নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।
রাজশাহীতে জুলাই অভ্যুত্থানের এক বছরের বেশি সময় পর একটি মামলা হয়েছে। মামলায় ১৩৫ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ৫০০ থেকে ৭০০ জনকে আসামি করা হয়েছে। সময়ের ব্যবধান ছাড়াও এজাহারভুক্ত আসামিদের পরিচয় এ মামলা নিয়ে আলোচনার জন্ম দিয়েছে। আসামিদের অনেকেই ‘পয়সাওয়ালা ব্যক্তি’ হিসেবে পরিচিত হওয়ায় অভিযোগ...
৩৮ মিনিট আগেমৌলভীবাজারের কমলগঞ্জের মণিপুরী ললিতকলা একাডেমি। ক্ষুদ্র নৃগোষ্ঠীর এই প্রতিষ্ঠান ঘিরে নানা অনিয়ম আর দুর্নীতির অভিযোগ রয়েছে। একাডেমিতে মৈতৈ, বিষ্ণুপ্রিয়া এবং পাঙন—এই তিন সম্প্রদায়ের সমান সুযোগ-সুবিধা থাকার কথা থাকলেও শুধু বিষ্ণুপ্রিয়া মণিপুরীদের প্রতিনিধিত্ব রয়েছে। এতে বঞ্চিত হওয়ার অভিযোগ রয়েছে...
১ ঘণ্টা আগেরংপুরের তারাগঞ্জে ভূমি অফিসের সহায়ক রশিদুজ্জামান বিপ্লবের ঘুষ নেওয়ার ভিডিও দিয়ে জিম্মি করে চাঁদাবাজির অভিযোগকে ঘিরে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এ ঘটনাকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি বিবৃতিতে মুখোমুখি অবস্থানে রয়েছে ছাত্রদল ও জামায়াত। ইতিমধ্যে অভিযুক্ত কর্মচারীকে অন্যত্র বদলি...
১ ঘণ্টা আগেপিরোজপুরে দুর্বৃত্তদের হামলায় জুজখোলা সম্মিলিত বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক বিপুল মিত্র (৫০) গুরুতর আহত হয়েছেন। মুখোশধারী হামলাকারীরা তাঁর দুই পা ও ডান হাত ভেঙে দেয় বলে জানা গেছে। তাঁর সঙ্গে থাকা সহকারী শিক্ষক অসীম কুমারও (৪৬) আহত হয়েছেন।
১ ঘণ্টা আগে