Ajker Patrika

গোপালগঞ্জে বাস-কাভার্ড ভ্যানের সংঘর্ষে চালক নিহত, আহত ১৫

গোপালগঞ্জ প্রতিনিধি
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। ছবি: সংগৃহীত
দুর্ঘটনায় আহতদের হাসপাতালে পাঠানো হয়। ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে যাত্রীবাহী বাস ও কাভার্ড ভ্যানের মধ্যে মুখোমুখি সংঘর্ষে চালক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের অন্তত ১৫ যাত্রী। আজ বুধবার সকালে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার পোনা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহত চালকের নাম-পরিচয় জানা যায়নি।

এদিকে দুর্ঘটনার পর যানবাহন দুটি সড়কের ওপর দুমড়ে-মুচড়ে পড়ে থাকায় প্রায় দুই ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কাশিয়ানীর ভাটিয়াপাড়া হাইওয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. রোমান মোল্লা আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ফাল্গুনী পরিবহনের একটি যাত্রীবাহী বাস পোনা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। তাতে গাড়ি দুটি দুমড়ে-মুচড়ে গেলে অন্তত ১৫ জন আহত হয়। তাদের উদ্ধার করে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় কাভার্ড ভ্যানের চালকের মৃত্যু হয়।

রোমান মোল্লা আরও বলেন, গুরুতর আহত চারজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে ওই সড়কে চলাচল বন্ধ হয়ে উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে। পুলিশের রেকার দিয়ে সড়কের ওপর থেকে যানবাহন দুটি সরিয়ে নিলে দুই ঘণ্টা পর সকাল সাড়ে ৯টার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত