ঢামেক প্রতিবেদক
রাজধানীর গ্রিন রোডে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে কয়েকজন ছিনতাইকারী। এতে আহত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার গ্রিন রোডে মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের সামনে এই ঘটনা ঘটে।
আহত পরীক্ষার্থীর ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাঁর বোন রিনা (২০) ধানমন্ডির মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। থাকেন গ্রিন রোডে কলেজটির হোস্টেলে। গত বছর এই কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে সেবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় ফেল করেন রিনা। ৭ জুলাই তাঁর আইসিটি পরীক্ষা দেওয়ার কথা।
এ জন্য দেশের বাড়ি বান্দরবানের থানচি উপজেলা থেকে বাসে করে আজ ভোরে কলাবাগানে নামেন রিনা। সেখান থেকে তিনি রিকশায় হোস্টেলের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তাঁকে ছুরিকাঘাত করে তাঁর দুটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল।
ছুরিকাঘাতে আহত রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জুয়েল।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর মাথায় ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
রাজধানীর গ্রিন রোডে রিনা ত্রিপুরা নামে এক এইচএসসি পরীক্ষার্থীর ওপর ছুরি দিয়ে হামলা চালিয়েছে কয়েকজন ছিনতাইকারী। এতে আহত ওই পরীক্ষার্থীকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
আজ বৃহস্পতিবার গ্রিন রোডে মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলের সামনে এই ঘটনা ঘটে।
আহত পরীক্ষার্থীর ভাই জুয়েল ত্রিপুরা জানান, তাঁর বোন রিনা (২০) ধানমন্ডির মেহেরুন্নেসা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। থাকেন গ্রিন রোডে কলেজটির হোস্টেলে। গত বছর এই কলেজ থেকে তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছিলেন। তবে সেবার তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) পরীক্ষায় ফেল করেন রিনা। ৭ জুলাই তাঁর আইসিটি পরীক্ষা দেওয়ার কথা।
এ জন্য দেশের বাড়ি বান্দরবানের থানচি উপজেলা থেকে বাসে করে আজ ভোরে কলাবাগানে নামেন রিনা। সেখান থেকে তিনি রিকশায় হোস্টেলের উদ্দেশে রওনা দেন। সেখানে পৌঁছালে কয়েকজন ছিনতাইকারী রিকশার গতিরোধ করে তাঁকে ছুরিকাঘাত করে তাঁর দুটি ব্যাগ নিয়ে যায়। ব্যাগের মধ্যে মূল্যবান জিনিসপত্র ও কাগজপত্র ছিল।
ছুরিকাঘাতে আহত রিনাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয় বলে জানান জুয়েল।
হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, হাসপাতালে ভর্তি শিক্ষার্থীর মাথায় ও কাঁধে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।
মঙ্গলবার (১ জুলাই) বিকেলে ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে জুলাই নিয়ে আপত্তিকর পোস্ট করেন ট্রাফিকে কর্মরত ওই পুলিশ সদস্য। এরপর রনিকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে পুলিশ সুপারের কার্যালয়ের সামনে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন বৈষম্যে বিরোধী ছাত্র...
৮ মিনিট আগেবাংলাদেশ থেকে প্রতিবছর অনেক রোগী উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের হাসপাতালে যান। তবে তথ্যের ঘাটতি, ভাষাগত জটিলতা, সময়সূচি মিলিয়ে নেওয়া কিংবা ভিসা প্রক্রিয়ার জটিলতায় রোগী ও স্বজনদের বিড়ম্বনায় পড়তে হয়। সেই বিড়ম্বনা কমাতে ঢাকার পর এবার চট্টগ্রামেই চালু হলো থাইল্যান্ডের বিখ্যাত মেডপার্ক হাসপাতালের অফিস।
১৯ মিনিট আগেকুমিল্লার মুরাদনগরে নারীকে নির্যাতনের ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে প্রধান আসামি শাহপরানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার দুপুরে কুমিল্লার আমলী আদালত-১১ এর বিচারক মমিনুল হক এ আদেশ দেন।
৩৯ মিনিট আগেরিয়াজ উদ্দিনের মেয়ে মাহমুদ বেগম বলেন, `আমার বাবা ২০১৪ সালের ১৫ এপ্রিল মারা গেছেন। আমার জানা মতে তিনি জীবিত থাকা অবস্থায় কোন ঋণ নেননি। এখন ওরা চিঠি নিয়ে আসছে, আমার বাবা কি কবর থেকে এসে ঋণ নিয়েছে? আমি চিঠি রাখতে চাইনি, জোর করে দিয়ে গেছে।’
১ ঘণ্টা আগে