
গাজীপুরের শ্রীপুরে স্টার নেট কোম্পানির নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ (শুক্রবার) সকালে নিহত এক শ্রমিকের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন স্টার নেট কোম্পানির মালিক চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকার বাসিন্দা আরশাদ আলী (৬০), কোম্পানির ঠিকাদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাবানী বাজার গ্রামের ইব্রাহিম খান (৬০) ও কোম্পানির প্রকৌশলী নওগাঁ জেলার পোরশা থানার কুলাডাঙ্গা গ্রামের রাব্বানী (২৮)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন নির্মাণশ্রমিক নিহতের ঘটনার নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
মামলার বাদী মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই মনোয়ার হোসেন দীর্ঘদিন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে ভাড়া থেকে স্থানীয় স্টার নেট কোম্পানিতে দৈনিক মজুরিতে নির্মাণশ্রমিকের কাজ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে কাজে যোগদান করেন। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
ময়মনসিংহ পল্লী বিদুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহম্মদ শাহ্ আল জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘১১ কেভি ভোল্টের সঞ্চলন লাইনের সঙ্গে তাদের কাজ করার আগেই আমাদের অবহিত করা উচিত ছিল। তারা চাইলে আমরা লাইন বন্ধ করে সহযোগিতা করতে পারতাম। এটা কারখানা কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির মধ্যে পড়ে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কারখানা নির্মাণের জন্য ফায়ার সার্ভিসের বিভিন্ন শাখা থেকে ছাড়পত্র নিতে হয়। লাইসেন্স শাখার সংশ্লিষ্টরা এ বিষয়ে ভালো বলতে পারবেন কী ধরনের ছাড়পত্র নিয়েছে ওরা।’
শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ভবন নির্মাণের জন্য কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ করছে কি না, তা কাগজপত্র না দেখে বিস্তারিত বলতে পারব না। যত দূর মনে পড়ে, অনুমতি না নিয়েই নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ শুরু করেছে। কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ করার কারণে তিনজনের প্রাণহানি হয়েছে। এ বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গতকাল গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ওই বহুতল ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন–নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উত্তর সারমারা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)।

গাজীপুরের শ্রীপুরে স্টার নেট কোম্পানির নির্মাণাধীন ভবনে বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনায় ঠিকাদার ও প্রকৌশলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এর আগে আজ (শুক্রবার) সকালে নিহত এক শ্রমিকের ভাই মো. আনোয়ার হোসেন বাদী হয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে শ্রীপুর থানায় একটি মামলা দায়ের করেন।
মামলার আসামিরা হলেন স্টার নেট কোম্পানির মালিক চট্টগ্রাম জেলার পাঁচলাইশ থানার মেহেদীবাগ এলাকার বাসিন্দা আরশাদ আলী (৬০), কোম্পানির ঠিকাদার নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার বাবানী বাজার গ্রামের ইব্রাহিম খান (৬০) ও কোম্পানির প্রকৌশলী নওগাঁ জেলার পোরশা থানার কুলাডাঙ্গা গ্রামের রাব্বানী (২৮)।
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল ফজল মো. নাসিম আজকের পত্রিকাকে বলেন, ‘তিন নির্মাণশ্রমিক নিহতের ঘটনার নিহত মনোয়ার হোসেনের ভাই আনোয়ার হোসেন বাদী হয়ে দায়িত্বে অবহেলার অভিযোগে মামলা দায়ের করেছেন। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিকে গ্রেপ্তার করতে কাজ করছে পুলিশ।’
মামলার বাদী মো. আনোয়ার হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ভাই মনোয়ার হোসেন দীর্ঘদিন শ্রীপুর পৌর এলাকার কেওয়া পূর্বখণ্ড গ্রামে ভাড়া থেকে স্থানীয় স্টার নেট কোম্পানিতে দৈনিক মজুরিতে নির্মাণশ্রমিকের কাজ করেন। এরই ধারাবাহিকতায় গতকাল সকালে কাজে যোগদান করেন। কর্তৃপক্ষের গাফিলতির কারণে আমার ভাইয়ের মৃত্যু হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে আমার ভাইসহ তিনজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় কারখানার মালিক ঠিকাদার ও প্রকৌশলীর বিরুদ্ধে মামলা দায়ের করেছি।’
ময়মনসিংহ পল্লী বিদুৎ সমিতি-২-এর মাওনা জোনাল অফিসের ডিজিএম আহম্মদ শাহ্ আল জাবেদ আজকের পত্রিকাকে বলেন, ‘১১ কেভি ভোল্টের সঞ্চলন লাইনের সঙ্গে তাদের কাজ করার আগেই আমাদের অবহিত করা উচিত ছিল। তারা চাইলে আমরা লাইন বন্ধ করে সহযোগিতা করতে পারতাম। এটা কারখানা কর্তৃপক্ষের যথেষ্ট গাফিলতির মধ্যে পড়ে।’
শ্রীপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইফতেখার হোসেন রায়হান চৌধুরী আজকের পত্রিকাকে বলেন, ‘একটি কারখানা নির্মাণের জন্য ফায়ার সার্ভিসের বিভিন্ন শাখা থেকে ছাড়পত্র নিতে হয়। লাইসেন্স শাখার সংশ্লিষ্টরা এ বিষয়ে ভালো বলতে পারবেন কী ধরনের ছাড়পত্র নিয়েছে ওরা।’
শ্রীপুর পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. শাহেদ আক্তার আজকের পত্রিকাকে বলেন, ‘ভবন নির্মাণের জন্য কোনো ধরনের নিয়মনীতি অনুসরণ করছে কি না, তা কাগজপত্র না দেখে বিস্তারিত বলতে পারব না। যত দূর মনে পড়ে, অনুমতি না নিয়েই নিয়মবহির্ভূতভাবে ভবন নির্মাণ শুরু করেছে। কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনী ছাড়াই কাজ করার কারণে তিনজনের প্রাণহানি হয়েছে। এ বিষয়ে দায়িত্বে অবহেলার কারণে সংশ্লিষ্ট কারখানার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
উল্লেখ্য, গতকাল গাজীপুরের শ্রীপুরে নির্মাণাধীন ওই বহুতল ভবনে লোহার রড তোলার সময় বিদ্যুতায়িত হয়ে তিন শ্রমিকের মৃত্যু হয়। নিহত শ্রমিকেরা হলেন–নোয়াখালী জেলার কোম্পানীগঞ্জ উপজেলার চরকচ্ছপিয়া গ্রামের আজাদ হোসেনের ছেলে প্রিয়াস (২০), একই উপজেলার বেলাল সওদাগরের ছেলে পাভেল (২৩) ও জামালপুর জেলার বকশিগঞ্জ উপজেলার উত্তর সারমারা গ্রামের মো. চাঁন মিয়ার ছেলে মনোয়ার হোসেন (২৫)।

লালমনিরহাটে বিএনপি নেতাদের বিরুদ্ধে সংস্কারকাজের দরপত্র প্রক্রিয়াধীন থাকা দুটি সড়ক দখলের অভিযোগ উঠেছে। তাঁরা সেখানে কর্তৃপক্ষের অনুমতি ও কার্যাদেশ ছাড়াই কাজ শুরু করেছেন। সেই সঙ্গে কাজ পাওয়া সংশ্লিষ্ট ঠিকাদারদের তা ছেড়ে দিতে হুমকি দিচ্ছেন।
৬ ঘণ্টা আগে
দীর্ঘ প্রতীক্ষার পর গাইবান্ধা ও কুড়িগ্রাম জেলার সংযোগকারী মওলানা ভাসানী সেতু আজ বুধবার দুপুরে উদ্বোধন হচ্ছে। তিস্তা নদীর ওপর নির্মিত সেতুটির দৈর্ঘ্য ১৪৯০ মিটার। সেতুটি গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার হরিপুর ঘাটের সঙ্গে কুড়িগ্রামের চিলমারী উপজেলার সড়ক যোগাযোগে নতুন দুয়ার উন্মোচন হচ্ছে।
৬ ঘণ্টা আগে
ঋণের ফাঁদে জড়িয়ে পড়েছে রাজশাহীর নিম্ন আয়ের মানুষ। চারদিক থেকে অভাব-অনটনে ঘিরে ধরা মানুষগুলো বাঁচার আশায় ঋণ নিচ্ছেন। কেউ চড়া সুদে নিচ্ছেন বেসরকারি সংস্থা (এনজিও) থেকে, কেউ সুদের কারবারি কিংবা আত্মীয়স্বজনের কাছ থেকে। একসময় এই ঋণই অনেকের বোঝায় পরিণত হচ্ছে, যা তাঁদের ঠেলে দিচ্ছে হতাশা আর মৃত্যুর দিকে।
৭ ঘণ্টা আগে
সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজারে পাপড়ি রেস্টুরেন্টে হামলা চালিয়ে ভাঙচুরের মামলার প্রধান আসামি বিএনপি নেতা আমিনুর রহমান চৌধুরী সিফতাকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (১৯ আগস্ট) সন্ধ্যায় সিলেট নগরীর উপশহর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার আমিনুর রহমান চৌধুরী লালাবাজার ইউনিয়ন...
৭ ঘণ্টা আগে