অনলাইন ডেস্ক
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।
এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’
তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।
তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন আয়োজিত প্রতিবাদ সমাবেশে হামলার অভিযোগ উঠেছে। আয়োজকেরা বলছেন, সমাবেশের শেষ দিকে একদল মানুষ স্লোগান দিয়ে হামলা চালায় এবং ডিম নিক্ষেপ করে। পরে যৌথবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আজ শুক্রবার বিকেলে শিল্পকলা একাডেমির নাট্যশালার সামনে এ ঘটনা ঘটে।
সমাবেশের শেষ দিকে নাট্যজন মামুনুর রশীদের বক্তব্যের সময় একদল বিক্ষোভকারী স্লোগান দেয়। এতে হট্টগোল শুরু হয়।
এর আগে গত ২ নভেম্বর দেশ নাটকের ‘নিত্যপুরাণ’ নাটকের প্রদর্শনী একদল মানুষের বিক্ষোভের মুখে মাঝপথে বন্ধ করে দেওয়া হয়। দেশ নাটকের সদস্য এহসানুল আজিজ বাবুর একটি ফেসবুক পোস্টকে কেন্দ্র করে এই বিক্ষোভ করেন তাঁরা। এর প্রতিবাদেই আজ সমাবেশের আয়োজন করে বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশন।
বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের মহাসচিব কামাল বায়েজীদ বলেন, ‘আমরা রাষ্ট্রের কাছে এই ঘটনার তদন্ত করে দুষ্কৃতকারীদের বিচার চাই। সংস্কৃতিচর্চার জন্য নিরাপদ পরিবেশ তৈরি রাষ্ট্রকে করতে হবে। আমরা জিজ্ঞাসা করেছি, তাঁদের রাজনৈতিক পরিচয় কী? কিন্তু তাঁরা পরিচয় দেননি।’
তবে তিনি মনে করেন, ২ নভেম্বর শিল্পকলায় হামলাকারীদের অনেকেই হয়তো এখানেও ছিলেন।
তিনি জানান, এর প্রতিবাদে আগামী ১০ নভেম্বর একাডেমির সেমিনার রুমে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। আর ১৫ নভেম্বর দেশব্যাপী প্রতিবাদ কর্মসূচির আয়োজন করবে ফেডারেশন।
সমাবেশে বক্তব্য রাখেন—বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান লাকী ইনাম, সাধারণ সম্পাদক কামাল বায়েজীদ, দেশ নাটকের দলপ্রধান নাট্যকার মাসুম রেজা, অধ্যাপক মলয় ভৌমিক প্রমুখ।
বরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
১ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৭ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১০ মিনিট আগেরাজধানীর মৌচাকে সিরাজুল ইসলাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের পার্কিংয়ে থাকা প্রাইভেট কার থেকে উদ্ধার হওয়া দুই মরদেহের পরিচয় মিলেছে। তাঁদের দুজনের বাড়ি একই এলাকায়।
১৯ মিনিট আগে