Ajker Patrika

গাজীপুরে বাসচাপায় আহত ৩, দুটি গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুর প্রতিনিধি
আপডেট : ১০ জানুয়ারি ২০২৩, ২১: ৫০
গাজীপুরে বাসচাপায় আহত ৩, দুটি গাড়িতে অগ্নিসংযোগ

গাজীপুর মহানগরীর গাছা থানাধীন ছয়দানা এলাকায় বাসচাপায় তিনজন আহত হয়েছেন। এ ঘটনার পর দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে উত্তেজিত জনতা। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। আহতদের উদ্ধার করে স্থানীয় তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে দুজন সম্পর্কে নানি–নাতি।

আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় রাস্তা পারাপারের সময় এ দুর্ঘটনা ঘটে। 

গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (ট্রাফিক) আলমগীর হোসেন বলেন, ‘সন্ধ্যা ৭টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাছা থানাধীন ছয়দানা এলাকায় নানি-নাতিসহ তিনজন রাস্তা পার হচ্ছিলেন। এ সময় অনাবিল পরিবহনের একটি গাড়ি ঢাকামুখী লেনে তাঁদের চাপা দেয়। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। তাৎক্ষণিকভাবে আহতদের পরিচয় জানা যায়নি।’

গাজীপুরে বাস চাপায় ৩ জন আহতের পর দুটি গাড়িতে আগুন ধরিয়ে দেয় স্থানীয়রাপুলিশ কর্মকর্তা আলমগীর আরও বলেন, ‘এ সময় উত্তেজিত জনতা অনাবিল পরিবহনসহ দুটি গাড়িতে অগ্নিসংযোগ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করছে। ঘটনার পর ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। আগুন নিভিয়ে যান চলাচল স্বাভাবিক করার চেষ্টা করা হচ্ছে।’

তাইরুন্নেসা মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আশরাফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আহতদের অবস্থা গুরুতর। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাঁদের ঢাকায় পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত