Ajker Patrika

তেজগাঁওয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, মিলল ‘সুইসাইড নোট’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৩, ১৩: ২৮
তেজগাঁওয়ে নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার, মিলল ‘সুইসাইড নোট’

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়। 

সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’ 

ওসি মাজারুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা সাহা কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। এক মুসলিম ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মানসিক কষ্ট থেকে তিনি ঘুমের ওষুধ সেবন করলে আত্মীয়স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’ 

থানার পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা। 

উদ্ধার চিরকুটে লেখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধে রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’ 

চিরকুটের সত্যতা নিশ্চিতে এবং আইনগত পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জোরপূর্বক অপুর স্বীকারোক্তি নিয়েছেন বিএনপির ইশরাক, এনসিপির ব্যবস্থা করা সংবাদ সম্মেলনে দাবি স্ত্রীর

ভোররাতে হাঁসের মাংস খেতে ৩০০ ফুটে যান আসিফ মাহমুদ, না পেয়ে যান ওয়েস্টিনে

উপদেষ্টা ফরিদা আখতার ভুলভাবে কথা বলেছেন: প্রেস সচিব

নীলা মার্কেটের হাঁসের মাংস নাকি ওয়েস্টিনের—কোনটি সেরা

ধানমন্ডি ৩২ নম্বরে শিবির নেতা, ছাত্রলীগ সন্দেহে মারধর করল ছাত্রদল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত