গাজীপুর প্রতিনিধি
গাজীপুরের কোনাবাড়ীতে বদ্ধঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আজ শনিবার কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কলহের কারণে দু-এক দিন আগে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর নাম মৌ আক্তার বৃষ্টি (২৩)। তিনি সিরাজগঞ্জ জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। স্বামীর নাম সোহাগ হোসেন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজে দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণিতে পড়াশোনা করছিলেন, আর স্বামী সোহাগ হোসেন কোনাবাড়ী এলাকায় ব্র্যাক এনজিওতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ির মালিকের ছেলে রাসেল জানান, শনিবার সকাল থেকে তাঁদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ এবং ঘরের ফ্যানের সঙ্গে স্বামী সোহাগের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়, পরে স্বামী নিজেই আত্মহত্যা করেন। মরদেহ দেখে মনে হয়, ঘটনাটি এক দিন আগে ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
গাজীপুরের কোনাবাড়ীতে বদ্ধঘর থেকে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল পেয়ে পুলিশ আজ শনিবার কোনাবাড়ীর বাইমাইল এলাকা থেকে দরজা ভেঙে লাশ দুটি উদ্ধার করে। পরে লাশ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।
ধারণা করা হচ্ছে, পারিবারিক কোনো বিষয় নিয়ে কলহের কারণে দু-এক দিন আগে কুপিয়ে স্ত্রীকে হত্যার পর স্বামী নিজে গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যা করেছেন।
গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার (অপরাধ-উত্তর) রিয়াজ উদ্দিন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত গৃহবধূর নাম মৌ আক্তার বৃষ্টি (২৩)। তিনি সিরাজগঞ্জ জেলার সান্দুরিয়া গ্রামের মোবারক হোসেনের মেয়ে। স্বামীর নাম সোহাগ হোসেন (২৫)। তিনি সিরাজগঞ্জ জেলার তারাশ উপজেলার ধাপ তেঁতুলিয়া গ্রামের মো. সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় দুই বছর আগে পারিবারিকভাবে তাঁদের বিয়ে হয়। বিয়ের পর থেকে তাঁরা গাজীপুর মহানগরীর কোনাবাড়ী বাইমাইল মধ্যপাড়া কাদের মার্কেট এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করছিলেন। বৃষ্টি সিরাজগঞ্জ সরকারি কলেজে দ্বিতীয় বর্ষ সম্মান শ্রেণিতে পড়াশোনা করছিলেন, আর স্বামী সোহাগ হোসেন কোনাবাড়ী এলাকায় ব্র্যাক এনজিওতে হিসাব রক্ষক হিসেবে কর্মরত ছিলেন।
বাড়ির মালিকের ছেলে রাসেল জানান, শনিবার সকাল থেকে তাঁদের রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। অনেক ডাকাডাকি করলেও তাঁদের কোনো সাড়া পাওয়া যায়নি। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করার পর পুলিশ এসে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় ঘরের মেঝেতে গৃহবধূর লাশ এবং ঘরের ফ্যানের সঙ্গে স্বামী সোহাগের গলায় ফাঁস লাগানো অবস্থায় লাশ পাওয়া যায়।
উপপুলিশ কমিশনার রিয়াজ উদ্দিন বলেন, জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এর মাধ্যমে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ঘরের ভেতর থেকে বন্ধ থাকায় দরজা ভেঙে স্বামী-স্ত্রীর লাশ উদ্ধার করা হয়।
রিয়াজ উদ্দিন আরও বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পারিবারিক কলহের কারণে প্রথমে স্ত্রীকে কুপিয়ে হত্যা করা হয়, পরে স্বামী নিজেই আত্মহত্যা করেন। মরদেহ দেখে মনে হয়, ঘটনাটি এক দিন আগে ঘটেছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
নারায়ণগঞ্জের ফতুল্লায় নালা থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৪৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টায় ফতুল্লার পশ্চিম শিহাচর নূর মসজিদ সংলগ্ন নালা থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
৩৬ মিনিট আগেচট্টগ্রামের আনোয়ারার অবস্থিত কোরিয়ান রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে (কেইপিজেড) পাহাড় ধসে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে দুজন। আজ বৃহস্পতিবার সকালে এ দুর্ঘটনা ঘটে।
৪০ মিনিট আগেনারায়ণগঞ্জের রূপগঞ্জে একটি ডাইং কারখানায় গ্যাসের বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছেন। দগ্ধদের রাজধানীর জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকাল ৯টায় উপজেলার রূপসী কাজীপাড়া এলাকার মঞ্জু ডাইং অ্যান্ড টেক্সটাইল কারখানায় এ ঘটনা ঘটে।
৪৩ মিনিট আগেমামলা, জিডি করে হয়রানির প্রতিকার এবং ৪ দফা দাবি আদায়ে বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) প্রশাসনকে মৃত ঘোষণা করে প্রতীকী কফিন মিছিল করেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। গতকাল বুধবার রাতে দাবি না মানা ও প্রশাসনের নিষ্ক্রিয়তার প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে কফিন মিছিল ঢাকা-কুয়াকাটা মহাসড়কের পাশে
১ ঘণ্টা আগে