Ajker Patrika

ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ ডিসেম্বর ২০২২, ২০: ৪৪
ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনার নির্দেশ

ভুয়া চিকিৎসকদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের সভাপতি ও পুলিশ মহাপরিদর্শককে অভিযানের বিষয়ে আগামী তিন মাসের মধ্যে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে। 

এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি কেএম কামরুল কাদের ও বিচারপতি মোহাম্মদ আলীর বেঞ্চ এই আদেশ দেন।
 
এর আগে ভুয়া চিকিৎসক নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে গত ২৯ নভেম্বর রিট দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী জে আর খান রবিন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন রিটকারি নিজেই। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল আব্দুল্লাহ আল মাহমুদ বাশার।
 
আইনজীবী জে আর খান রবিন বলেন, স্বাস্থ্য সেবা একটি মৌলিক অধিকার। আর এই সেবা নিশ্চিত করতে ডাক্তারদের ভূমিকা অপরিসীম। কিন্তু অনেকে ডাক্তার পরিচয় দিয়ে মানুষের সঙ্গে প্রতারণা করছে। বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২২ (২) ও ২৮ (১, ৩) ধারায় ভুয়া চিকিৎসকদের সাজা ৩ বছর। এই সাজা বাড়ানোর দাবি জানানো হয়েছিল রিটে। আদালত এ বিষয়ে রুল জারি করেছেন। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লতিফ সিদ্দিকী, ঢাবি অধ্যাপক কার্জনসহ ডিবি হেফাজতে ১৫ জন সন্ত্রাসবিরোধী আইনে গ্রেপ্তার

ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে লতিফ সিদ্দিকী অবরুদ্ধ, নেওয়া হলো পুলিশি হেফাজতে

আওয়ামী লীগ থেকে বহিষ্কৃত সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী, ঢাবি শিক্ষক কার্জনসহ ১১ জন ডিবি হেফাজতে

পুলিশের ওপর ৪ দফা হামলা, গাজীপুরের শীর্ষ সন্ত্রাসীকে ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

বড় ভাইসহ ডিবি হেফাজতে থাকা সবার সসম্মানে মুক্তি চাই: কাদের সিদ্দিকী

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত