ে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে।
দিনাজপুর শহরে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের গাছপালারও অনেক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন চত্বর ও সামনের সড়কে থাকা বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ায় ইন্টারনেট নেটওয়ার্কও বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের নেটওয়র্কেও বিঘ্ন ঘটছে।
তবে ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর পিডিবি কর্তৃপক্ষ জানায়, ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সচল রাখার জন্য কাজ শুরু হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আচমকা ঝড়ের কারণে দিনাজপুর শহরসহ বেশ কয়েকটি উপজেলায় গাছপালা, কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
দিনাজপুরে মধ্যরাতে পাঁচ মিনিটের ঝড়ে গাছপালাসহ বাড়ি-ঘরের ব্যাপক ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় সড়কে গাছ ভেঙে পড়ে সড়কযোগাযোগে বিঘ্ন ঘটে। এ ছাড়া গাছের ডাল বৈদ্যুতিক খুঁটিতে পড়ে ও তার ছিঁড়ে বিদ্যুৎ-বিচ্ছিন্ন হয়েছে অনেক জায়গা।
আজ বৃহস্পতিবার সকাল ১০টায় দিনাজপুর আঞ্চলিক আবহাওয়া অফিসের দেওয়া তথ্যসূত্রে জানা যায়, বুধবার দিবাগত রাত ১টা ৪৬ মিনিট থেকে ১টা ৫১ মিনিট পর্যন্ত স্থায়ী এই ঝড়ের গতিবেগ ছিল ঘণ্টায় ৫৫ থেকে ৬০ কিলোমিটার।
ঝড়ে দিনাজপুর-বোচাগঞ্জ ও দিনাজপুর-কাহারোল উপজেলা সড়কে গাছ পড়ে সড়কযোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ভোর থেকেই ফায়ার সার্ভিসের বিভিন্ন ইউনিট সড়ক থেকে গাছ অপসারণের কাজ শুরু করে।
দিনাজপুর শহরে ঐতিহাসিক গোর-এ-শহীদ বড় ময়দানের গাছপালারও অনেক ক্ষতি হয়েছে। জেলা প্রশাসন চত্বর ও সামনের সড়কে থাকা বেশ কিছু গাছ ভেঙে পড়েছে। এ সময় বেশ কয়েকটি বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ে। বিভিন্ন স্থানে ইন্টারনেটের তার ছিঁড়ে যাওয়ায় ইন্টারনেট নেটওয়ার্কও বাধাগ্রস্ত হচ্ছে। মোবাইল ফোনের নেটওয়র্কেও বিঘ্ন ঘটছে।
তবে ঝড়ে কাঁচা ও টিনের ঘরবাড়ির ক্ষয়ক্ষতি হলেও হতাহতের খবর পাওয়া যায়নি।
এদিকে ঝড়ে বিদ্যুতের খুঁটি পড়ে এবং গাছ ভেঙে বৈদ্যুতিক তার ছিঁড়ে পড়ায় দিনাজপুরের বিভিন্ন এলাকা বিদ্যুৎ-বিচ্ছিন্ন রয়েছে।
দিনাজপুর পিডিবি কর্তৃপক্ষ জানায়, ঝড়ে শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি হওয়ায় বিদ্যুৎ-বিচ্ছিন্ন রাখা হয়েছে। তবে স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সচল রাখার জন্য কাজ শুরু হয়েছে।
দিনাজপুর জেলা প্রশাসক শাকিল আহমেদ জানান, আচমকা ঝড়ের কারণে দিনাজপুর শহরসহ বেশ কয়েকটি উপজেলায় গাছপালা, কাঁচা ঘরবাড়ি ও উঠতি ফসলের বেশ ক্ষয়ক্ষতি হয়েছে। তবে এখন পর্যন্ত প্রাণহানির খবর পাওয়া যায়নি।
চলতি বছরের ১১ আগস্ট। যশোরের অভয়নগর উপজেলার শংকরপাশা গ্রামের সোনাচুনি বিলের মধ্যে একটি গাছের সঙ্গে গলায় কাপড় প্যাঁচানো অবস্থায় লিমন শেখ (২৫) নামের এক ভ্যানচালকের লাশ উদ্ধার করে পুলিশ। তিনি উপজেলার বুইকারা গ্রামের কাসেম শেখের ছেলে। শারীরিক প্রতিবন্ধী হলেও তিনি ইঞ্জিনচালিত ভ্যান চালিয়ে সংসার চালাতেন।
২ ঘণ্টা আগেগাইবান্ধার ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট প্রকট আকার ধারণ করেছে। ৪৮টি পদ শূন্য থাকায় স্বাস্থ্যসেবা মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এর সঙ্গে যোগ হয়েছে অ্যানেসথেসিয়া চিকিৎসকের ঢাকায় প্রেষণে থাকা এবং দুই মেডিকেল কর্মকর্তার দীর্ঘদিন কর্মস্থলে অনুপস্থিতি।
২ ঘণ্টা আগেকিশোরীকে দলবদ্ধ ধর্ষণের প্রতিবাদে অবরোধ এবং ১৪৪ ধারার মধ্যে খাগড়াছড়ির গুইমারায় গতকাল রোববার হামলায় তিনজন নিহত হয়েছেন। এ ছাড়া ১৩ সেনাসদস্য, সাংবাদিকসহ অর্ধশতাধিক মানুষ আহত হয়েছেন। এ সময় আগুন দেওয়া হয়েছে একটি বাজারের দোকানপাটে।
৪ ঘণ্টা আগেজাতীয় নাগরিক পার্টির (এনসিপি) জ্যেষ্ঠ যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল হান্নান মাসউদ বলেছেন, ‘ভারত শেষ ট্রাম্পকার্ড খেলে পার্বত্য অঞ্চলকে অস্থিতিশীল করে তুলেছে। একটা ঘটনার মধ্য দিয়ে তারা পাহাড়ি-বাঙালিদের মুখোমুখি দাঁড় করিয়েছে। পার্বত্য অঞ্চল নিয়ে ষড়যন্ত্র করছে। ভারত আমাদের এই পার্বত্য অঞ্চলকে কেড়ে নিতে চায়
৪ ঘণ্টা আগে