সখীপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন করা হয়। এর আগে গতকাল সোমবার তাঁর কক্ষে তালা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রবি, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বি এম বজলুর রহমান, শিপু জামান বুলবুল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, ‘চেয়ারম্যান নূরে আলম মুক্তা একজন মাদকসেবী। তিনি পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। দেশের সব আওয়ামী দোসরকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে রয়েছেন। আমরা অনতিবিলম্বে এই চেয়ারম্যানের অপসারণ চাই।’
এদিকে আজ মঙ্গলবার সকালে পরিষদের ভিজিএফের চাল বিতরণের তারিখ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর হস্তক্ষেপে সচিবের কক্ষটি খুলে দেওয়া হয়।
এর আগে গত রোববার বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা স্থানীয় মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধর করেন। গতকাল সোমবার সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকে ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন ইউপি সদস্য দাবি করেন, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে চেয়ারম্যানকে লাথি মেরেছেন। তিনি মানসিক প্রতিবন্ধী, বিষয়টি চেয়ারম্যানের জানা ছিল না।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটেছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনীতিক প্রতিহিংসা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
টাঙ্গাইলের সখীপুরে মোতালেব হোসেন (৪৮) নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধরের ঘটনায় বহুরিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তার অপসারণ চেয়ে মানববন্ধন করেছে এলাকাবাসী। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে ইউনিয়ন পরিষদ চত্বরে এই মানববন্ধন করা হয়। এর আগে গতকাল সোমবার তাঁর কক্ষে তালা দেওয়া হয়।
মানববন্ধনে উপজেলা বিএনপির সহসভাপতি রফিকুল ইসলাম রবি, বহুরিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি বি এম বজলুর রহমান, শিপু জামান বুলবুল, জাহাঙ্গীর বিশ্বাস প্রমুখ বক্তব্য দেন। বক্তারা দাবি করেন, ‘চেয়ারম্যান নূরে আলম মুক্তা একজন মাদকসেবী। তিনি পরিষদে দীর্ঘদিন ধরে নিজের খেয়ালখুশি মতো কাজ করছেন। দেশের সব আওয়ামী দোসরকে বিতাড়িত করা হয়েছে। কিন্তু আমাদের এখানে আওয়ামী লীগ মনোনীত এই চেয়ারম্যান এখনো বহাল তবিয়তে রয়েছেন। আমরা অনতিবিলম্বে এই চেয়ারম্যানের অপসারণ চাই।’
এদিকে আজ মঙ্গলবার সকালে পরিষদের ভিজিএফের চাল বিতরণের তারিখ থাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনীর হস্তক্ষেপে সচিবের কক্ষটি খুলে দেওয়া হয়।
এর আগে গত রোববার বহুরিয়া ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা স্থানীয় মোতালেব হোসেন নামের এক মানসিক প্রতিবন্ধীকে মারধর করেন। গতকাল সোমবার সেই ঘটনার একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। এর পর থেকে ইউপি চেয়ারম্যান নূরে আলম মুক্তার বিরুদ্ধে তীব্র সমালোচনা শুরু হয়। তবে প্রত্যক্ষদর্শী কয়েকজন ইউপি সদস্য দাবি করেন, মোতালেব হোসেন নামের ওই ব্যক্তি প্রথমে চেয়ারম্যানকে লাথি মেরেছেন। তিনি মানসিক প্রতিবন্ধী, বিষয়টি চেয়ারম্যানের জানা ছিল না।
এ বিষয়ে ইউপি চেয়ারম্যান সরকার নূরে আলম মুক্তা বলেন, ‘লোকটি যে মানসিক ভারসাম্যহীন, তা আমি জানতাম না। আমাকে ছোট করতে কোনো একটি পক্ষ ভিডিওটি কেটেছেঁটে ভিন্নভাবে উপস্থাপন করছে। এখন যা হচ্ছে তা মূলত রাজনীতিক প্রতিহিংসা।’
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুল্লাহ আল রনী আজকের পত্রিকাকে বলেন, পরিষদের স্বাভাবিক কার্যক্রম চলমান রাখার ব্যবস্থা করা হয়েছে। চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নীলফামারীর ডিমলা উপজেলার বাবুরহাট বাজারে নির্মাণকাজ শেষ হওয়ার এক মাস যেতে না যেতেই উঠে যাচ্ছে সড়কের আরসিসি ঢালাই। এ ছাড়া সড়কটির সম্প্রসারণ জয়েন্টগুলোতে আঁকাবাঁকা ফাটল দেখা দিয়েছে। বিষয়টি বুঝতে পেরে সংশ্লিষ্টরা তাড়াহুড়া করে বিটুমিন দিয়ে ফাটল বন্ধের চেষ্টা চালিয়েছেন বলে জানা গেছে।
৬ ঘণ্টা আগেতিন পার্বত্য জেলার মধ্যে আগে থেকেই চিকিৎসাসেবায় পিছিয়ে খাগড়াছড়ি। তার ওপর বছরের পর বছর চিকিৎসক, নার্স, কর্মচারী ও প্রয়োজনীয় যন্ত্রপাতির সংকট থাকায় খাগড়াছড়ি আধুনিক সদর হাসপাতালে কাঙ্ক্ষিত সেবা পাচ্ছেন না রোগীরা।
৬ ঘণ্টা আগেনেত্রকোনার দুর্গাপুরে এক কলেজ ছাত্রীকে ধর্ষণের অভিযোগে ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ। আটক ফয়সাল আহমেদ ওরফে দুর্জয় দুর্গাপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। মঙ্গলবার (২৯ এপ্রিল) রাতে দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান...
৬ ঘণ্টা আগেরাজধানীর খিলগাঁওয়ে একটি নির্মাণাধীন ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আজ মঙ্গলবার সন্ধ্যা ৭টায় এ অগ্নিকাণ্ড ঘটে। তবে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে যাওয়ার আগেই আগুন নিভে গেছে। এতে কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।
৮ ঘণ্টা আগে