মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
ফরিদপুরের মধুখালীতে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলা চলাকালীন আর্জেন্টিনা দল দ্বিতীয় গোল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মানবেন্দ্রনাথ সাহা (৪৬) নামের এক আর্জেন্টিনা সমর্থক। পরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গাজনা গ্রামে। তিনি গাজনা বাজারে ওষুধের ব্যবসা করতেন।
গাজনা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসন মোল্লা জানান, মানব গাজনা বাজারের একজন ওষুধ ব্যবসায়ী। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাজনা বাজারের আদারমোড়ে কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলা চলাকালীন আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ড গোল করায় উভয় দলের সমতা (২–২) ফিরে আসে। তখন মানব ঘামতে শুরু করেন। এ সময় তাঁর শরীরের অবস্থা খারাপ হওয়ার দ্রুত তাঁকে বাড়িতে নেওয়া হয়। কিছু সময় পরে তাঁর মৃত্যু হয়।
গাজনা পূর্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল ভৌমিক বলেন, ‘আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন। গত রাতে খেলা চলাকালীন আর্জেন্টনার জালে বল ঢুকে সমান সমান হয়ে যায়। এসময় মানবেন্দ্রনাথের হার্ট অ্যাটাক হয়। তাঁর শরীর ভালো ছিল। পরিবারেও কোনো ঝামেলা নেই যা নিয়ে সে দুঃশ্চিতা করবে। টাইব্রেকার হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।’
গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘দুঃখজনক ঘটনা শোনার পর আমি গিয়েছিলাম। আজ শনিবার তার মরদেহ গাজনা শ্মশানে দাহ করা হয়েছে।’
মানবেন্দ্র স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।
ফরিদপুরের মধুখালীতে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলা চলাকালীন আর্জেন্টিনা দল দ্বিতীয় গোল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মানবেন্দ্রনাথ সাহা (৪৬) নামের এক আর্জেন্টিনা সমর্থক। পরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গাজনা গ্রামে। তিনি গাজনা বাজারে ওষুধের ব্যবসা করতেন।
গাজনা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসন মোল্লা জানান, মানব গাজনা বাজারের একজন ওষুধ ব্যবসায়ী। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাজনা বাজারের আদারমোড়ে কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলা চলাকালীন আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ড গোল করায় উভয় দলের সমতা (২–২) ফিরে আসে। তখন মানব ঘামতে শুরু করেন। এ সময় তাঁর শরীরের অবস্থা খারাপ হওয়ার দ্রুত তাঁকে বাড়িতে নেওয়া হয়। কিছু সময় পরে তাঁর মৃত্যু হয়।
গাজনা পূর্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল ভৌমিক বলেন, ‘আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন। গত রাতে খেলা চলাকালীন আর্জেন্টনার জালে বল ঢুকে সমান সমান হয়ে যায়। এসময় মানবেন্দ্রনাথের হার্ট অ্যাটাক হয়। তাঁর শরীর ভালো ছিল। পরিবারেও কোনো ঝামেলা নেই যা নিয়ে সে দুঃশ্চিতা করবে। টাইব্রেকার হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।’
গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘দুঃখজনক ঘটনা শোনার পর আমি গিয়েছিলাম। আজ শনিবার তার মরদেহ গাজনা শ্মশানে দাহ করা হয়েছে।’
মানবেন্দ্র স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।
চট্টগ্রাম নগরে পরীর পাহাড়ে যাতায়াতের দুর্ভোগ কমাতে বছরখানেক আগে সড়কের পাশের ২৩ শতক জায়গার ওপর গড়ে ওঠা অবৈধ দখলদারদের স্থাপনা ভেঙে দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। উচ্ছেদের পর সেখানে জনস্বার্থে প্রকল্প বাস্তবায়নের কথা ছিল।
৫ ঘণ্টা আগেসিলেটের ১৩৩ বছরের পুরোনো এমসি কলেজ। এর ছাত্রাবাসের সপ্তম ব্লকে ১২৮ জন শিক্ষার্থীর পাশাপাশি কলেজের কয়েকজন কর্মচারীও থাকেন। কিন্তু বেশ কয়েক দিন ধরে পানির তীব্র সংকট থাকায় ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থীরা। গোসল করা দূরে থাক, প্রয়োজনীয় খাওয়ার পানিও পাচ্ছেন না তাঁরা। তাই অনেকে বাধ্য হয়ে নিজ নিজ বাড়িতে চলে
৫ ঘণ্টা আগেটানা বৃষ্টি আর উজানের ঢলে পদ্মা নদীতে বৃদ্ধি পাচ্ছে পানি। এতে চাঁপাইনবাবগঞ্জ সদর ও শিবগঞ্জ উপজেলার চরাঞ্চল ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পাঁচটি ইউনিয়নের নিম্নাঞ্চলের সাড়ে ৬ হাজার পরিবার। অন্যদিকে কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চরের নিম্নাঞ্চলের আবাদি জমি ও চলাচলের রাস্তা ডুবে গেছে। ইতিমধ্যে রামকৃষ্ণপুর
৫ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে গণপিটুনিতে শ্বশুর রূপলাল দাস (৪৫) ও জামাই প্রদীপ লালের (৩৫) প্রাণহানির পেছনে আইনশৃঙ্খলাহীনতাকে দুষছেন স্থানীয় লোকজন। তাঁরা বলছেন, গত কয়েক দিনের চুরি, ছিনতাই ও হত্যাকাণ্ড-সংশ্লিষ্ট অপরাধের কারণে স্থানীয় জনতার ভেতর মবের মনোভাব তৈরি হয়েছে। পাশাপাশি পুলিশও সেভাবে তৎপর নয়। এসব কারণেই শ্
৫ ঘণ্টা আগে