Ajker Patrika

আদালতকে যা বললেন শমী কায়সার ও তাপস

নিজস্ব প্রতিনিধি, ঢাকা 
আপডেট : ০৬ নভেম্বর ২০২৪, ১৮: ০০
অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। ছবি: সংগৃহীত
অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপস। ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে আহত ব্যবসায়ী ইশতিয়াক মাহমুদকে হত্যাচেষ্টা মামলায় বিশিষ্ট অভিনেত্রী শমী কায়সার ও গান বাংলা চ্যানেলের চেয়ারম্যান কৌশিক হোসেন তাপসকে তিন দিনের রিমান্ড দিয়েছেন আদালত। আজ বুধবার তাঁদের রিমান্ড শুনানির সময় তাঁরা আদালতের কাছে নির্দোষ দাবি করেন।

শমী কায়সার আদালতকে যা বললেন

রিমান্ড শুনানির সময় আদালতের জিজ্ঞাসাবাদে শমী কায়সার বলেন, ‘এই মামলার ঘটনা উল্লেখ করা হয়েছে ১৮ জুলাই। আমি ওই দিন বনানীতে ছিলাম। কোটাবিরোধী আন্দোলনের সময় আমি ইন্টারনেট চালুর কথা বলেছিলাম।’

শুনানির সময় রাষ্ট্রপক্ষ থেকে বলা হয়, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে নিয়ে তিনি বিভিন্ন কটূক্তি করেছেন।

এ প্রসঙ্গে শমী কায়সার বলেন, ‘জিয়াউর রহমানের বিরুদ্ধে আমি কখনো বলিনি। কোনো ব্যক্তিকে আক্রমণ করে কথা বলিনি।’

শমী কায়সার আদালতকে আরও বলেন, ‘আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে, তা অত্যন্ত অন্যায় ও অন্যায্য।’

আদালতকে যা বলেছে তাপস

কৌশিক হোসেন তাপসের রিমান্ড শুনানির সময় আদালতকে বলেন, ‘আমি মুক্তিযোদ্ধার সন্তান। কোটাবিরোধী আন্দোলনের পক্ষে ছিলাম আমি। আমি আমার ফেসবুক প্রোফাইল লাল করেছিলাম।’

আদালত প্রশ্ন করেন, ‘তাহলে পালালেন কেন?’

জবাবে তাপস বলেন, ‘আমি পালাইনি। আমাকে আমার অফিস থেকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

রাখাইনে মানবিক করিডর কি প্রক্সি যুদ্ধের ফাঁদ হবে, ভারত-চীন কীভাবে দেখবে

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

চিন্ময় দাসের জামিন স্থগিতের আবেদন, শুনানি রোববার

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত