Ajker Patrika

ভূঞাপুরে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

ভূঞাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
ভূঞাপুরে শিশুর গলায় ছুরি ধরে ডাকাতি, স্বর্ণালংকার ও টাকা লুট

টাঙ্গাইলের ভূঞাপুরে জানালার গ্রিল কেটে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল সোমবার রাতে উপজেলার কয়েড়া পশ্চিমপাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে।

ডাকাতেরা বাড়ির মালিক আলিম রাজ আজিম ও তার স্ত্রী মুন্নীকে বেঁধে রাখেন। এরপর তাঁদের সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। ডাকাতি কাজে অংশ নেয় চার মুখোশধারী ডাকাত।

বাড়ির মালিক আলিম রাজ আজিম বলেন, সোমবার রাত ১টার দিকে চার সদস্যদের ডাকাত দল জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে। তাঁরা বিষয়টি টের পেলে ডাকাত দল তাঁকেসহ স্ত্রী মুন্নীর হাত-পা বেঁধে বেধড়ক মারধর করে বিভিন্ন আসবাবপত্র তছনছ করে। এ সময় তাদের ঘুমিয়ে থাকা সন্তানের গলায় ছুরি ঠেকিয়ে আলমারির চাবি ছিনিয়ে নেয়। পরে ২০ ভরি স্বর্ণালংকার ও ৬০ হাজার টাকা লুট করে নিয়ে যায়। রাত সাড়ে ৩টা পর্যন্ত চলে ডাকাতি কার্যক্রম।

এলাকাবাসী জানান, রাত সাড়ে ৩টার দিকে বাড়ির মালিক ও তাঁর স্ত্রীর ডাক চিৎকারে তাঁরা এগিয়ে যান। পরে দেখেন ঘরের আলমারিসহ সব আসবাবপত্র তছনছ করা অবস্থায় রয়েছে। এ সময় ২০ ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় ডাকাতেরা।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আহসান উল্লাহ বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। একাধিক টিম মাঠে কাজ করছে। খুব তাড়াতাড়ি জড়িতদের গ্রেপ্তার করা হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত