অনলাইন ডেস্ক
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের (এস আলম) শ্যালক গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক মোহাম্মদ আরশেদ এবং কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেকসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দেশত্যাগের এই নিষেধাজ্ঞার নির্দেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের উপসহকারী পরিচালক ফয়েজ আহমেদ আরমান্ডা স্পিনিং মিলসের মালিক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আরমান্ডা স্পিনিং মিলসের মালিক মো. আরশেদ কর্তৃক লুটকৃত কয়েক হাজার কোটি টাকা তাঁর হেফাজতে স্থানান্তরপূর্বক তাঁর ও তাঁর স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অর্ধীন অপরাধের সম্পৃক্ততা রয়েছে। আরশেদ দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন। এ মুহূর্তে তিনি পালিয়ে গেলে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জন
কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অপর পাঁচজন হলেন সাউথইস্ট ব্যাংক লি.-এর গুলশান শাখার তৎকালীন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মোরশেদ আলম মামুন, একই শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান) রেজওয়ানুল কবির, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অব ইমপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) অমীয় কুমার মল্লিক এবং এভিপি ও ইনচার্জ অব এক্সপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) আশরাফুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংকের প্রধান কার্যালয়ের কোনো ধরনের ঋণ অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করে নিজে অবৈধ উপায়ে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লি. গুলশান শাখা থেকে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। তাঁদের বিরুদ্ধে গত ২ জানুয়ারি দুদক মামলা করে। মামলার তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করলে মামলার তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে বিধায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
এস আলম গ্রুপের কর্ণধার সাইফুল আলমের (এস আলম) শ্যালক গাজীপুরের আরমান্ডা স্পিনিং মিলসের মালিক মোহাম্মদ আরশেদ এবং কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেকসহ সাতজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকা মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন দেশত্যাগের এই নিষেধাজ্ঞার নির্দেশ দেন। আদালতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রসিকিউশন কার্যালয় থেকে এ তথ্য জানা গেছে।
আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুদকের উপসহকারী পরিচালক ফয়েজ আহমেদ আরমান্ডা স্পিনিং মিলসের মালিক আরশেদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।
আবেদনে বলা হয়েছে, আরমান্ডা স্পিনিং মিলসের মালিক মো. আরশেদ কর্তৃক লুটকৃত কয়েক হাজার কোটি টাকা তাঁর হেফাজতে স্থানান্তরপূর্বক তাঁর ও তাঁর স্ত্রী জেসমিন আরশেদের মালিকানাধীন শিল্পপ্রতিষ্ঠানে বিনিয়োগ ও মানি লন্ডারিংয়ের মাধ্যমে বিদেশে অর্থ পাচার এবং পরিবারের সদস্যদের নামে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। তাঁদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের অর্ধীন অপরাধের সম্পৃক্ততা রয়েছে। আরশেদ দেশ ছেড়ে বিদেশ পলায়ন করতে পারেন। এ মুহূর্তে তিনি পালিয়ে গেলে অনুসন্ধান কাজে বিঘ্ন সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে।
কেয়া গ্রুপের চেয়ারম্যানসহ ৬ জন
কেয়া গ্রুপের চেয়ারম্যান আব্দুল খালেক পাঠানসহ ছয়জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত। অপর পাঁচজন হলেন সাউথইস্ট ব্যাংক লি.-এর গুলশান শাখার তৎকালীন সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও শাখা ব্যবস্থাপক মোহাম্মদ নুরুল ইসলাম, ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ মোরশেদ আলম মামুন, একই শাখার সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ক্রেডিট ইনচার্জ (বর্তমানে ভাইস প্রেসিডেন্ট ও শাখাপ্রধান) রেজওয়ানুল কবির, অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও ইনচার্জ অব ইমপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) অমীয় কুমার মল্লিক এবং এভিপি ও ইনচার্জ অব এক্সপোর্ট ডিপার্টমেন্ট (বর্তমানে সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও এক্সপোর্ট ইনচার্জ) আশরাফুল ইসলাম।
দুদকের আবেদনে বলা হয়, আসামিরা ব্যাংকের প্রধান কার্যালয়ের কোনো ধরনের ঋণ অনুমোদন ছাড়াই ক্ষমতার অপব্যবহার করে প্রতারণার আশ্রয় গ্রহণ করে নিজে অবৈধ উপায়ে লাভবান হয়ে অন্যকে লাভবান করার অসৎ উদ্দেশ্যে অপরাধজনক বিশ্বাস ভঙ্গের মাধ্যমে সাউথইস্ট ব্যাংক লি. গুলশান শাখা থেকে ৪৯৮ কোটি ৩৮ লাখ টাকা উত্তোলন করে পরস্পর যোগসাজশে আত্মসাৎ করেন। তাঁদের বিরুদ্ধে গত ২ জানুয়ারি দুদক মামলা করে। মামলার তদন্তকালে বিশ্বস্তসূত্রে জানা যায়, আসামিরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন। তাঁরা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করলে মামলার তদন্তকাজে বিঘ্ন সৃষ্টি হতে পারে বিধায় তাঁদের বিদেশ গমন রহিত করা প্রয়োজন।
রাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
৬ মিনিট আগেআগামী জাতীয় সংসদ নির্বাচনে তরুণ ভোটারদের জন্য আলাদা বুথ থাকতে পারে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। আজ সোমবার সকালে ঢাকার কেরানীগঞ্জে র্যাব-১০ সদর দপ্তর, কেন্দ্রীয় কারাগার ও তেঘরিয়া উচ্চবিদ্যালয়ের ভোটকেন্দ্র পরিদর্শন শেষে উপদেষ্টা এই তথ্য জানান।
১৭ মিনিট আগেসাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়েছে। এই নিয়ে ১২০ বারের মতো তারিখ পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছে আগামী ১৪ সেপ্টেম্বর। আজ সোমবার (১১ আগস্ট) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মিনহাজুর রহমান এই তারিখ ধার্য করেন।
২০ মিনিট আগেমৃত্যুর হাত থেকে বাঁচতে প্রাণপণ চেষ্টা করেছিলেন গণপিটুনির শিকার রূপলাল দাস ও প্রদীপ লাল। দুই হাতজোড় করে ভিড়ের মধ্যে দাঁড়িয়ে বলেছিলেন, ‘আমি চোর না, ডাকাত না।’ তবুও শেষরক্ষা হয়নি রূপলাল দাস ও প্রদীপ লালের। তাঁদের সেই মর্মস্পর্শী আকুতির ভিডিও এখন ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে, যা দেখে অনেকেই..
২০ মিনিট আগে