নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
ওসি মাজারুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা সাহা কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। এক মুসলিম ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মানসিক কষ্ট থেকে তিনি ঘুমের ওষুধ সেবন করলে আত্মীয়স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
থানার পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা।
উদ্ধার চিরকুটে লেখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধে রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’
চিরকুটের সত্যতা নিশ্চিতে এবং আইনগত পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।
রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল থানার নাখালপাড়া এলাকা থেকে এক নারী চিকিৎসকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর নাম সুস্মিতা সাহা। তিনি মিরপুর-১৪ ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করেছেন। আজ মঙ্গলবার সকালে মরদেহ উদ্ধার করা হয়।
সুস্মিতা সাহা তাঁর এক বান্ধবীর বাসায় ছিলেন। বান্ধবীর বাসাতেই গত রাতে ঘুমের ওষুধ সেবন করেন। পরে গুরুতর অসুস্থ অবস্থায় তেজগাঁও এলাকার ইম্পালস হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুর সঠিক কারণ নিশ্চিতে তেজগাঁও শিল্পাঞ্চল থানার পুলিশ মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
তেজগাঁও শিল্পাঞ্চল থানার ওসি মাজারুল ইসলাম এসব তথ্য নিশ্চিত করে বলেছেন, ‘পুলিশের পক্ষ থেকে ধারণা করা হচ্ছে, ঘুমের ওষুধ খেয়ে তিনি আত্মহত্যা করেছেন। বান্ধবীর বাসা থেকে একটি সুইসাইড নোট উদ্ধার করা হয়েছে।’
ওসি মাজারুল ইসলাম বলেন, ‘গত এক মাস ধরে তেজগাঁওয়ের নাখালপাড়া এলাকায় এক বান্ধবীর বাসায় তিনি ছিলেন। মিরপুর ডেন্টাল কলেজ থেকে সদ্য পাস করা চিকিৎসক সুস্মিতা সাহা কোথাও চিকিৎসা দিচ্ছিলেন না। এক মুসলিম ছেলের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক ছিল। মানসিক কষ্ট থেকে তিনি ঘুমের ওষুধ সেবন করলে আত্মীয়স্বজন তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার ইম্পালস হসপিটালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।’
থানার পুলিশ জানিয়েছে, মৃত নারী চিকিৎসক সুস্মিতার গ্রামের বাড়ি জামালপুরের সরিষাবাড়ীর আরামনগর বাজারে। বাবার নাম সনজিত কুমার সাহা।
উদ্ধার চিরকুটে লেখা ছিল, ‘একবার আমার মুখটা দেখো। আমি একবার তোমাকে দেখতে চাই। ওষুধে রিয়েকশন শুরু হয়ে গেছে। তোমার সুখ, তোমার পাশে অন্য কাউকে দেখে আমার বাঁচা সম্ভব না। কোথাও আমাকে পেলে অপরিচিত হয়ে এড়িয়ে যেতে। সুখী হও।’
চিরকুটের সত্যতা নিশ্চিতে এবং আইনগত পদক্ষেপ গ্রহণে তৎপর রয়েছে পুলিশ।
পতিসরে বিশ্বকবির স্মৃতি নিদর্শনের অন্যতম কাছারি বাড়ি। একসময় জমিদারি দেখাশোনার জন্য এই কাছারি বাড়িতে এসেছিলেন কবিগুরু। এখানে বসে অসংখ্য গান ও কবিতা রচনা করেছেন তিনি। সেই স্মৃতি আজও বয়ে বেড়ায় পতিসরের মানুষ।
১ ঘণ্টা আগেরাজধানীর বসুন্ধরা থেকে ঢাকা-১৮ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ হাবিব হাসানের ছোট ভাই নাদিম মাহমুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। বসুন্ধরা ডি-ব্লকের একটি বাসা থেকে গতকাল বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় তাঁকে গ্রেপ্তার করে উত্তরা পশ্চিম থানা-পুলিশ।
২ ঘণ্টা আগেআজ পঁচিশে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৪তম জন্মবার্ষিকী। এ উপলক্ষে আজ বৃহস্পতিবার কুষ্টিয়ার কুমারখালীর শিলাইদহ কুঠিবাড়িতে নানা আয়োজন করা হয়েছে। আজ থেকে সেখানে শুরু হচ্ছে কবির গান, কবিতা, শিল্প-সাহিত্য নিয়ে তিন দিনব্যাপী অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন সংস্কৃতিবিষয়ক...
২ ঘণ্টা আগেজুলাই-আগস্টের বৈষম্যবিরোধী আন্দোলনে হত্যার ঘটনায় অন্তত ৭৪টি মামলার তদন্ত করছে পুলিশের বিশেষায়িত ইউনিট—পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এসব ঘটনায় নিহত ব্যক্তিদের অধিকাংশের লাশ ময়নাতদন্ত ছাড়াই দাফন করা হয়েছে। ময়নাতদন্ত না হওয়ায় হত্যা মামলার তদন্ত করতে গিয়ে পুলিশ কর্মকর্তারা কিছুটা বিপাকে পড়ছেন।
৮ ঘণ্টা আগে