Ajker Patrika

মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ার পর ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯: ৫১
মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ার পর ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক দম্পতির। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম বাবু (৩৪) ও স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। গুরুতর আহত হয়েছে তাঁদের শিশুসন্তান তাহরিন জাহান ফাহা (৬)। নিহত দম্পতি সোনারগাঁ পৌরসভার পানামনগর এলাকার বাসিন্দা। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সারা দিন শেষে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তাঁরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন মারা যান এবং গুরুতর আহত হয় শিশুটি। ঘটনার পরপরই আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রূপগঞ্জে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত