Ajker Patrika

চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৬ জুলাই ২০২৩, ২০: ১৫
চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ

রাজধানীর মহাখালী বাস টার্মিনালে ঢুকতে চাঁদা চাওয়ার প্রতিবাদে ঢাকা-গোপালপুর রুটে বাস চলাচল বন্ধ রেখেছে টাঙ্গাইল বাস মালিক সমিতি। আজ বৃহস্পতিবার দুপুর থেকে ওই রুটে বাস চলাচল বন্ধ রয়েছে।

টাঙ্গাইল বাস মালিক সমিতির অভিযোগ, ওই রুটে চলাচলকারী অর্ধশত বাসের প্রতিটি থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনাল বাস মালিক সমিতি।

টাঙ্গাইল বাস-মিনিবাস মালিক সমিতির সভাপতি খন্দকার ইকবাল হোসেন অভিযোগ করে বলেন, ‘আমাদের “দ্রুতযান” নামে বাস আছে ১৪০টি। প্রতিদিন ঢাকা-গোপালপুর রুটে চলাচল করে ৫২টি বাস। কিন্তু সব বাস থেকে ১ হাজার টাকা করে চাঁদা দাবি করছে মহাখালী টার্মিনালের লোকজন। আমরা বলেছি, কোনো চাঁদা দেব না। প্রয়োজনে গাড়ি চালাব না। এ কারণে এখন এই রুটে গাড়ি চলাচল বন্ধ রয়েছে।’

এদিকে বাস চলাচল বন্ধ থাকায় ঢাকা-টাঙ্গাইল-গোপালপুর রুটের যাত্রীরা পড়েছেন বিপাকে। অনেকেই বাস না পেয়ে ভিন্ন উপায়ে গন্তব্যে ফিরছেন। তাতে তাঁদের অনেক টাকা খরচ করতে হচ্ছে।

তবে জানতে চাইলে মহাখালী বাস টার্মিনাল সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি আবুল কালাম আজকের পত্রিকার কাছে অভিযোগ সত্য নয় বলে দাবি করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

দেখো, ওর থেকে আরও ৫ লাখ নিতে পারো কি না—মেসেঞ্জার কলে এনসিপি নেতা নিজাম

‘কাল দেখা হইবে, ভালো থাকিস’—ছেলেকে বলেছিলেন গণপিটুনিতে নিহত প্রদীপ

ট্রাফিক সার্জেন্টকে গালিগালাজ: সহকারী কর কমিশনার ফাতেমা বরখাস্ত

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত