Ajker Patrika

মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ার পর ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
আপডেট : ১১ নভেম্বর ২০২৩, ০৯: ৫১
মাইক্রোবাসের ধাক্কায় ছিটকে পড়ার পর ট্রাকচাপায় মা-বাবার মৃত্যু, হাসপাতালে শিশু ফাহা

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ট্রাকচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহী এক দম্পতির। আজ শুক্রবার সন্ধ্যায় উপজেলার কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। 

এতে ঘটনাস্থলেই মারা যান নাজমুল ইসলাম বাবু (৩৪) ও স্ত্রী তাহমিনা আক্তার (৩০)। গুরুতর আহত হয়েছে তাঁদের শিশুসন্তান তাহরিন জাহান ফাহা (৬)। নিহত দম্পতি সোনারগাঁ পৌরসভার পানামনগর এলাকার বাসিন্দা। 

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, আজ শুক্রবার ছুটির দিনে মোটরসাইকেল নিয়ে রূপগঞ্জের পূর্বাচলে বেড়াতে যান ওই দম্পতি। সারা দিন শেষে সন্ধ্যা ৭টার দিকে সেখান থেকে ফেরার পথে কাঞ্চন-রূপসী সড়কের গঙ্গানগর এলাকায় একটি মাইক্রোবাস ওভারটেক করতে গিয়ে মোটরসাইকেলটি ধাক্কা খায়। এতে তাঁরা ছিটকে রাস্তায় পড়ে যান। এ সময় বিপরীত দিক থেকে আসা পণ্যবোঝাই একটি ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রী দুজন মারা যান এবং গুরুতর আহত হয় শিশুটি। ঘটনার পরপরই আহত শিশুটিকে স্থানীয়রা উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। 

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ আজকের পত্রিকাকে বলেন, ‘সড়ক দুর্ঘটনায় এক দম্পতি নিহত হয়েছেন। লাশ উদ্ধার করে রূপগঞ্জে থানায় আনা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

ইতিহাস গড়ে পাকিস্তানের জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে আইএসআইপ্রধান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত