Ajker Patrika

স্ত্রী হত্যায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
স্ত্রী হত্যায় অভিযুক্তের ফাঁসির দাবিতে মানববন্ধন

গৃহবধূ ইফফাত শরিফী মিশুকে হত্যার অভিযুক্ত স্বামী নূর-এ-আলমের ফাঁসির দাবিতে নবাবগঞ্জ উপজেলার শোল্লায় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছেন এলাকাবাসী। আজ সোমবার দুপুরে নিহতের নিজ গ্রাম শোল্লা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের ফটকের সামনে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে নিহত মিশুর মা, বাবা, এলাকাবাসী, শিক্ষকগণ ও ছাত্রছাত্রীরা হত্যাকারী নূর-এ-আলমের ফাঁসির দাবি জানান। মানববন্ধনে দ্রুত বিচারের দাবিতে স্লোগান দেয় তারা।

গত ১৩ জুন রাজধানীর খিলগাঁওয়ের গোড়ানে রিফাত শরিফী মিশুর মরদেহ হাসপাতালে রেখে পালিয়ে যান তাঁর স্বামী নুরে আলম। নিহত মিশু ও নুর এ আলম দম্পতির তিন বছরের হুমাইরা নামের এক মেয়ে ও নিহান নামের দুই বছরের এক ছেলে রয়েছে।

অভিযুক্ত নূর এ আলম কুমিল্লার দেবীদ্বার উপজেলার খলিলপুর গ্রামের বাসিন্দা মৃত মো. সুজত আলীর ছেলে। তিনি পরিবার নিয়ে রাজধানীর খিলগাঁও থানার গোড়ানে এলাকায় বসবাস করতেন।

নিহতের খালু ফিরোজ আলম অভিযোগ করে বলেন, ‘নূর এ আলমের সঙ্গে সাত বছর আগে বিয়ে হয় মিশুর। এরপর আলমের সঙ্গে অন্য এক নারীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। স্বামীর পরকীয়া কারণেই স্ত্রীকে হত্যা করে মরদেহ ফেলে রেখে পালিয়ে যায় নূর-এ-আলম।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

স্ত্রী রাজি নন, সাবেক সেনাপ্রধান হারুনের মরদেহের ময়নাতদন্ত হবে না: পুলিশ

বাকৃবির ৫৭ শিক্ষকসহ ১৫৪ জনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা

বাংলাদেশে ফেরত পাঠাতে পারে সরকার, ভয়ে কলকাতায় দিলীপ কুমারের আত্মহত্যা

সাবেক সেনাপ্রধান হারুন ছিলেন চট্টগ্রাম ক্লাবের গেস্ট হাউসে, দরজা ভেঙে বিছানায় মিলল তাঁর লাশ

শাহজালালের তৃতীয় টার্মিনালে অবতরণ করল প্রথম ফ্লাইট

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত