শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।
মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’
স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।
গাজীপুরের শ্রীপুরে মধ্যরাতে এক বিএনপির নেতার বাড়িতে একাধিক গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। গুলিতে জানালার গ্লাস ছিদ্র হয়ে গেছে। তবে এ ঘটনায় কেউ আহত হননি।
খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পরে সেখান থেকে পুলিশ গুলির খোসা উদ্ধার করেছে।
গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১টার দিকে বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামে বিএনপির নেতা মাহমুদুল হাসানের (৫০) বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সকালে নেতাকর্মী সমর্থকেরা বাড়িতে উপস্থিত হন।
মাহমুদুল হাসান বরমী ইউনিয়নের পাঠানটেক গ্রামের মৃত তালেব হোসেনের ছেলে। তিনি বরমী বাজার উচ্চবিদ্যালয়ের সিনিয়র শিক্ষক ও বরমী ইউনিয়ন বিএনপির সহসভাপতি।
বিএনপির একটি সূত্র বলছে, রাজনৈতিক দ্বন্দ্বে এ ঘটনা ঘটেছে।
স্কুলশিক্ষকের ছেলে শিবলী বলেন, ‘এক বাড়িতেই আমরা সবাই থাকি। তার বাবা ও তিনি রাতে বাড়িতে নিজ নিজ রুমে ঘুমিয়েছিলেন। পাশের রুমে ছোট ভাই ঘুমিয়ে ছিল। হঠাৎ মধ্যরাতে রাতে বিকট আওয়াজে আমাদের ঘুম ভাঙে। এ সময় পরপর তিনটি গুলির শব্দ পাই। পরে ঘরের জানালার কাচ ছিদ্র হয়ে আছে দেখে নিশ্চিত হই গুলির বিষয়টি।’
স্কুলশিক্ষকের পুত্রবধূ নুসরাত জাহান রত্না জানান, বুলেট জানালার কাচ ভেদ করে ঘরের ভেতর এসে পড়ে। একটি বুলেট কাচ ছিদ্র করে ঘরের সোফায় ঢুকে পড়ে। ঘরে ছোড়া গুলির খোসা পড়ে ছিল। খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তার দাবি, বাড়ির পশ্চিম পাশ থেকে গুলি ছোড়া হয়েছিল। এতে দুটি কক্ষের জানালাতে গুলিবিদ্ধ হয়।
বিএনপির জাতীয় কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্যবিষয়ক সম্পাদক অধ্যাপক রফিকুল ইসলাম বাচ্চু বলেন, ‘শ্রীপুরের কোথাও কোনো সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড মেনে নেওয়া হবে না। বিএনপি সন্ত্রাসী রাজনীতি সমর্থন করে না। কঠিন হাতে সব ধরনের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড দমন করা হবে। আশা করি, দ্রুত সময়ে পুলিশ সন্ত্রাসীদের গ্রেপ্তার করবে।’
শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জয়নাল আবেদীন মণ্ডল বলেন, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। গুলির খোসা উদ্ধার করা হয়েছে। ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। আইনগত ব্যবস্থা নেওয়া হবে। মানুষের জানমালে নিরাপত্তা নিশ্চিত করা আর অপরাধীদের ধরতে পুলিশ বদ্ধপরিকর।
সড়কের গর্তে আটকে গেছে সিএনজিচালিত অটোরিকশা। পেছনে তৈরি হয়েছে যানজট। পেছন থেকে কেউ জোরে হর্ন দিচ্ছে, আবার কেউ করছে গালাগাল। শেষমেশ কয়েকজন মিলে ধাক্কা দিয়ে ওঠাতে হয়েছে রিকশাটিকে। গত রোববার সকালে এমনটাই দেখা যায় রাজধানীর কারওয়ান বাজার থেকে হাতিরঝিল যাওয়ার সড়কে। সড়কটি পান্থপথ-তেজগাঁও লিংক রোড নামেও...
৪ ঘণ্টা আগেগাজীপুর মহানগরীর কোনাবাড়ীতে মাসব্যাপী শুরু হয়েছে কুটিরশিল্প মেলা। ১৮ এপ্রিল শুরু হওয়া এ মেলায় হস্ত ও কুটিরশিল্পের কোনো পণ্য নেই। রয়েছে দুটি মিষ্টির দোকান, কয়েকটি ফুচকার স্টল, ভূতের বাড়ি জাদু প্রদর্শনী, সার্কাস, নাগরদোলা, স্লিপার, ওয়াটার বোট, লটারির টিকিট বিক্রির ১০-১২টি কাউন্টার ও লটারির ড্র...
৫ ঘণ্টা আগেরাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গত সোমবার (২৮ এপ্রিল) নিখোঁজ হন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রী তাহিয়া। নিখোঁজ হওয়ার একদিন পর আজ বুধবার (৩০ এপ্রিল) বিকেল ৪টার দিকে তাঁকে কুড়িল বিশ্বরোড এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ। বিকেল তাঁকে উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন ভাটারা থানার...
৮ ঘণ্টা আগেমালিকদের সব রকম অপকৌশল ও চাতুরতা সম্পর্কে শ্রমিকেরা সজাগ, সতর্ক ও সচেতন। মহান মে দিবসের বিপ্লবী চেতনাকে ধারণ করে দাবি ও অধিকার বাস্তবায়নের আন্দোলন বেগবান করতে হবে।
৮ ঘণ্টা আগে