Ajker Patrika

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণের মামলা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ১৬: ১২
সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা তারেক সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে অপহরণের মামলা

গুম ও হত্যার উদ্দেশ্যে অপহরণের অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিরক্ষা উপদেষ্টা মেজর জেনারেল (অব.) তারেক আহমেদ সিদ্দিকসহ ১০ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। আজ বৃহস্পতিবার ঢাকা মহানগর হাকিম মো. জাকির হোসাইনের আদালতে এ মামলা করেন খালেদা জিয়ার ব্যক্তিগত নিরাপত্তা বাহিনীর প্রধান কর্নেল (অব.) মো. তৌহিদুল ইসলাম চৌধুরী।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগটি নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে এজাহার হিসেবে গ্রহণের নির্দেশ দিয়েছেন। মামলার বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন বাদীর আইনজীবী মাসুদ আহমেদ তালুকদার।

মামলার অন্য আসামিরা হলেন ডিজিএফআইয়ের সাবেক ডিজি মেজর জেনারেল (অব.) মো. সাইফুল আবেদীন, র‍্যাবের সাবেক প্রধান মেজর জেনারেল জিয়াউল আহসান (বরখাস্ত), ডিবির সাবেক ডিসি মো. আব্দুল বাতেন, মো. মোখলেসুর রহমান, ডিবির সাবেক এডিসি গোলাম মোস্তফা রাসেল, গোলাম সাকলাইন, ডিবির সাবেক এ সি মাহমুদ নাসের জনি, ডিবির সাবেক পরিদর্শক মো. আবু আজিফ ও সিরাজুল ইসলাম খান।

মামলার অভিযোগে বলা হয়, মো. তৌহিদুল ইসলাম চৌধুরীকে ২০১৮ সালের ২৭ ডিসেম্বর রাজধানীর এলিফ্যান্ট রোডের বাসা থেকে সাদাপোশাকে তুলে নিয়ে যাওয়া হয়। দুই দিন গুম করে রাখার পর ২৯ ডিসেম্বর তাঁকে দুটি ভুয়া মামলা দিয়ে কারাগারে পাঠানো হয়। পরবর্তীকালে জামিন পেয়ে তিনি এসব বিষয়ে অভিযোগ জানাতে থানায় গেলেও সাধারণ ডায়েরিও (জিডি) নথিভুক্ত করা হয়নি।

মামলায় অভিযোগ করা হয়, পরিকল্পিতভাবে তাঁকে হত্যা এবং লাশ গুম করার উদ্দেশ্যে অপহরণ করা হয়। পরবর্তীকালে বিষয়টি জানাজানি হওয়ায় তাঁকে মিথ্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। প্রত্যেক আসামি ষড়যন্ত্র করে এই পরিকল্পনা করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত