নিজস্ব প্রতিবেদক, ঢাকা
চাঁদাবাজি-ডাকাতি ও নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। আজ সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই নির্দেশ দেন।
১৭ মে আদালতে এ মামলা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি। ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেন।
বাদীর আইনজীবী এ বি এম জোবায়ের পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, উত্তরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ডিসি আকরাম, ডিবি উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মো. সাঈদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদেরের প্রত্যক্ষ মদদে অন্যরা মনোনয়ন-বাণিজ্য করেন। বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান অভিযুক্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। এসব নিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দলের অভ্যন্তরীণ কোন্দল বাড়ে।
পরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কয়েক সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা ৪০-৫০ জন লোক নিয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করা হয়। এ সময় আসবাবপত্র, ৭ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল, ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায়। বাদী নাজমিন সুলতানা তুলি এসব নিয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
চাঁদাবাজি-ডাকাতি ও নির্বাচনে মনোনয়ন-বাণিজ্যের অভিযোগে জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের, জাপার মহাসচিব মুজিবুল হক চুন্নুসহ ১০ জনের বিরুদ্ধে করা মামলা তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই)। আজ সোমবার (২৬ মে) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুম মিয়া এই নির্দেশ দেন।
১৭ মে আদালতে এ মামলা করেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও মানবাধিকারকর্মী নাজমিন সুলতানা তুলি। ওই দিন বাদীর জবানবন্দি গ্রহণ করে আদালত আজ আদেশের জন্য দিন ধার্য করেন।
বাদীর আইনজীবী এ বি এম জোবায়ের পিবিআইকে তদন্তের নির্দেশ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেন।
মামলায় অন্য যাঁদের আসামি করা হয়েছে, তাঁরা হলেন সাবেক ডিবিপ্রধান হারুন অর রশীদ, জাতীয় পার্টির অতিরিক্ত মহাসচিব রেজাউল ইসলাম, জাপার কেন্দ্রীয় কমিটির সদস্য নেওয়াজ আলী ভূঁইয়া, জি এম কাদেরের স্ত্রী শেরিফা কাদের, উত্তরা গোয়েন্দা পুলিশের (ডিবি) সাবেক ডিসি আকরাম, ডিবি উত্তরা বিভাগের সাবেক এডিসি নাজমুল, বিমানবন্দর জোনাল টিমের এসআই পবিত্র সরকার এবং ঢাকা মহানগর উত্তর জাতীয় পার্টির সদস্য মো. সাঈদুল ইসলাম।
মামলার অভিযোগে বলা হয়েছে, ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচনে জি এম কাদেরের প্রত্যক্ষ মদদে অন্যরা মনোনয়ন-বাণিজ্য করেন। বাদীকে মনোনয়ন দেওয়ার প্রলোভন দেখিয়ে ৫০ লাখ টাকা দাবি করে মেসেজ পাঠান অভিযুক্ত জাতীয় পার্টির কেন্দ্রীয় নেতারা। এসব নিয়ে কেন্দ্রীয় কমিটির মিটিংয়ে বাদী প্রতিবাদ করলে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি হয় এবং এতে দলের অভ্যন্তরীণ কোন্দল বাড়ে।
পরে প্রতিশোধ নেওয়ার জন্য পুলিশ প্রশাসনের দুর্নীতিগ্রস্ত কয়েক সাবেক কর্মকর্তার সহযোগিতায় ও অজ্ঞাতনামা ৪০-৫০ জন লোক নিয়ে ২০২৩ সালের ১০ অক্টোবর রাত সাড়ে ৮টার দিকে বাদীর বাসার দরজা ভেঙে প্রবেশ করা হয়। এ সময় আসবাবপত্র, ৭ ভরি স্বর্ণালংকার, ৩ লাখ ৬৫ হাজার টাকা, গুরুত্বপূর্ণ কাগজপত্র, মোবাইল, ল্যাপটপসহ মালামাল লুট করে নিয়ে যায়। বাদী নাজমিন সুলতানা তুলি এসব নিয়ে সংবাদ সম্মেলন করার প্রস্তুতি নিলে তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হয়।
যশোরের মনিরামপুর উপজেলার পলাশী পূর্বপাড়ার ভ্যানচালক মিজানুর রহমান জ্বর-ব্যথা নিয়ে গিয়েছিলেন পাশের বাসুদেবপুর কমিউনিটি ক্লিনিকে। সেখানে কমিউনিটি হেলথকেয়ার প্রোভাইডার (সিএইচসিপি) মিতা রাণী দত্ত রোগের কথা শুনেই তাঁকে স্থানীয় পল্লিচিকিৎসক বা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাওয়ার পরামর্শ দেন।
১ ঘণ্টা আগেদীর্ঘদিন সংস্কার না করায় রাজধানীর জুরাইন-দয়াগঞ্জ সড়কটি বেহাল হয়ে পড়েছে। সড়কের গেন্ডারিয়া রেলস্টেশনের সামনের অংশে অসংখ্য খানাখন্দ সৃষ্টি হয়েছে। এসব খানাখন্দ কোথাও কোথাও এক থেকে দেড় ফুট পর্যন্ত গভীর। বৃষ্টির পানি জমে সেসব গর্ত পুকুরের রূপ ধারণ করেছে।
২ ঘণ্টা আগেঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচন আগামী ৯ সেপ্টেম্বর। এই নির্বাচনের মাত্র এক মাস আগে বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্র রাজনীতিতে নিষেধাজ্ঞা বহাল রাখায় ক্যাম্পাসে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর মধ্যে বিরোধ আরও বেড়েছে।
৩ ঘণ্টা আগেরাজধানীর নিউমার্কেট এলাকার বিভিন্ন দোকান ও গুদামে অভিযান চালিয়ে প্রায় ১ হাজার ১০০টি ধারালো অস্ত্র উদ্ধার করেছে সেনাবাহিনী। উদ্ধারকৃত অস্ত্রগুলোর মধ্যে রয়েছে কিশোর গ্যাং ও ছিনতাইকারীদের ব্যবহৃত কুখ্যাত ‘সামুরাই’ চাপাতি ও অন্যান্য ধারালো অস্ত্র।
৫ ঘণ্টা আগে