Ajker Patrika

শ্রীপুরে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকৌশলীসহ গ্রেপ্তার ২ 

আপডেট : ৩১ মার্চ ২০২৩, ১৯: ২১
শ্রীপুরে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় প্রকৌশলীসহ গ্রেপ্তার ২ 

গাজীপুরের শ্রীপুরে স্টার নেট কোম্পানির নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ (শুক্রবার) সকালে নিহত এক শ্রমিকের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন। 

মামলার আসামিরা হলেন স্টার নেট কোম্পানির মালিক চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকার বাসিন্দা আরশাদ আলী (৬০), কোম্পানির ঠিকাদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাবানী বাজার গ্রামের ইব্রাহিম খান (৬০) ও কোম্পানির প্রকৌশলী নওগাঁ জেলার পোরশা থানার কুলাডাঙ্গা গ্রামের রাব্বানী (২৮)। 

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন নির্মাণশ্রমিক নিহতের ঘটনার নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’ 

 মামলার বাদী মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই মনোয়ার হোসেন দীর্ঘদিন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে ভাড়া থেকে স্থানীয় স্টার নেট কোম্পানিতে দৈনিক মজুরিতে নির্মাণশ্রমিকের কাজ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে কাজে যোগদান করেন। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’ 

ময়মনসিংহ পল্লী বিদুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহম্মদ শাহ্ আল জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘১১ কেভি ভোল্টের সঞ্চলন লাইনের সঙ্গে তাদের কাজ করার আগেই আমাদের অবহিত করা উচিত ছিল। তারা চাইলে আমরা লাইন বন্ধ করে সহযোগিতা করতে পারতাম। এটা কারখানা কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির মধ্যে পড়ে।’ 

শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কারখানা নির্মাণের জন্য ফায়ার সার্ভিসের বিভিন্ন শাখা থেকে ছাড়পত্র নিতে হয়। লাইসেন্স শাখার সংশ্লিষ্টরা এ বিষয়ে ভালো বলতে পারবেন কী ধরনের ছাড়পত্র নিয়েছে ওরা।’ 

শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ভবন নির্মাণের জন্য কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ করছে কি না, তা কাগজপত্র না দেখে বিস্তারিত বলতে পারব না। যত দূর মনে পড়ে, অনুমতি না নিয়েই নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ শুরু করেছে। কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ করার কারণে তিনজনের প্রাণহানি হয়েছে। এ বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’ 

উল্লেখ্য, গতকাল গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ওই বহুতল ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন–নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উত্তর সারমারা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারা বড় হলে নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জিত হবে: সেনাপ্রধান

‘আমি যে মাপের লোক, আমারে সে মাপের অস্ত্র দিয়া ফাঁসাইতি’

অবশেষে ইকবালের পরিবারমুক্ত হলো প্রিমিয়ার ব্যাংক

‘হেল্প, হেল্প’ বলে চিৎকার—শিক্ষক এগিয়ে যেতেই গলায় ছুরি চালাল কিশোরী

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্নার পদত্যাগ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত