Ajker Patrika

আর্জেন্টিনা গোল খাওয়ার পরই ঘামতে থাকেন মানবেন্দ্র, কিছুক্ষণের মধ্যে মৃত্যু

মধুখালী (ফরিদপুর) প্রতিনিধি
আর্জেন্টিনা গোল খাওয়ার পরই ঘামতে থাকেন মানবেন্দ্র, কিছুক্ষণের মধ্যে মৃত্যু

ফরিদপুরের মধুখালীতে আর্জেন্টিনা বনাম নেদারল্যান্ড খেলা চলাকালীন আর্জেন্টিনা দল দ্বিতীয় গোল খাওয়ার পরই অসুস্থ হয়ে পড়েন মানবেন্দ্রনাথ সাহা (৪৬) নামের এক আর্জেন্টিনা সমর্থক। পরে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর বাড়ি গাজনা গ্রামে। তিনি গাজনা বাজারে ওষুধের ব্যবসা করতেন। 

গাজনা বাজারের ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক কামাল হোসন মোল্লা জানান, মানব গাজনা বাজারের একজন ওষুধ ব্যবসায়ী। আর্জেন্টিনা ফুটবল দলের সমর্থক। গতকাল শুক্রবার দিবাগত রাত ১টার দিকে গাজনা বাজারের আদারমোড়ে কোয়ার্টার ফাইনাল খেলা দেখছিলেন। খেলা চলাকালীন আর্জেন্টিনার বিপক্ষে নেদারল্যান্ড গোল করায় উভয় দলের সমতা (২–২) ফিরে আসে। তখন মানব ঘামতে শুরু করেন। এ সময় তাঁর শরীরের অবস্থা খারাপ হওয়ার দ্রুত তাঁকে বাড়িতে নেওয়া হয়। কিছু সময় পরে তাঁর মৃত্যু হয়। 

গাজনা পূর্ণ চন্দ্র উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক উৎপল ভৌমিক বলেন, ‘আর্জেন্টিনা দলের ভক্ত ছিলেন। গত রাতে খেলা চলাকালীন আর্জেন্টনার জালে বল ঢুকে সমান সমান হয়ে যায়। এসময় মানবেন্দ্রনাথের হার্ট অ্যাটাক হয়। তাঁর শরীর ভালো ছিল। পরিবারেও কোনো ঝামেলা নেই যা নিয়ে সে দুঃশ্চিতা করবে। টাইব্রেকার হওয়ার আগেই তাঁর মৃত্যু হয়।’ 

গাজনা ইউনিয়নের চেয়ারম্যান গোলাম কিবরিয়া বলেন, ‘দুঃখজনক ঘটনা শোনার পর আমি গিয়েছিলাম। আজ শনিবার তার মরদেহ গাজনা শ্মশানে দাহ করা হয়েছে।’

মানবেন্দ্র স্ত্রী ও চার বছরের একটি কন্যা সন্তান রেখে গেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত