Ajker Patrika

চলন্ত বাসের মধ্যে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি

ফরিদপুর প্রতিনিধি
আপডেট : ২৪ সেপ্টেম্বর ২০২২, ০০: ০৪
চলন্ত বাসের মধ্যে ঢুকে গেল বিদ্যুতের খুঁটি

মহাসড়ক ধরে দ্রুতগতিতে চলছিল দূরপাল্লার বাসটি। আরোহীদের মধ্যে কেউ হয়তো মোবাইল ফোনে ব্যস্ত ছিলেন, কেউবা চোখ বন্ধ করে ঝিমুনি দিচ্ছিলেন। এর মধ্যে আস্ত একটি বিদ্যুতের খুঁটি বাসটির সামনে দিয়ে ঢুকে পেছন দিক দিয়ে বের হয়ে আটকে যায়। চোখের পলকে ক্ষতবিক্ষত হয়ে কাতরানো শুরু করেন যাত্রীরা।

ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুবের গঙ্গাবর্দী নামক স্থানে গতকাল শুক্রবার দুপুর ১২টার দিকে ঘটে ভয়ানক এ দুর্ঘটনা। এতে একজন নিহত ও কমপক্ষে ১৫ যাত্রী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

নিহত ব্যক্তির নাম নজরুল ইসলাম (৩৮)। তিনি মুন্সিগঞ্জের লৌহজংয়ের কুমারভোগ এলাকার রাজ্জাকের ছেলে। আহত হয়েছেন মো. আশরাফ (৭০), মো. সাজু আহম্মেদ (২২) ও তপন (৪৫) নামের তিন ব্যক্তি।

পুলিশ, প্রত্যক্ষদর্শী ও বাসটির আরোহীদের সঙ্গে কথা বলে জানা গেছে, মহাসড়কের পাশে ফেলে রাখা বিদ্যুতের খুঁটি ওঠানো হচ্ছিল ক্রেন দিয়ে। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা তালুকদার পরিবহনের বাসটি দ্রুতগতিতে চলছিল। কিছু বুঝে ওঠার আগেই খুঁটির সরু দিকটা ঢুকে যায় বাসের সামনের দিক দিয়ে। পুরো বাস এফোঁড়-ওফোঁড় করে পেছনের দিক দিয়ে বের হয় খুঁটি। এ সময় বিপরীত দিক থেকে আসা মেহেরপুর থেকে ঢাকাগামী জে আর পরিবহনের একটি বাস তালুকদার পরিবহনের বাসটিকে ধাক্কা দিয়ে রাস্তার পাশে খাদের কিনারায় পড়ে গাছের সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার পর আশপাশের লোকজন দ্রুত এগিয়ে এসে বাসযাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান।

করিমপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শংকর কুমার জানান, খুঁটির আঘাতে তালুকদার পরিবহনের বাসটির অন্তত ১০-১২ জন যাত্রী আহত হন। অন্য বাসটিরও পাঁচ যাত্রী আহত হন। আহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর একজনের মৃত্যু হয়। আহত তিনজনের অবস্থা আশঙ্কাজনক। এর মধ্যে দুজনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় পাঠানো হয়েছে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত