নিজস্ব প্রতিবেদক
ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে গলা টিপে ধরা নারীকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম রোজিনার গলা টিপে ধরেছেন বলে ফেসবুকে ট্রল হলেও আসলে রোজিনার গলা টিপে ধরা নারী এই মন্ত্রণালয়ের অফিস সহকারী মাকসুদা সুলতানা পলি।
রোজিনাকে হেনস্তার ঘটনা তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কমিটি করেছে, তাঁর আহ্বায়ক স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজম বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।
মো. সাইফুল্লাহিল আজম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গলা টিপে ধরার যে ভিডিও ছড়িয়েছে তা আমরা দেখেছি। এর সঙ্গে জড়িত হিসেবে অফিস সহকারী মাকসুদা সুলতানা পলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা তাঁকে তদন্ত কমিটিতে ডাকব। তার আগে আমরা ওই সময়কার আরও ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আমরা সে অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।
অতিরিক্ত সচিব জেবুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, সচিবের নির্দেশে তিনি সচিবের পিএস এর কক্ষে গিয়ে রোজিনার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলছেন। তার গলা টিপে ধরার ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা অন্য কেউ।
এই কর্মকর্তা জানান, ঘটনার দিন সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভায় অংশ নেন তিনি। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে ওইদিন তিনি ওই রমকের পোশাক পরেননি।
রোজিনাকে গলা টিপে ধরার ভিডিও প্রকাশ করে তাকে নিয়ে ফেসবুকে ট্রল হওয়ার পর তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছেন বলেও জানান জেবুন্নেছা। ফেসবুকে তাঁর বিদেশে, দেশে সম্পত্তি নিয়ে যে তথ্য ছড়িয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের দপ্তরের অফিস সহকারী পলি। বুধবার কয়েক দফা এই দপ্তরে গিয়ে পলিকে পাওয়া যায়নি।
এই দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পলি বুধবার সকালে অফিসে এসে কিছুক্ষণ থেকেই চলে যান। এরপর আরেকবার অল্প সময়ের জন্য অফিসে আসেন, এরপর থেকে তাঁকে আর দপ্তরে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে পলির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারী সাংবাদিক আটক হওয়ায় তাঁর শরীর তল্লাশি করতে পলিসহ কয়েকজন নারী কর্মকর্তাকে সচিবের দপ্তর থেকে ডেকে আনা হয়।
ওই কর্মকর্তা বলেন, পলি যখন সাংবাদিক রোজিনার শরীর তল্লাশি করছিলেন তখন মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন নারী কর্মকর্তাও সেখানে ছিলেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার জামিন হবে রোজিনার, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, জামিন শুনানি বৃহস্পতিবার
সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সাংবাদিক রোজিনাকে আদালতে নেওয়া হয়েছে
সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে থানায় সোপর্দ
সাংবাদিক হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ
রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
ঢাকা: প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে গলা টিপে ধরা নারীকে চিহ্নিত করা হয়েছে।
স্বাস্থ্য সেবা বিভাগের অতিরিক্ত সচিব (বিশ্বস্বাস্থ্য অনুবিভাগ) কাজী জেবুন্নেছা বেগম রোজিনার গলা টিপে ধরেছেন বলে ফেসবুকে ট্রল হলেও আসলে রোজিনার গলা টিপে ধরা নারী এই মন্ত্রণালয়ের অফিস সহকারী মাকসুদা সুলতানা পলি।
রোজিনাকে হেনস্তার ঘটনা তদন্ত করতে স্বাস্থ্য মন্ত্রণালয় যে কমিটি করেছে, তাঁর আহ্বায়ক স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম-সচিব (উন্নয়ন অধিশাখা) মো. সাইফুল্লাহিল আজম বুধবার আজকের পত্রিকাকে এই তথ্য জানান।
মো. সাইফুল্লাহিল আজম বলেন, সাংবাদিক রোজিনা ইসলামকে গলা টিপে ধরার যে ভিডিও ছড়িয়েছে তা আমরা দেখেছি। এর সঙ্গে জড়িত হিসেবে অফিস সহকারী মাকসুদা সুলতানা পলিকে প্রাথমিকভাবে চিহ্নিত করা হয়েছে। আমরা তাঁকে তদন্ত কমিটিতে ডাকব। তার আগে আমরা ওই সময়কার আরও ভিডিও ফুটেজসহ অন্যান্য তথ্য-উপাত্ত সংগ্রহ করছি। তদন্তে তিনি দোষী প্রমাণিত হলে আমরা সে অনুযায়ী তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করব।
অতিরিক্ত সচিব জেবুন্নেছা আজকের পত্রিকাকে বলেন, সচিবের নির্দেশে তিনি সচিবের পিএস এর কক্ষে গিয়ে রোজিনার সঙ্গে ৫-৭ মিনিট কথা বলছেন। তার গলা টিপে ধরার ভিডিওতে যাকে দেখা যাচ্ছে সেটা অন্য কেউ।
এই কর্মকর্তা জানান, ঘটনার দিন সোমবার দুপুরে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে একটি সভায় অংশ নেন তিনি। ভিডিওতে যে নারীকে দেখা যাচ্ছে ওইদিন তিনি ওই রমকের পোশাক পরেননি।
রোজিনাকে গলা টিপে ধরার ভিডিও প্রকাশ করে তাকে নিয়ে ফেসবুকে ট্রল হওয়ার পর তিনি এ বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে বিবৃতি দিয়েছেন বলেও জানান জেবুন্নেছা। ফেসবুকে তাঁর বিদেশে, দেশে সম্পত্তি নিয়ে যে তথ্য ছড়িয়েছে সে বিষয়ে কোনো মন্তব্য করেননি এই কর্মকর্তা।
স্বাস্থ্যসেবা বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ শাহাদাত হোসেনের দপ্তরের অফিস সহকারী পলি। বুধবার কয়েক দফা এই দপ্তরে গিয়ে পলিকে পাওয়া যায়নি।
এই দপ্তরের একজন কর্মকর্তা আজকের পত্রিকাকে জানান, পলি বুধবার সকালে অফিসে এসে কিছুক্ষণ থেকেই চলে যান। এরপর আরেকবার অল্প সময়ের জন্য অফিসে আসেন, এরপর থেকে তাঁকে আর দপ্তরে দেখা যায়নি। এ বিষয়ে কথা বলতে পলির মোবাইল ফোনে কয়েকবার কল করা হলেও তিনি তা রিসিভ করেননি।
স্বাস্থ্যসেবা বিভাগের একজন কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, নারী সাংবাদিক আটক হওয়ায় তাঁর শরীর তল্লাশি করতে পলিসহ কয়েকজন নারী কর্মকর্তাকে সচিবের দপ্তর থেকে ডেকে আনা হয়।
ওই কর্মকর্তা বলেন, পলি যখন সাংবাদিক রোজিনার শরীর তল্লাশি করছিলেন তখন মন্ত্রণালয়ের কয়েকজন ঊর্ধ্বতন নারী কর্মকর্তাও সেখানে ছিলেন।
আরও পড়ুন:
বৃহস্পতিবার জামিন হবে রোজিনার, আশা স্বরাষ্ট্রমন্ত্রীর
সাংবাদিক রোজিনা হেনস্তার ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয়ের তদন্ত কমিটি
সাংবাদিক রোজিনাকে হেনস্তার প্রতিবাদে ১১ বিশিষ্ট ব্যক্তির বিবৃতি
সাংবাদিক রোজিনার রিমান্ড নামঞ্জুর, জামিন শুনানি বৃহস্পতিবার
সাংবাদিক রোজিনার ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ
সাংবাদিক রোজিনাকে আদালতে নেওয়া হয়েছে
সাংবাদিক রোজিনাকে সচিবালয়ে ৫ ঘণ্টা আটকে রেখে থানায় সোপর্দ
সাংবাদিক হেনস্তা ও গ্রেপ্তারে জাতিসংঘের উদ্বেগ
রোজিনার মুক্তির দাবিতে জাতীয় প্রেসক্লাবে বিভিন্ন সংগঠনের বিক্ষোভ
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৩ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৩ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৬ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৭ ঘণ্টা আগে