দিনাজপুর প্রতিনিধি
দিনাজপুর পৌর এলাকার কালিতলায় একটি বসতবাড়িতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বেলা ৩টার দিকে দিনাজপুর শহরের কালিতলায় মাহবুব রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—দিনাজপুর সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন (২০), গৃহকর্তা মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তাঁদের ছেলে স্বচ্ছ (১৩) এবং প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব (২৬)। সজীব রংপুরের মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর শ্বাসনালীও দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ সজীব বলেন, দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার মাহবুবের বাসায় আনা হয়। সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করছিলেন। একপর্যায়ে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় রিয়াজ উদ্দিন লিকেজ বন্ধ করতে রান্নাঘরে যান। তখনই বিস্ফোরণ ঘটে। আগুনের হলকা আশপাশের লোকজনের গায়েও লাগে। এতে পাশেই দাঁড়িয়ে থাকা রুবিনা আক্তারসহ আটজন দগ্ধ হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী ও চিকিৎসক নেন্সি জানান, দগ্ধ আটজন নারী-পুরুষ ও এক কিশোর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে রিয়াজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘বেলা ৩টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গুরুতর আহত দুজনকে আগেই হাসপাতালে পাঠানো হয়। আমরা রান্নাঘরে গিয়ে চুলা ও সিলিন্ডারে আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলি। বিস্ফোরণে রান্নাঘরের টিনশেড ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত সিলিন্ডার সঠিকভাবে বসানো না হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।’
দিনাজপুর পৌর এলাকার কালিতলায় একটি বসতবাড়িতে সিলিন্ডারের গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে নারী-শিশুসহ আটজন দগ্ধ হয়েছেন। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হয়েছে। তাঁদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। আজ শনিবার বেলা ৩টার দিকে দিনাজপুর শহরের কালিতলায় মাহবুব রহমানের বাড়িতে এই ঘটনা ঘটে।
দগ্ধ ব্যক্তিদের মধ্যে রয়েছেন—দিনাজপুর সদর উপজেলার মাজাডাঙ্গা গ্রামের রফিকুল ইসলামের ছেলে রিয়াজ উদ্দিন (২০), গৃহকর্তা মাহবুবের স্ত্রী রুবিনা আক্তার (৪৫), প্রতিবেশী নরেশ চন্দ্রের ছেলে মলয় চন্দ্র (৩০), সাল্লুর স্ত্রী আমিদা রানী (৪৬), কামরুদ্দিনের ছেলে শাহজাহান কবির (৬০), সাবেক কমিশনার মনিরুল ইসলাম বুলুর স্ত্রী শিরিন আক্তার (৪৫) ও তাঁদের ছেলে স্বচ্ছ (১৩) এবং প্রাইভেট শিক্ষক ও হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সজীব (২৬)। সজীব রংপুরের মিঠাপুকুর উপজেলার আনোয়ারুল ইসলামের ছেলে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, রিয়াজ উদ্দিনের শরীরের ২৪ শতাংশ পুড়ে গেছে এবং তাঁর শ্বাসনালীও দগ্ধ হয়েছে। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে। কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) মো. মনিরুজ্জামানও বিষয়টি নিশ্চিত করেছেন।
দগ্ধ সজীব বলেন, দোকান থেকে একটি নতুন গ্যাস সিলিন্ডার মাহবুবের বাসায় আনা হয়। সংযোগ দেওয়ার পর থেকেই লিকেজ দেখা যায়। লিকেজ বন্ধ করার জন্য কয়েকজন চেষ্টা করছিলেন। একপর্যায়ে হঠাৎ আগুন ধরে যায়। এ সময় রিয়াজ উদ্দিন লিকেজ বন্ধ করতে রান্নাঘরে যান। তখনই বিস্ফোরণ ঘটে। আগুনের হলকা আশপাশের লোকজনের গায়েও লাগে। এতে পাশেই দাঁড়িয়ে থাকা রুবিনা আক্তারসহ আটজন দগ্ধ হন।
দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের পুরুষ সার্জারি ওয়ার্ডের ইন্টার্ন চিকিৎসক ইসরাত রূপালী ও চিকিৎসক নেন্সি জানান, দগ্ধ আটজন নারী-পুরুষ ও এক কিশোর হাসপাতালে ভর্তি হয়েছেন। তাঁদের মধ্যে রিয়াজ উদ্দিনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে।
এ বিষয়ে দিনাজপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. ওবায়দুল ইসলাম বলেন, ‘বেলা ৩টায় খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। গুরুতর আহত দুজনকে আগেই হাসপাতালে পাঠানো হয়। আমরা রান্নাঘরে গিয়ে চুলা ও সিলিন্ডারে আগুন দেখতে পেয়ে তা নিভিয়ে ফেলি। বিস্ফোরণে রান্নাঘরের টিনশেড ছাদ ক্ষতিগ্রস্ত হয়েছে। সম্ভবত সিলিন্ডার সঠিকভাবে বসানো না হওয়ায় আগুনের সূত্রপাত হয়েছে।’
মেহেরপুরের গাংনী উপজেলার মটমুড়া ইউনিয়নের চরগোয়াল গ্রাম থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করেছে গাংনী থানার পুলিশ। মঙ্গলবার সকালে উপজেলার চরগোয়াল গ্রামের ক্লাব বাজারের রহিতুল্লাহ সুপার মার্কেটের সামনে থেকে দুটি বোমাসদৃশ বস্তু উদ্ধার করা হয়।
১২ মিনিট আগেবগুড়ার কাহালু উপজেলায় ডাকাতির প্রস্তুতিকালে স্থানীয় জনগণের সহযোগিতায় ডাকাতদলের পাঁচ সদস্যকে গ্রেপ্তার করেছে কাহালু থানা-পুলিশ। গতকাল সোমবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার কালাই ইউনিয়নের বার মাইল-তিন দিঘি গামী পাকা রাস্তার কুর্নিপাড়া এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগেবগুড়ায় আদালতের হাজতখানা থেকে জোড়া খুন ও ডাকাতি মামলার প্রধান আসামি পালানোর ঘটনায় ছয় পুলিশকে প্রত্যাহার করা হয়েছে। আজ মঙ্গলবার এ তথ্য নিশ্চিত করেছেন করেছেন আদালত পুলিশের পরিদর্শক মোসাদ্দেক হোসেন। প্রত্যাহারকৃত পুলিশ সদস্যরা হলেন আদালত হাজতখানার ইনচার্জ সহকারী টাউন উপপরিদর্শক (এটিএসআই) গোলাম কিবরিয়া..
১ ঘণ্টা আগেইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অন্তত ১৫ শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগ উঠেছে এক ছাত্রীর বিরুদ্ধে। অভিযুক্ত শিক্ষার্থী হলেন লোকপ্রশাসন বিভাগের ২০২০–২১ শিক্ষাবর্ষের ছাত্রী জান্নাতুল মাওয়া স্নেহা। আজ মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন বিরোধী কমিটির নিকট সামাজিক...
১ ঘণ্টা আগে