Ajker Patrika

কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

ঢাকা মেডিকেল প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০২ জানুয়ারি ২০২৪, ২২: ০২
কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় পথচারীর মৃত্যু

রাজধানীর কারওয়ান বাজারে ট্রেনের ধাক্কায় এক ব্যক্তি নিহত হয়েছেন। ওই ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্র দেখে তাঁর নাম জানা গেছে। নিহতের নাম আবু নছর সাহেদ (৪৫)। 

আজ মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কারওয়ান বাজার কাঠপট্টির রেললাইনে ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় পথচারীরা ওই ব্যক্তিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মৃত ঘোষণা করেন।

পথচারী মো. রাসেল জানান, সন্ধ্যার দিকে ওই ব্যক্তি কারওয়ান বাজার কাঠপট্টির সামনের রেললাইনে রাস্তা পার হচ্ছিলেন। এ সময় বিমানবন্দরগামী একটি ট্রেনের সঙ্গে লেগে গুরুতর আহত হন। দেখতে পেয়ে তাঁকে দ্রুত মগবাজার ইনসাফ আল-বারাকা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে তিনি মারা যান।

মৃত ব্যক্তির কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে তাঁর নাম জানা গেছে আবু নছর সাহেদ (৪৫)। বাবার নাম আবু আলী জুলফিকার। বর্তমান ঠিকানা পূর্ব রাজা বাজার। 

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের সহকারী ইনচার্জ (এএসআই) মো. মাসুদ মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। তাঁর কাছে থাকা জাতীয় পরিচয়পত্রের মাধ্যমে নাম জানা গেছে। পরিবারকে খবর দেওয়া হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত