ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামের একজন আহত হন।
জানা গেছে, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের বুড়াদীঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। আজ সকালে কমিটির সদস্যরা কবরস্থান এবং কবরস্থানসংলগ্ন পুকুর পাড়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য তৎকালীন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীকালে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।
অপর দিকে আনোয়ারুল ইসলামের দাবি, এই জমি তাঁর বাবা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে কিনে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করে নিয়েছেন। তিনি বলেন, ‘পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে আমরা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সব দিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।’
আনোয়ারুল বলেন, ‘কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেওয়ার কথা বলে ওই কবরস্থানের সঙ্গে থাকা আমার নিজ নামিও পুকুর ও পুকুর পাড়ে আমার মৃত ভাই কামরুজ্জামানে এতিম মেয়ের জায়গায় ঘেরা বেড়া দেয়। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা হয়।’
এদিকে আনোয়ারুলের ওপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আনোয়ারুলের ওপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে।
দিনাজপুরের ফুলবাড়ীতে কবরস্থানের জায়গা নিয়ে বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ রোববার সকালে পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামে এই সংঘর্ষ হয়। এ সময় আনোয়ারুল ইসলাম নামের একজন আহত হন।
জানা গেছে, পৌর এলাকার পূর্ব গৌরীপাড়া গ্রামের বুড়াদীঘির কবরস্থানের জায়গার মালিকানা নিয়ে ওই গ্রামের মৃত আব্দুল জব্বারের ছেলে আনোয়ারুলের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে পূর্ব গৌরীপাড়া কবরস্থান কমিটির। আজ সকালে কমিটির সদস্যরা কবরস্থান এবং কবরস্থানসংলগ্ন পুকুর পাড়ে বেড়া দিতে গেলে দুই পক্ষের বাগ্বিতণ্ডার একপর্যায়ে সংঘর্ষ হয়।
কমিটির উপদেষ্টা আলতাব হোসেন বলেন, কবরস্থানের এই জায়গাটি মুসলিম জনসাধারণের ব্যবহারের জন্য তৎকালীন জমিদার দিয়ে গেছে। কিন্তু মৃত আব্দুল জব্বার পরবর্তীকালে কাগজপত্র সৃষ্টি করে নিজের বলে দাবি করায় এই বিরোধ সৃষ্টি হয়েছে।
অপর দিকে আনোয়ারুল ইসলামের দাবি, এই জমি তাঁর বাবা জমিদারের কাছ থেকে হুকুম দখলের মাধ্যমে কিনে নিজ নামে খাজনা-খারিজ রেকর্ড করে নিয়েছেন। তিনি বলেন, ‘পুকুরের পূর্ব ও দক্ষিণ পাশে আমরা কবরস্থানের জন্য ছেড়ে দিয়েছি। কিন্তু কবরস্থান পরিচালনা কমিটি পুকুরের সব দিক দখল করার চেষ্টা করছে, এতে বিরোধ সৃষ্টি হয়েছে।’
আনোয়ারুল বলেন, ‘কবরস্থান কমিটি কবরস্থান ঘেরা দেওয়ার কথা বলে ওই কবরস্থানের সঙ্গে থাকা আমার নিজ নামিও পুকুর ও পুকুর পাড়ে আমার মৃত ভাই কামরুজ্জামানে এতিম মেয়ের জায়গায় ঘেরা বেড়া দেয়। এ সময় আমি বাধা দিতে গেলে আমার ওপর হামলা হয়।’
এদিকে আনোয়ারুলের ওপর হামলার কথা অস্বীকার করে কবরস্থান পরিচালনা কমিটির সভাপতি শফিকুল ইসলাম জুয়েল বলেন, ‘আনোয়ারুলের ওপর কেউ হামলা করেনি, সে পড়ে গিয়ে আহত হয়েছে।’
এ বিষয়ে জানতে চাইলে ফুলবাড়ী থানার (ওসি) এ কে এম খন্দকার মহিব্বুল বলেন, এলাকায় শান্তিশৃঙ্খলা বজায় রাখার জন্য উভয় পক্ষকে বিরোধপূর্ণ জায়গায় সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। এরপর উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে পরবর্তী সময় সিদ্ধান্ত নেওয়া হবে।
যশোরের শার্শা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় ৪ নারী-পুরুষকে আটক করেছে বিজিবি। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার গোগা সীমান্ত এলাকা থেকে তাঁদের আটক করা হয়।
১ মিনিট আগেচট্টগ্রামের মিরসরাইয়ে দাঁড়িয়ে থাকা কাভার্ডভ্যানে ধাক্কা দিয়ে প্রাইভেটকারে থাকা বাবা-মেয়ে নিহত হয়েছেন। আজ শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে উপজেলার ঠাকুরদিঘী এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের এ দুর্ঘটনা ঘটে। এতে ওই পরিবারের ৪ জন আহত হয়েছেন।
৬ মিনিট আগেসিরাজগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকার দোকানে ঢুকে পড়লে মোহাম্মদ হাফিজ (৪০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি সদর উপজেলার বনবাড়িয়া গ্রামের নুরু মিয়ার ছেলে। ঘটনায় আরও একজন আহত হয়েছে।
১৪ মিনিট আগেসিরাজগঞ্জ শহরে ব্যাটারিচালিত অটোরিকশার (মিশুক) সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে পুলিশের উপপরিদর্শক (এসআই) পরিমল চন্দ্র ঘোষ (৫৭) নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা পুলিশ লাইনের আঞ্চলিক সড়কের বাস টার্মিনাল মসজিদের কাছে এ দুর্ঘটনা ঘটে।
২ ঘণ্টা আগে