Ajker Patrika

যৌতুক প্রথা টিকিয়ে রাখতে চায় জাতীয় হিন্দু মহাজোট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
যৌতুক প্রথা টিকিয়ে রাখতে চায় জাতীয় হিন্দু মহাজোট

যৌতুক প্রথাকে টিকিয়ে রাখার পক্ষে সাফাই গাইছেন বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের নেতারা। আজে শনিবার রাজধানীতে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে সংগঠনটির মহাসচিব অ্যাডভোকেট গোবিন্দ চন্দ্র প্রামাণিকসহ অন্য নেতারা যৌতুকের সমর্থনে কথা বলেন।

গোবিন্দ চন্দ্র প্রামাণিক বলেন, ‘হিন্দু বিবাহ রীতি অনুযায়ী বিয়ের সময় স্ত্রীধন হিসেবে এই সম্পদ দেওয়া হয়। তাই সরকার আইন করে যৌতুক প্রথা নিষিদ্ধ করলেও আমরা বিপক্ষে। আমরা চাই যৌতুক প্রথা টিকে থাক।’ এ সময় তাঁকে সমর্থন করে যৌতুককে স্ত্রীধন হিসেবে উল্লেখ করে তা টিকিয়ে রাখার পক্ষে কথা বলেন বাংলাদেশ হিন্দু মহিলা জোটের সভাপতি অ্যাডভোকেট লাকী বাছাড়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে দেশের নারী অধিকার কর্মী বেশ কয়েকজন বিশিষ্ট নাগরিকদের সম্পর্কে বিষোদ্‌গার করে সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, ‘আমরা দীর্ঘ দিন ধরে দেখতে পাচ্ছি যে, কয়েকটি এনজিও হাজার হাজার বছর ধরে চলে আসা সুসংহত হিন্দু সম্প্রদায়ের ঘরে ঘরে অশান্তির বীজ বপন করছে। ১০ হাজার বছরের পুরোনো এই হিন্দু পরিবার ব্যবস্থা ধ্বংস করে বাংলাদেশকে হিন্দু শূন্য করার পরিকল্পনা নিয়ে মাঠে নেমেছে একটি চক্র।’

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন হিন্দু মহাজোটের সভাপতি অ্যাডভোকেট বিধান বিহারী গোস্বামীসহ সংগঠনের নেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

পুলিশের এডিসিকে ছুরি মেরে পালিয়ে গেল ছিনতাইকারী

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত