Ajker Patrika

বনশ্রীতে ভবনের ১৬তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

ঢামেক প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২৩, ১৮: ৪০
বনশ্রীতে ভবনের ১৬তলা থেকে লাফিয়ে পড়ে শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর দক্ষিণ বনশ্রীতে বাসার ১৬তলার ছাদ থেকে লাফিয়ে পড়ে ফাতেমা ভূঁইয়া পুতুল (১৬) নামে এক শিক্ষার্থী মারা গেছে। সে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল। 

আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক দুপুর সাড়ে ১২টার দিকে মৃত ঘোষণা করেন। 

ফাতেমার ভাবি মোর্শেদা খানম আজকের পত্রিকাকে বলেন, তাঁদের বাড়ি কুমিল্লা জেলার বুড়িচং থানার মিথিলাপুর গ্রামে। বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য। বর্তমানে দক্ষিণ বনশ্রীর বাগানবাড়ি এলাকার ওই ভবনের ১০তলায় ভাড়া থাকেন তাঁরা। স্থানীয় ইন্টেলিজেন্সিয়াল স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষার্থী ছিল মেয়েটি। এক ভাই চার বোনের মধ্যে ফাতেমা ছিল সবার ছোট। 

মোর্শেদা খানম আরও বলেন, ফাতেমার সঙ্গে একটি ছেলের প্রেমের সম্পর্ক ছিল। এই বিষয় নিয়ে পরিবার তাকে শাসন করে। কিন্তু সে কারও কথা শুনত না। আজকেও এসব বিষয় নিয়ে পরিবারের লোকজন তাকে বকাঝকা করেন। পরে সে অভিমান করে বাসার ১৬তলার ছাদ থেকে নিচে লাফিয়ে পড়ে। মুমূর্ষু অবস্থায় ফাতেমাকে হাসপাতালে নিয়ে আসলে মারা যায়। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, বনশ্রী থেকে এক ছাত্রীকে মুমূর্ষু অবস্থায় স্বজনেরা হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনেরা জানিয়েছেন, ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়েছিল মেয়েটি। মৃতদেহ মর্গে রাখা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

‘মিরপুরের উইকেটের পাশে পুঁইশাক বের হচ্ছে, এত বছর হয়নি কেন’

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত