নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
শুরু হয়েছে ঈদের ছুটি। আর তাই ঢাকা সড়ক পথে গন্তব্যে যেতে যাত্রীদের ভিড় বেড়েছে বাস টার্মিনালগুলোতে। তবে এই যাত্রায় ভালো-মন্দ অনুভূতিই জানালেন যাত্রীরা। আজ শুক্রবার সকাল থেকেই বেশির ভাগ দূরপাল্লার বাস নির্ধারিত সময়ে ছেড়ে গেছে। এতে খুশি প্রকাশ করেন যাত্রীরা। তবে শেষ মুহূর্তে বাসে বেশি ভাড়া নেওয়ার অভিযোগ করেছেন তারা।
সরেজমিনে দেখা যায়, গাবতলী বাস টার্মিনালে আজ সকালের দিকে যাত্রীদের চাপ সবচেয়ে বেশি ছিল। যাদের অগ্রিম টিকিট কাটা ছিল, তারা কাউন্টারে এসে কিছুক্ষণ অপেক্ষা করে নির্দিষ্ট গন্তব্যের গাড়িতে উঠে চলে যেতে পারছেন। কিন্তু যাদের টিকিট নেই, তারা বিভিন্ন কাউন্টারে ছোটাছুটি করছেন টিকিট কাটার জন্য।
গাবতলী পূর্বাশা পরিবহনের কাউন্টারের সামনে হাসান রাজা নামের এক যাত্রী আজকের পত্রিকাকে বলেন, ‘ঈদের ছুটিতে ঢাকা থেকে চুয়াডাঙ্গা যাচ্ছি। বেলা সাড়ে ১২টার গাড়ি ছিল, কাউন্টারে এসে শুনলাম গাড়ি নির্ধারিত সময়ে ছাড়বে। তবে আজিমপুর থেকে গাবতলী আসতে যানজটে কিছুক্ষণ আটকে থাকতে হয়েছে। তবে নির্ধারিত সময়ে বাস ছেড়ে দিলে সেই কষ্টটুকু আর থাকবে না।’
অগ্রিম টিকিট না থাকা যাত্রী আজাদুল হক আজকের পত্রিকাকে বলেন, ‘বাড়ি যাব কি না, নিশ্চিত ছিলাম না। হঠাৎ ছুটি পেয়েছি, তাই যেতে হচ্ছে। কিন্তু কোনো ভালো গাড়িতে টিকিট পাচ্ছি না। লোকাল কিছু গাড়ি যাচ্ছে, সেগুলোতেও ভাড়া অনেক বেশি চাচ্ছে। ঢাকা থেকে বগুড়ার ভাড়া আর ৫০০ টাকা সেখানে লোকাল বাসে ৮০০ থেকে ১ হাজার টাকা চাচ্ছে।’
যানবাহন ও যাত্রীর চাপ থাকায় রাজধানীর টেকনিক্যাল, মাজার রোড, গাবতলী এবং আমিনবাজার এলাকায় যানবাহনের দীর্ঘ যানজট দেখা গেছে। এই অংশে থেমে থেমে যানবাহন চলাচল করছিল।
হানিফ পরিবহনের জেনারেল ম্যানেজার মোশাররফ হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘যাত্রীর কিছুটা চাপ আছে। তবে যাদের আগে টিকিট কাটা ছিল, তারাই যাত্রা করছেন। এবার মহাসড়কের অবস্থা ভালো, ফলে প্রতিটা গাড়ি সঠিক সময়ে ছাড়তে পারছি। আমাদের কোনো গাড়িতে বেশি ভাড়া নেওয়া হচ্ছে না। বাড়তি ভাড়া নেওয়ার অভিযোগ পেলে সঙ্গে সঙ্গে আমরা ব্যবস্থা নিচ্ছি।’
ফরিদপুরে কুমার নদে গোসল করতে গিয়ে দুই নাতিসহ দাদি পানিতে ডুবে যাওয়ার পর দুজনের লাশ উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সোয়াদ নামের সাত বছরের এক শিশু নিখোঁজ রয়েছে। ফায়ার সার্ভিস বলছে, সন্ধ্যা হওয়ায় উদ্ধার কার্যক্রম বন্ধ করা হয়েছে।
১৫ মিনিট আগেশেরপুরের নালিতাবাড়ীতে বিদ্যালয়ের টিফিনের সময় খাবার কিনতে গিয়ে অটোরিকশার চাপায় আতিকুর রহমান আতিক (৭) নামের এক স্কুলশিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে পৌর শহরের নতুন বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনার পর রাতে তার মৃত্যু হয়।
১ ঘণ্টা আগেযশোর শহরে এক নারীকে স্ত্রী দাবি করে টানাটানি ও হাতাহাতিতে জড়ানো সেই দুই পুরুষ জামিনে মুক্তি পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল ও দুপুরে তাঁরা যশোর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। এদিকে ওই নারীর ছেলে, ছেলের বউসহ স্বজনেরা দ্বিতীয় স্বামী দাবি করা ব্যক্তিকে শায়েস্তা করতে কারাফটকে অবস্থান নিলে চরম
১ ঘণ্টা আগেসাতক্ষীরার শ্যামনগরে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমধর্মী জলজ উদ্ভিদ বৈচিত্র্য মেলা। জলজ উদ্ভিদ বৈচিত্র্য সংরক্ষণ ও স্থায়িত্বশীল ব্যবহারে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের পশ্চিম জেলেখালীতে এ মেলার আয়োজন করা হয়।
১ ঘণ্টা আগে