নিজস্ব প্রতিবেদক, ঢাকা
গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ৭১ টিভি এই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতে সংবাদের সত্য তুলে ধরেছে।
আজ বুধবার দুপুরে বেসরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক সাহেব যেটা করেছেন, এটা সঠিক ছিল না। যেটা ৭১ টিভির মাধ্যমে আপনারাই প্রচার করেছেন। আপনারাই সাংবাদিক ভাইরা সংক্ষুব্ধ হয়ে ৭১ টিভির মাধ্যমে এই সংবাদটা ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ৭১ টিভিতে ফুটিয়ে তোলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, স্বাধীনতা দিবসে আমরা এত দূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ কেউ যদি দেয়, যে কেউ সংক্ষুব্ধ হতে পারে, আপনিও হতে পারেন। এই নিউজটা নিশ্চয় আপনার কাছেও ভালো লাগেনি।’
এর আগে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সিআইডির তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলাকে কেন্দ্র করেই খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে।’
বুধবার ভোর ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) রাজু মন্ডল।
রাজু মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযান শেষ হয়। কী কী জব্দ করা হয়েছে, তা আমি বলতে পারব না। এ ছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন, আমি তাঁদের নামও বলতে পারব না।’
এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কি না, তিনি এখনো নিশ্চিত নন। খোঁজখবর নিয়ে জানাবেন।
গত ২৬ মার্চ প্রথম আলোতে প্রকাশিত সংবাদ ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। তিনি বলেন, ৭১ টিভি এই ভিত্তিহীন, উদ্দেশ্যপ্রণোদিতে সংবাদের সত্য তুলে ধরেছে।
আজ বুধবার দুপুরে বেসরকারি রিহ্যাবিলিটেশন সেন্টারের মধ্যে অনুদান বিতরণ ও বার্ষিক ড্রাগ রিপোর্টের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এ কথা বলেন।
সাংবাদিকদের উদ্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘প্রথম আলোর সাংবাদিক সাহেব যেটা করেছেন, এটা সঠিক ছিল না। যেটা ৭১ টিভির মাধ্যমে আপনারাই প্রচার করেছেন। আপনারাই সাংবাদিক ভাইরা সংক্ষুব্ধ হয়ে ৭১ টিভির মাধ্যমে এই সংবাদটা ভিত্তিহীন, মিথ্যা, উদ্দেশ্যপ্রণোদিত ৭১ টিভিতে ফুটিয়ে তোলা হয়েছে।’
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা মনে করি, স্বাধীনতা দিবসে আমরা এত দূর এগোনোর পরে এই ধরনের একটা ভুয়া নিউজ কেউ যদি দেয়, যে কেউ সংক্ষুব্ধ হতে পারে, আপনিও হতে পারেন। এই নিউজটা নিশ্চয় আপনার কাছেও ভালো লাগেনি।’
এর আগে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে সিআইডির তুলে নিয়ে যাওয়া প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মামলাকে কেন্দ্র করেই খুব সম্ভবত কিছু একটা ঘটনা ঘটেছে।’
বুধবার ভোর ৫টার দিকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সদস্য পরিচয় দিয়ে মামলার কথা বলে দৈনিক প্রথম আলো পত্রিকার সাভার প্রতিবেদক শামসুজ্জামান শামসকে বাসা থেকে তুলে নিয়ে যাওয়া হয়।
সিআইডির অভিযানের সময় সঙ্গে ছিলেন আশুলিয়া থানার এসআই (উপপরিদর্শক) রাজু মন্ডল।
রাজু মন্ডল আজকের পত্রিকাকে বলেন, ‘ঢাকা থেকে সিআইডির একটি দল এসেছিল। আমি শুধু সঙ্গে ছিলাম। আমবাগানের একটি বাসায় অভিযান চালিয়ে একজনকে নিয়ে গেছে তারা। সকাল ৭টার দিকে অভিযান শেষ হয়। কী কী জব্দ করা হয়েছে, তা আমি বলতে পারব না। এ ছাড়া সিআইডি টিমে কে কে ছিলেন, আমি তাঁদের নামও বলতে পারব না।’
এ বিষয়ে জানতে চাইলে সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার আজাদ রহমান আজকের পত্রিকাকে বলেন, তাঁদের কোনো টিম শামসকে নিয়েছে কি না, তিনি এখনো নিশ্চিত নন। খোঁজখবর নিয়ে জানাবেন।
নান্দাইলে জমি সংক্রান্ত জেরে ভাতিজার হাতে চাচা দিলোয়ার হোসেন দিলু (৪৫) খুন হয়েছে। আজ বৃহস্পতিবার (১লা মে) নান্দাইল উপজেলার মুসুল্লি ইউনিয়নের শুভখিলা গ্রামে এ খুনের ঘটনা ঘটে। এ ঘটনায় নান্দাইল মডেল থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে ঘাতক ভাতিজা এনামুলকে (৪৫) আটক করে পুলিশ।
১০ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকা থেকে ‘ফেমডম সেশনের’ নামে নির্যাতন ও পর্নোগ্রাফি প্রচারের অভিযোগে দুই নারীকে গ্রেপ্তার করেছে ডিএমপির ভাটারা থানা-পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন শিখা আক্তার (২৫) ও সুইটি আক্তার জারা (২৫)।
১০ ঘণ্টা আগেশ্রম দেওয়া ছাড়া উৎপাদন প্রক্রিয়ায় শ্রমিকের প্রতিনিধিত্বের ব্যবস্থা বাংলাদেশের আইনে নেই। এ কারণে প্রচলিত আইনে শ্রমিকেরা মালিকের বা পুঁজিপতিদের ক্রীতদাসে পরিণত হয়ে আছে। মহান মে দিবস উপলক্ষে ১ মে (বৃহস্পতিবার) রাজধানীর পরিবাগ ডিসিসি সুপার মার্কেট প্রাঙ্গনে যুব বাঙালি আয়োজিত ‘মহান মে দিবসে ‘শ্রম-কর্ম...
১১ ঘণ্টা আগেনীলফামারী ইপিজেডে ভবনের ছাদ থেকে পড়ে বেলাল হোসেন (২৩) নামের এক নির্মাণশ্রমিক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার নীলফামারী উত্তরা ইপিজেডে এ ঘটনা ঘটে। নিহত শ্রমিক বেলাল হোসেন সিরাজগঞ্জের কামারখন্দ থানার ভদ্রঘাটের নুরুজ্জামানের ছেলে।
১১ ঘণ্টা আগে