ঢামেক প্রতিবেদক
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় তাদের শিগগির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাকি পাঁচজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই দুর্ঘটনায় আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ১১ জন। নিহত হয় ৪৬ জন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থসহায়তা দিয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, পাঁচজন থাকবে। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’
রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের বহুতল ভবনে অগ্নিকাণ্ডে আহত অবস্থায় শেখ হাসিনা জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছিল ১১ জনকে। তাদের মধ্যে ছয়জন সুস্থ হওয়ায় তাদের শিগগির ছাড়পত্র দেওয়া হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী ডা. সামন্ত লাল সেন। বাকি পাঁচজনের অবস্থা শঙ্কামুক্ত না হওয়ায় তাদের পর্যবেক্ষণে রাখা হবে।
গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। সেই দুর্ঘটনায় আহত বার্ন ইনস্টিটিউটে ভর্তি হয় ১১ জন। নিহত হয় ৪৬ জন।
আজ শনিবার বেলা ১১টার দিকে বেইলি রোডের বাণিজ্যিক ভবনে আগুনের ঘটনায় শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আহতদের পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন ডা. সামন্ত লাল সেন।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ১১ জন ভর্তি ছিল। তাদের চিকিৎসার জন্য ১৭ সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী গণভবনে আমাকে ডেকে বলেছেন এদের কেয়ার নেওয়ার কথা। চিকিৎসার খরচ প্রধানমন্ত্রী বহন করবেন। এদের চিকিৎসার জন্য চিকিৎসা ফান্ডে প্রধানমন্ত্রী অর্থসহায়তা দিয়েছেন।’
মন্ত্রী বলেন, ‘বার্ন ইনস্টিটিউটে ভর্তি ১১ জনের মধ্যে ছয়জন সুস্থ থাকায় তাদের ছেড়ে দেওয়া হবে, পাঁচজন থাকবে। তাদের কাউকেই শঙ্কামুক্ত বলা যাবে না। তাদের কয়েক দিন পর্যবেক্ষণ করা হবে।’
টাঙ্গাইলের মধুপুরে শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক শিক্ষককে জুতাপেটা করেছেন নারী অভিভাবকেরা। আজ বুধবার দুপুরে মধুপুরের আকাশী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অফিস কক্ষে এই ঘটনা ঘটে। তবে ওই শিক্ষক বলছেন, স্থানীয় এক যুবককে শাসন করায় সে ষড়যন্ত্র করে এ ঘটনা ঘটিয়েছে।
৭ মিনিট আগেজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে (জাবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় হামলার অভিযোগে সম্প্রতি ২৫৯ শিক্ষার্থীকে সাময়িক বহিষ্কার করেছিল প্রশাসন। সেই তালিকায় মারধরে নিহত নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক নেতা শামীম মোল্লার নামও রয়েছে। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
২৫ মিনিট আগেঅধ্যক্ষকে পদত্যাগে ‘বাধ্য করানোর চেষ্টা’ ও ‘হেনস্তা’ করার ঘটনার প্রতিবাদে বিক্ষোভে নেমেছেন ঢাকা সেন্ট্রাল ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আজ বুধবার সকাল থেকে রাজধানীর শ্যামলীতে অবস্থিত এই বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি ছাড়া অন্য সব চিকিৎসাসেবা বন্ধ রয়ে
২৬ মিনিট আগেখুলনায় প্রকাশ্যে এক যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালে নিয়ে যান স্থানীয়রা। আজ বুধবার সন্ধ্যায় নগরীর বয়রা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
৩০ মিনিট আগে