নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকের’ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মায়ের ডাকের কর্মসূচি ছিল। সকাল ১১টা ১০ মিনিটে বাধার মুখে পড়েন তাঁরা।
সকাল থেকেই সমাবেশস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। সকাল ১১টা ৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। সমাবেশে সূচনা বক্তব্য রাখেন ৫ বছর আগে গুম হওয়া মিরপুরের কাঠ ব্যবসায়ী বাতেনের মেয়ে আনিসা ইসলাম ইনসি।
তিনি বলেন, ‘গত ৫ বছর থেকে আমার একটি নতুন পরিচয় হয়েছে। আমি একজন গুম হওয়া বাবার সন্তান। এই পরিচয়টা বহন করতে হচ্ছে ৫ বছর ধরে। এই যে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সামনে পোশাক পরে দাঁড়িয়ে আছেন। আপনারা কি আমাদের ভয় পাচ্ছেন? আপনারা লাঠি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা কি আমাদের মারবেন? মারবেন আমাদের, তাহলে আমার বাবার সঙ্গে আমাদেরও গুম করে দিতেন। পাঁচ বছর আগে মিরপুরের মাজার রোড এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার বাবাকে গুম করা হয়েছে।’
এরপর আর বেশিক্ষণ কথা বলতে পারেননি ইনসি। উপস্থিত পুলিশ সদস্যরা কথা বলতে বাধা দেন এবং ইনসির হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। সেই সময় সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি সালমান ফারশির নেতৃত্বে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য তাদের বাধা দেন। পরে পুলিশি বাধার মুখে সমাবেশে অংশগ্রহণকারী প্রেসক্লাবের দিকে চলে যান। প্রেসক্লাবে পুনরায় সমাবেশ শুরু হয়েছে।
এ বিষয়ে রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আক্তারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওরা তো এখানে দাঁড়াতেই পারবে না। ওরা অনধিকার চর্চা করেছে।
প্রোগ্রাম করতে না দেওয়া প্রসঙ্গে মো. আক্তারুল ইসলাম বলেন, ‘এই প্রোগ্রামের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। তাই এখানে তাদের প্রোগ্রাম করতে নিষেধ করা হয়। তখন তারা আমাদের বলেন, তাহলে আমরা প্রেসক্লাবে গিয়ে প্রোগ্রাম করব। তারপর তারা প্রেসক্লাবে চলে যায়।’
বাংলাদেশে গুম হওয়া পরিবারগুলোর সদস্যদের নিয়ে গঠিত মানবাধিকার সংগঠন ‘মায়ের ডাকের’ সমাবেশে বাধা দিয়েছে পুলিশ। এ সময় মাইক্রোফোন কেড়ে নেওয়া হয় বলে অভিযোগ করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। আন্তর্জাতিক মানবাধিকার দিবসকে সামনে রেখে আজ শনিবার সকালে রাজধানীর শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে মায়ের ডাকের কর্মসূচি ছিল। সকাল ১১টা ১০ মিনিটে বাধার মুখে পড়েন তাঁরা।
সকাল থেকেই সমাবেশস্থলে পুলিশের ব্যাপক উপস্থিতি ছিল। সকাল ১১টা ৩ মিনিটে আনুষ্ঠানিকভাবে সমাবেশ শুরু করেন আয়োজক ও অংশগ্রহণকারীরা। সমাবেশে সূচনা বক্তব্য রাখেন ৫ বছর আগে গুম হওয়া মিরপুরের কাঠ ব্যবসায়ী বাতেনের মেয়ে আনিসা ইসলাম ইনসি।
তিনি বলেন, ‘গত ৫ বছর থেকে আমার একটি নতুন পরিচয় হয়েছে। আমি একজন গুম হওয়া বাবার সন্তান। এই পরিচয়টা বহন করতে হচ্ছে ৫ বছর ধরে। এই যে আপনারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, আমাদের সামনে পোশাক পরে দাঁড়িয়ে আছেন। আপনারা কি আমাদের ভয় পাচ্ছেন? আপনারা লাঠি নিয়ে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন, আপনারা কি আমাদের মারবেন? মারবেন আমাদের, তাহলে আমার বাবার সঙ্গে আমাদেরও গুম করে দিতেন। পাঁচ বছর আগে মিরপুরের মাজার রোড এলাকায় নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠান থেকে আমার বাবাকে গুম করা হয়েছে।’
এরপর আর বেশিক্ষণ কথা বলতে পারেননি ইনসি। উপস্থিত পুলিশ সদস্যরা কথা বলতে বাধা দেন এবং ইনসির হাত থেকে মাইক্রোফোন কেড়ে নেন। সেই সময় সমাবেশে অংশগ্রহণকারীদের সঙ্গে পুলিশের বাগ্বিতণ্ডা হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশের রমনা জোনের এডিসি সালমান ফারশির নেতৃত্বে উপস্থিত কয়েকজন পুলিশ সদস্য তাদের বাধা দেন। পরে পুলিশি বাধার মুখে সমাবেশে অংশগ্রহণকারী প্রেসক্লাবের দিকে চলে যান। প্রেসক্লাবে পুনরায় সমাবেশ শুরু হয়েছে।
এ বিষয়ে রমনা জোনের পুলিশের অতিরিক্ত উপকমিশনার (এডিসি) মো. আক্তারুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ওরা তো এখানে দাঁড়াতেই পারবে না। ওরা অনধিকার চর্চা করেছে।
প্রোগ্রাম করতে না দেওয়া প্রসঙ্গে মো. আক্তারুল ইসলাম বলেন, ‘এই প্রোগ্রামের জন্য তারা কোনো অনুমতি নেয়নি। তাই এখানে তাদের প্রোগ্রাম করতে নিষেধ করা হয়। তখন তারা আমাদের বলেন, তাহলে আমরা প্রেসক্লাবে গিয়ে প্রোগ্রাম করব। তারপর তারা প্রেসক্লাবে চলে যায়।’
বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয় (শেবাচিম) হাসপাতালের চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন কর্মসূচিতে হামলার অভিযোগে স্বাস্থ্য খাতের সংস্কার দাবির আন্দোলনের সংগঠক মহিউদ্দির রনি, কনটেন্ট ক্রিয়েটর কাফিসহ ৪২ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ করা হয়েছে।
২ মিনিট আগেখাগড়াছড়িতে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের সময় তিনতলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। তিনি মগ লিবারেশন পার্টির (এমএলপি) সদস্য বলে পুলিশ দাবি করেছে। আজ শুক্রবার সকালে খাগড়াছড়ি সদরের শান্তিনগর এলাকায় এ ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগেহান্নান মাসউদ বলেন, ‘আমি আপনাদের সন্তান। আমি আপনাদের কাছে কখনো ভোট চাইতে আসব না। কখনো বলব না আপনারা আমাকে ভোট দেন। আপনারা যদি আমার থেকে যোগ্য কাউকে প্রার্থী হিসেবে পান, তবে তাকে সবাই ভোট দিয়ে জয়যুক্ত করবেন। এটাতে আমার কোনো আপত্তি নাই। তবুও আমি চাইব, অবহেলিত এই হাতিয়া দ্বীপের উন্নয়ন হোক।
১ ঘণ্টা আগেসি-সেফ লাইফ গার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত এ তথ্য নিশ্চিত করেছেন। সামির চট্টগ্রামের হালিশহরের বাসিন্দা এবং পেশায় রেফ্রিজারেটর মেকানিক। সাইফুল্লাহ সিফাত জানান, সকালে সামিরসহ চার বন্ধু মিলে কক্সবাজারে বেড়াতে আসেন। দুপুরে সৈকতে গোসলে নামলে ঢেউয়ে ভেসে যেতে থাকেন সামির।
১ ঘণ্টা আগে