Ajker Patrika

মানিকগঞ্জে আ.লীগ নেতা রহিম খান কারাগারে

ঘিওর (মানিকগঞ্জ) প্রতিনিধি  
মানিকগঞ্জে আ.লীগ নেতা রহিম খান কারাগারে। ছবি: আজকের পত্রিকা
মানিকগঞ্জে আ.লীগ নেতা রহিম খান কারাগারে। ছবি: আজকের পত্রিকা

মানিকগঞ্জের আওয়ামী লীগের নেতা আবদুর রহিম খানকে (৬৫) কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ সোমবার ৭ দিনের রিমান্ড আবেদন চেয়ে তাঁকে আদালতে হাজির করে গোয়েন্দা পুলিশ (ডিবি)। আদালতে মামলার প্রয়োজনীয় নথি না থাকায় আমলি আদালত শুনানি রেখে আসামিকে কারাগারে পাঠান।

মানিকগঞ্জ কোর্ট পুলিশের ইন্সপেক্টর মো. আবুল খায়ের এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

এর আগে গতকাল বিকেল সাড়ে ৪টায় রাজধানীর শাহবাগ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। আবদুর রহিম খান জেলার শিবালয় উপজেলার দাশকান্দি এলাকার মৃত কফিল উদ্দিন খানের ছেলে। তিনি জেলা আওয়ামী লীগের সহসভাপতি ও শিবালয় উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান।

জানা গেছে, গ্রেপ্তার আবদুর রহিম খানের বিরুদ্ধে মানিকগঞ্জ জেলার শিবালয় থানায় নৌ পুলিশ ক্যাম্প পোড়ানো ও আন্দোলনকারী শিক্ষার্থীকে হত্যার ঘটনায় একটি হত্যা মামলা, শাহবাগ থানায় প্রতারণা মামলা, মিরপুর থানায় হত্যা মামলা, যাত্রাবাড়ী থানা ১টি মামলাসহ মোট ৪টি মামলা রয়েছে। এ ছাড়া তাঁর বিরুদ্ধে আদালতে আরও ৩টি সিআর মামলা বিচারাধীন রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা প্রজাতন্ত্রের এমন চাকর যে মালিককে জেলে ভরে দিতে পারি’

জামায়াতের অফিসে আগুন নেভাতে গিয়ে কোরআন শরিফ দেখেননি, দাবি ফায়ার সার্ভিসের

দিনাজপুরে নিহত মাইক্রোবাস-আরোহীদের সবাই সরকারি কর্মকর্তা

ফরিদপুরে গাড়ির চাকায় ছিন্নভিন্ন অজ্ঞাত ব্যক্তি, অক্ষত শুধু পায়ের জুতা

ট্রেন থেকে ফেলে দেওয়া সেই মতিউর হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত