Ajker Patrika

সিরাজদিখানে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিরাজদিখান (মুন্সিগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৩, ১১: ৫০
সিরাজদিখানে কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার

মুন্সিগঞ্জের সিরাজদিখানে সরকারি বাসা থেকে মো. শরিফুল ইসলাম (৩২) নামে এক কৃষি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার রশুনিয়া ইউনিয়নের গোডাউন ঘাট এলাকার উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়াটারের একটি কক্ষ থেকে তাঁর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

শরিফুল ইসলাম ঢাকা জেলার ধামরাই উপজেলার আমরাইল গ্রামের লাল মিয়ার ছেলে। উপজেলা কৃষি কার্যালয়ের উপসহকারী কৃষি কর্মকর্তার হিসেবে কর্মরত ছিলেন তিনি।

খোঁজ নিয়ে জানা যায়, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কোয়াটারের ব্যাচেলর হিসেবে থাকতেন শরিফুল ইসলাম। একই কক্ষে উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমানের সঙ্গে থাকতেন। ছুটির দিনে ওবায়দুর বাড়ি গিয়েছিলেন। রোববার দুপুরের কক্ষে এসে শরিফুলকে ঝুলন্ত অবস্থায় দেখতে পেয়ে সহকর্মী ও আশপাশের লোকজনকে খবর দেন। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে।

এদিকে সরেজমিনে দেখা যায়, কোয়াটারের কক্ষের ফ্যানের সঙ্গে গলায় গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছেন ওই কর্মকর্তা। তাঁর পা বিছানায় সঙ্গে লেগে আছে। পাশে একটি চেয়ার পড়ে থাকতে দেখা গেছে। 

পুলিশের উপস্থিতিতে কোয়াটারের কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়

উপসহকারী কৃষি কর্মকর্তা মো. ওবায়দুর রহমান বলেন, ‘আমি বৃহস্পতিবার আমার গ্রামের বাড়িতে গিয়েছিলাম, আজকে (রোববার) দুপুরে আমার ব্লক থেকে কাজ শেষ করে বাসায় এসে দেখি দরজা খোলা। ভেতরে গিয়ে দেখি আমার সহকর্মী ফ্যানের সঙ্গে গামছা প্যাঁচানো অবস্থায় ঝুলে আছে। এরপর আমি সাথে সাথেই আমার সহকর্মীদের জানাই এবং আশপাশের মানুষজনকেও ডাক দেই।’ 

উপজেলা কৃষি কর্মকর্তা মো. আবু সাইদ শুভ্র বলেন, ‘আমি পৌনে ৩টার দিকে মোবাইলে খবর পেয়ে কোয়াটারে আসি। এসে তাঁকে কক্ষের ভেতর ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পরবর্তীতে আমি থানায় খবর দিলে পুলিশ এসে মরদেহ নামিয়ে নিয়ে যায়।’ 

সিরাজদিখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মিজানুল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে নিয়ে আসা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হবে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে পারিবারিক কলহর জেরে তিনি আত্মহত্যা করে থাকতে পারেন। অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতির কয়েক ঘণ্টা না যেতেই কাশ্মীরে বিস্ফোরণ!

বিশ্বে প্রথম পূর্ণাঙ্গ যুদ্ধে জড়ানোর পথে কি পরমাণু শক্তিধর দুই দেশ

লঞ্চের ওপর তরুণীকে প্রকাশ্যে পেটাচ্ছিলেন যুবক, ভিডিও ভাইরাল

ভারতের সেনাপ্রধানের ক্ষমতা বাড়াল কেন্দ্রীয় সরকার

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, বিচার হবে ট্রাইব্যুনালে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত