Ajker Patrika

সিরাজদিখানে আবাসন ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১৮: ৪৪
সিরাজদিখানে আবাসন ব্যবসা নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, পুলিশের ফাঁকা গুলি

মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার বালুচর ইউনিয়নে আবাসন ব্যবসাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করা হয়েছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১৮টি ফাঁকা গুলি ছোড়ে। 

আজ সোমবার বেলা ১১টা থেকে ১টা পর্যন্ত উপজেলার বালুচর ইউনিয়নের খাসকান্দি গ্রামের বেগমবাজার এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এলাকায় আবাসন ব্যবসাকে কেন্দ্র করে ‘নুজহা সিটি’র বাতেন হাজি ও আল ইসলামের সঙ্গে ‘দক্ষিনা গ্রিন সিটি’র সুমন মিয়া ও কামিজুদ্দিন কামু গ্রুপের লোকজনের মধ্যে দীর্ঘদিন থেকে বিরোধে চলে আসছে। সেই বিরোধের জেরে বাতেন হাজি ও আল ইসলামের লোকজন আজ সোমবার সকাল ১০টার দিকে দক্ষিনা গ্রিন সিটির স্থাপনা ভাঙচুর করলে দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বেধে যায়। দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয়ে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।

 দেশীয় অস্ত্র নিয়ে মুখোমুখি হয় দুই গ্রুপের লোকজনওসি বলেন, এ সময় চারটি বসতবাড়ি, পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করা হয়। এ ছাড়া চারজন টেঁটাবিদ্ধ এবং শাহিনুর নামে পুলিশের এক কনস্টেবলসহ সাতজন আহত হয়েছেন। টেঁটাবিদ্ধ আহতরা ঢাকা মিটফোর্ড হাসপাতালে চিকিৎসাধীন। আহত কনস্টেবলকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ১৮টি ফাঁকা গুলি ছোড়ে।

ওসি আরও বলেন, ‘এ ঘটনায় আমাদের পুলিশের একজন কনস্টেবল আহত হয়েছেন। পুলিশের তিনটি মোটরসাইকেল ও একটি পিকআপ ভাঙচুর করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, ঘটনাস্থলে থেকে দুই শতাধিক টেঁটা উদ্ধার এবং চারজনকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত