নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।
রাজধানীর মোহাম্মদপুর থেকে আজিমপুর রুটে সোমবার থেকে ফের বিআরটিসির চক্রাকার বাস সার্ভিস চালু করেছে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন (বিআরটিসি)। এদিন সকাল থেকেই পুরোনো এই রুটে এসব বাস চলাচল করতে শুরু করেছে।
পুনরায় বাস চলাচলের বিষয়ে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন বিআরটিসির মতিঝিল বাস ডিপোর ম্যানেজার মো. মাসুদ তালুকদার আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা আজ থেকেই পরীক্ষামূলক ভাবে মোহাম্মদপুর-ধানমন্ডি-আজিমপুর রুটে আবারও বাস চালু করেছি। প্রথম অবস্থায় চারটি দোতলা নন এসি বাস নামানো হয়েছে। এসব বাসের আসনসংখ্যা আছে ৭৫ টি। ভাড়া নির্ধারণ করা হয়েছে সাত টাকা এবং ১৩ টাকা’।
বাসে যাত্রী চাপের বিষয়ে জানতে চাইলে বিআরটিসির এই ম্যানেজার বলেন, ‘বাস চালু হলেও যাত্রীদের সাড়া নেই। আজ বাসে যাত্রী চাপ ছিল না। নতুন করে এই রুটে বাস বাড়ানোর চিন্তা নাই। তবে ঢাকা বিশ্ববিদ্যালয় খুলে দিলে এই রুটের বাস বাড়ানোর চিন্তা আছে আমাদের’।
মোহাম্মদপুরে জুবায়ের হাসান নামের এক যাত্রী বলেন, এই রুটের বিআরটিসির বাসের জন্য দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে হচ্ছে। যাত্রীর তুলনায় বাসের সংখ্যা কম। আবার এই রুটে বাস চালু হয়েছে তাতে আমরা খুশি। কিন্তু বাসের সংখ্যা বাড়ানো উচিত। মোহাম্মদপুর থেকে সরাসরি আজিমপুর যাওয়ার জন্য কোন ভালো বাস নেই। নতুন এই বাসগুলো যদি ভালোবাসে পরিচালনা করা যায় তাহলে যাত্রী সাড়া পাওয়া যাবে।
এদিকে আরেক যাত্রী বলেন, যেহেতু এই রুটের দূরত্ব কম। তাই দোতলা বাস না দিয়ে একতলা বাস চালু করলে ভালো চলবে।
রাজধানী ঢাকার নির্দিষ্ট কিছু এলাকার মানুষকে সেবা দিতে চালু হয়েছিল বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চক্রাকার এসি বাস। করোনার কারণে গত বছরের মার্চে বন্ধ করে দেওয়া হয় এ সেবা।
এদিকে এ মাসের ১৬ তারিখে উত্তরা থেকে মতিঝিল রুটে বিআরটিসির বাস সার্ভিস চালু হয়েছে। সেখানেও দোতল চারটি বাস দেওয়া হয়েছে যাত্রী পরিবহনের জন্য।
আদালত পরিদর্শক বলেন, শাহজালাল তাঁর জবানবন্দিতে তুহিন হত্যাকাণ্ডে নিজে জড়িত ছিলেন এবং অন্য কে কে জড়িত, সেসব বিষয় উল্লেখ করে বক্তব্য দিয়েছেন। তবে অন্য আসামিরা স্বীকারোক্তি দিতে রাজি হননি। তা ছাড়া পুলিশও তাঁদের আর জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ডের আবেদন করেনি। এ কারণে আদালত সব আসামিকে কারাগারে পাঠানোর...
১ মিনিট আগেবরগুনার পাথরঘাটায় স্কুলে কোচিং শেষে নিজের ক্লাসে যায় ছাত্রীরা। এ সময় একজন পানির বোতল থেকে পানি পান করে। পানিতে দুর্গন্ধ পেয়ে সে বিষয়টি সহপাঠীদের জানায়। এরপর আরও চার ছাত্রী ওই পানি খেয়ে অসুস্থবোধ করতে থাকে।
২ মিনিট আগেবান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ওপারের তমব্রু রাইট ক্যাম্প এলাকায় গোলাগুলির ঘটনা ঘটেছে। এ ঘটনায় ঘুমধুমের তমব্রু সীমান্তে বসবাসকারীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সতর্ক পাহারায় রয়েছে।
৮ মিনিট আগেরংপুরের বদরগঞ্জে স্কুলছাত্রীদের অশ্লীল ভিডিও দেখানোর অভিযোগ উঠেছে রবিউল ইসলাম নামের এক দপ্তরির বিরুদ্ধে। এ ঘটনায় অভিভাবকেরা ক্ষুব্ধ হয়ে উঠেছেন। ওই দপ্তরির শাস্তি না হওয়া পর্যন্ত সন্তানদের স্কুলে পাঠাবেন না বলে অভিভাবকেরা হুমকি দিয়েছেন। এদিকে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক অভিভাবক গত বৃহস্পতিবার ইউএন
১১ মিনিট আগে