Ajker Patrika

সুপ্রিম কোর্ট বারে সভাপতি পদ নিয়ে আ.লীগ–বিএনপি মুখোমুখি

নিজস্ব প্রতিবেদক
আপডেট : ০৪ মে ২০২১, ২০: ০৫
সুপ্রিম কোর্ট বারে সভাপতি পদ নিয়ে আ.লীগ–বিএনপি মুখোমুখি

ঢাকা : সুপ্রিম কোর্ট বারের শূন্য পদে সভাপতি নির্বাচনের জন্য বিশেষ সাধারণ সভা ডাকা হয়েছিল। সভা থেকে নতুন সভাপতি হিসেবে এম আমিন উদ্দিনের নাম ঘোষণা করেছেন আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা। বিএনপি সমর্থিত আইনজীবীরা এটাকে প্রত্যাখ্যান করেছেন। এ নিয়ে সভায় তুমুল বাকবিতণ্ডা হয়।

আজ মঙ্গলবার দুপুরে সুপ্রিম কোর্ট মিলনায়তনে এ ঘটনা ঘটে।

এ বিষয়ে বিএনপি সমর্থক আইনজীবী ও বারের সাধারণ সম্পাদক রুহুল কুদ্দুস কাজল বলেন, সভা করার মতো পরিবেশ-পরিস্থিতি না থাকায় বিশেষ সাধারণ সভা মুলতবি করা হয়েছে। অন্যদিকে আওয়ামী লীগ সমর্থিত আইনজীবীরা এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, বিশেষ সাধারণ সভায় কণ্ঠভোটে সাবেক সভাপতি এম আমিন উদ্দিন ফের সভাপতি নির্বাচিত হয়েছেন।

এ ব্যাপারে অ্যাটর্নি জেনারেল আমিন উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘আজকে বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে সভাপতি হিসেবে আমার নাম ঘোষণা করা হয়েছে। আমাকে যদি আবারও সভাপতি নির্বাচিত করা হয়, আমি বিগত দুই বছরের মতো বারের উন্নয়ন কাজ করে যাব।’

গত মার্চে সুপ্রিম কোর্টের আইনজীবীদের ভোটে সমিতির সভাপতি নির্বাচিত হন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে তিনি ১৪ এপ্রিল মারা যান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত