Ajker Patrika

জনগণকে কষ্ট না দিয়ে বড় সমাবেশ বন্ধের দিনে করুন: ডিএমপি কমিশনার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৬ জুলাই ২০২৩, ১৩: ৪৭
জনগণকে কষ্ট না দিয়ে বড় সমাবেশ বন্ধের দিনে করুন: ডিএমপি কমিশনার

জনগণের ভোগান্তির কথা মাথায় রেখে বড় সমাবেশ ছুটির দিনে আয়োজনের জন্য রাজনৈতিক নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক।

আজ বুধবার দুপুরে তাজিয়া মিছিল উপলক্ষে রাজধানীর লালবাগে হোসেনি দালান ইমামবাড়ায় ডিএমপির পক্ষ থেকে নেওয়া নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে রাজনৈতিক নেতাদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান।

ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেন, ‘আওয়ামী লীগ ও বিএনপিসহ ৯টি রাজনৈতিক দল সমাবেশের অনুমতি চেয়ে আবেদন করেছে। আমরা পর্যালোচনা শেষে কয়েকটি দলকে অনুমতি দেব।’

কিন্তু মানুষের ভোগান্তির কথা উল্লেখ করে খন্দকার গোলাম ফারুক বলেন, ‘যারা অনুমতি পাবেন, রাজনৈতিক সমাবেশ করা তাদের গণতান্ত্রিক অধিকার। কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা ঢাকা মহানগর পুলিশের কর্তব্য। আমি আপনাদের (গণমাধ্যমের) মাধ্যমে সব রাজনৈতিক দলের প্রতি অনুরোধ করব, ওয়ার্কিং ডেতে বিশাল বিশাল সমাবেশ করে ঢাকার লাখ লাখ মানুষকে থামিয়ে, রাস্তা আটকে রাখার বিষয়টি মাথায় রেখে, ভবিষ্যতের রাজনৈতিক পরিকল্পনা পরিবর্তন করে বন্ধের দিনে নিয়ে যান।’

ডিএমপি কমিশনার আরও বলেন, ‘সমাবেশে লাঠিসোঁটা ও ব্যাগ আনা যাবে না। ব্যাগে কোনো ধরনের বিস্ফোরক থাকতে পারে। আর আমি রাজনৈতিক দলগুলোকে অনুরোধ করব, আপনারা কর্মসূচি করেন কিন্তু জনগণকে কষ্ট না দিয়ে। ভবিষ্যতে জনগণ অতিষ্ঠ হয়ে গেলে হয়তো সাধারণ মানুষের কথা চিন্তা করে এসব সমাবেশের প্রতি নিষেধাজ্ঞা আরোপ করতে হতে পারে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

র‍্যাবকে ব্যক্তিস্বার্থে ব্যবহার ঠেকাতে হচ্ছে নতুন আইন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত