ঢামেক প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় তাদের শিগগির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাকি পাঁচজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই দুর্ঘটনায় আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ১১ জন। নিহত হয় ৪৬ জন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থসহায়তা দিয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, পাঁচজন থাকবে। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় তাদের শিগগির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাকি পাঁচজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই দুর্ঘটনায় আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ১১ জন। নিহত হয় ৪৬ জন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থসহায়তা দিয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, পাঁচজন থাকবে। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩ ঘণ্টা আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
৪ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
৪ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
৪ ঘণ্টা আগে