Ajker Patrika

ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি 
আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ১৪: ২০
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

দিনাজপুরের ফুলবাড়ীতে ট্রেনে কাটা পড়ে বুদু মিঞা (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে ফুলবাড়ী রেলওয়ে স্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত বুদু মিঞা উপজেলার বারকোনা গ্রামের আবুল হোসেনের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন। বুদু মিঞার মৃত্যুর তথ্য আজকের পত্রিকাকে নিশ্চিত করেন পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফখরুল ইসলাম।

ফুলবাড়ী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন মাস্টার বারিকুল্লাহ্ জানান, গতকাল রাত ৮টা ৫০ মিনিটের দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী সীমান্ত এক্সপ্রেস ট্রেন ফুলবাড়ী স্টেশন থেকে ছেড়ে যাচ্ছিল। এ সময় স্টেশনের দক্ষিণে আউটার সিগনাল-সংলগ্ন বারোকোনা নামক স্থানে বুদু মিঞা ট্রেনে কাটা পড়ে মারা যান। পরে পার্বতীপুর রেলওয়ে থানায় খবর দেওয়া হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ওসি ফখরুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে সুরতহাল প্রতিবেদন করা হয়। এরপর পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হয়। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

তিন ভোটে দায়িত্ব পালনকারীদের ‘যথাসম্ভব’ দূরে রাখতে হবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত