নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরা ও লালবাগে ভবন থেকে নিচে পড়ে দুজন মারা গেছেন। নিহতেরা হলেন শ্রমিক শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তাঁরা আট থেকে নয় মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল। সকাল ৮টার দিকে ভবনটির বাইরের দিকের বাঁশের মাচা খোলার সময় শাকিল দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। শাকিল মুগদার মান্ডা এলাকায় থাকতেন।
এদিকে মৃত বাদলের ছেলে মো. মিজানুর রহমান জানান, তাঁরা লালবাগের হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠতলায় থাকেন। বাড়িটি তাঁদের নিজেদের। বাবা আগে চামড়ার ব্যবসা করতেন, গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাঁকে বেশির ভাগ সময়ই রুমের ভেতরে আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল।
মিজান আরও জানান, দরজা বন্ধ থাকায় আজ সকাল ৮টার দিকে তিনি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
লালবাগ থানার এসআই অলোক কুমার বিশ্বাস বলেন, মৃত বাদলের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
এসআই আরও জানান, বাদল সবার চোখের আড়ালে একা একা বাসার বাইরে চলে যেতেন। স্বজনেরা তাঁকে ঘরে বন্দী করে রাখত। আজ সকালে বাসার জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যান।
রাজধানীতে পৃথক ঘটনায় রামপুরা ও লালবাগে ভবন থেকে নিচে পড়ে দুজন মারা গেছেন। নিহতেরা হলেন শ্রমিক শাকিল আহমেদ (২২) ও নাসির উদ্দিন বাদল (৬৮)। আজ মঙ্গলবার সকালে এই দুর্ঘটনাগুলো ঘটে। রক্তাক্ত অবস্থায় তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন।
শাকিলকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া সহকর্মী রশিদুল ইসলাম জানান, তাঁরা আট থেকে নয় মাস ধরে রামপুরা উলন রোডের একটি নির্মাণাধীন আটতলা ভবনে রাজমিস্ত্রির কাজ করছিল। সকাল ৮টার দিকে ভবনটির বাইরের দিকের বাঁশের মাচা খোলার সময় শাকিল দ্বিতীয় তলা থেকে নিচে পড়ে গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পর মারা যান। শাকিল মুগদার মান্ডা এলাকায় থাকতেন।
এদিকে মৃত বাদলের ছেলে মো. মিজানুর রহমান জানান, তাঁরা লালবাগের হরনাথ ঘোষ রোডের ৫৯ নম্বর বাড়ির ষষ্ঠতলায় থাকেন। বাড়িটি তাঁদের নিজেদের। বাবা আগে চামড়ার ব্যবসা করতেন, গত ১০-১২ বছর ধরে তিনি মানসিক সমস্যায় ভুগছিলেন। এ জন্য তাঁকে বেশির ভাগ সময়ই রুমের ভেতরে আটকে রাখা হতো। বিভিন্ন জায়গায় চিকিৎসাও করানো হচ্ছিল।
মিজান আরও জানান, দরজা বন্ধ থাকায় আজ সকাল ৮টার দিকে তিনি জানালা দিয়ে বের হওয়ার চেষ্টা করেন। সেখান থেকেই তিনি ভবনটির তৃতীয় তলায় পড়ে গুরুতর আঘাত পান। পরে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ দুটি মর্গে রাখা হয়েছে।
লালবাগ থানার এসআই অলোক কুমার বিশ্বাস বলেন, মৃত বাদলের আত্মীয়স্বজনের কাছ থেকে জানতে পেরেছি তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েকটি সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাও নিয়েছেন।
এসআই আরও জানান, বাদল সবার চোখের আড়ালে একা একা বাসার বাইরে চলে যেতেন। স্বজনেরা তাঁকে ঘরে বন্দী করে রাখত। আজ সকালে বাসার জানালা দিয়ে বের হওয়ার সময় নিচে পড়ে যান। পরে হাসপাতালে নিয়ে এলে মারা যান।
ঝিনাইদহ সদরের দিঘিরপাড় এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে মোশাররফ হোসেন (৪৫) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ বুধবার দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে। নিহত মোশাররফ হোসেন ওই গ্রামের সমসের আলী মোল্লার ছেলে। তিনি পেশায় কৃষক।
৭ মিনিট আগেনারায়ণগঞ্জের বন্দরে চুরির অভিযোগে এক যুবককে গণপিটুনি নিয়ে হত্যা করা হয়েছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার মুছাপুর ইউনিয়নের বারপাড়ায় এই ঘটনা ঘটে। নিহত যুবকের নাম রাহিম (২২)। তিনি দক্ষিণ বারপাড়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে।
১১ মিনিট আগেগতকাল সোয়া ১টার দিকে টঙ্গী-গাজীপুর রুটে চলাচল করা ‘ক্ষণিকা’ বাসে হামলার ঘটনা ঘটে। এতে বাসের ড্রাইভারসহ কয়েকজন শিক্ষার্থী আঘাত পেয়ে ক্রিসেন্ট হাসপাতালে চিকিৎসা নেন। পরে রাত সাড়ে ৮টায় উত্তরা পশ্চিম থানায় যান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান এবং প্রক্টর সাইফুদ্দিন আহমেদ। এ সময় আসামিদে
১২ মিনিট আগেগাজীপুরের টঙ্গীতে পোশাকশ্রমিকদের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় ৭৫ জনকে ছাঁটাই ও মামলা করেছে কারখানা কর্তৃপক্ষ। এ মামলায় পুলিশ আজ বুধবার সাত শ্রমিককে গ্রেপ্তার করেছে। যমুনা অ্যাপারেলস লিমিটেড নামের কারখানাটির মানবসম্পদ বিভাগের কর্মকর্তা সোলায়মান কবির বাদী হয়ে গতকাল মঙ্গলবার রাতে টঙ্গী পূর্ব থানায় মাম
১৯ মিনিট আগে