নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রয়েছে মেট্রোরেল। তবে কিছুক্ষণের মধ্যে চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আশা করি কয়েক মিনিটের মধ্যেই চালু হবে। যে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে।’
আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনগুলো বন্ধ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন।
এর আগে এ বিষয়ে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক জিহাদুল কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
ফেসবুকে আহসান হাবিব নোবেল নামের একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন, ‘পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।’
আকাশ খান নামের একজন লিখেছেন, ‘আজ আমি দেখলাম, মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকায়। ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।’
উত্তরা স্টেশনে বোর্ডে লেখা উঠেছে, এই যাত্রা সংক্ষিপ্ত বিলম্ব হবে।
অন্যদিকে সকালে উত্তরা স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাধে বিপত্তি। এ সময় যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা-উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে।
স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়ে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।
মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।
মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মুন্নু গেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
বৈদ্যুতিক ত্রুটির কারণে প্রায় দেড় ঘণ্টা বন্ধ রয়েছে মেট্রোরেল। তবে কিছুক্ষণের মধ্যে চলাচল স্বাভাবিক হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
এ বিষয়ে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট (লাইন-১) উপ-প্রকল্প পরিচালক (গণসংযোগ) নাজমুল ইসলাম ভূইয়া আজকের পত্রিকাকে বলেন, ‘বৈদ্যুতিক লাইনে ত্রুটির কারণে ট্রেন চলাচল বন্ধ ছিল। আশা করি কয়েক মিনিটের মধ্যেই চালু হবে। যে ট্রেনগুলো বিভিন্ন জায়গায় দাঁড়িয়ে ছিল, সেগুলো এখন ক্লিয়ার করা হচ্ছে।’
আজ রোববার বেলা ২টা ৪৫ মিনিটের পর উত্তরা থেকে মতিঝিল ও মতিঝিল থেকে উত্তরা স্টেশনে ট্রেন দাঁড়িয়ে আছে। বিকেল ৪টা ১০ মিনিট পর্যন্ত ট্রেনগুলো বন্ধ রয়েছে। এ ছাড়া সামাজিক যোগাযোগমাধ্যমে অনেকে ট্রেন ১৫ মিনিটের বেশি স্টেশনে দাঁড়িয়ে আছে এমন পোস্ট করেছেন।
এর আগে এ বিষয়ে এমআরটি পুলিশের উপমহাপরিদর্শক জিহাদুল কবির আজকের পত্রিকাকে জানিয়েছেন, যান্ত্রিক ত্রুটির কারণে হয়তো বন্ধ আছে। তিনি এ বিষয়ে খোঁজ নিচ্ছেন।
ফেসবুকে আহসান হাবিব নোবেল নামের একজন ট্রাফিক অ্যালার্ট গ্রুপে ২টা ৩৭ মিনিটে লিখেছেন, ‘পল্লবী স্টেশনে আসার আগে হুট করে কিছু লাইট ও এসি বন্ধ হয়ে গেল। এখন ট্রেন দাঁড়িয়ে আছে।’
আকাশ খান নামের একজন লিখেছেন, ‘আজ আমি দেখলাম, মেট্রোরেলও ট্রাফিক সিগন্যালে আটকায়। ২০ মিনিট ধরে কাজীপাড়ায় দাঁড়িয়ে আছে।’
উত্তরা স্টেশনে বোর্ডে লেখা উঠেছে, এই যাত্রা সংক্ষিপ্ত বিলম্ব হবে।
অন্যদিকে সকালে উত্তরা স্টেশনে যাত্রীর চাপে গেট বন্ধ করে দিয়েছিল স্টেশন কর্তৃপক্ষ। গাজীপুরের টঙ্গীর তুরাগতীরে তিন দিনব্যাপী প্রথম পর্বের বিশ্ব ইজতেমা আজ শেষ হয়েছে। মোনাজাত শেষে যাত্রীরা সবাই একসঙ্গে ফিরতে গিয়েই বাধে বিপত্তি। এ সময় যাত্রীর চাপে মেট্রোরেলের উত্তরা-উত্তর (দিয়াবাড়ি) স্টেশনের টিকিট শেষ হয়ে গেছে।
স্টেশনের সামনে শত শত মানুষের ভিড়ে ওই স্টেশনের গেট বন্ধ করে দেওয়া হয়।
ঘটনাস্থলে থাকা এক গণমাধ্যমকর্মী জানান, বেলা ১১টার পরে স্টেশনে প্রবেশের গেট বন্ধ করে দেওয়া হয়। পরবর্তী সময়ে মাইকে ঘোষণা দেওয়া হয়, এ স্টেশনের টিকিট শেষ, যাত্রীরা যেন সামনের স্টেশনের দিকে যান।
মোনাজাতে অংশ নিতে আসা মানুষের ঢল নেমেছিল তুরাগতীরে। মানুষের এই ঢল কয়েক কিলোমিটার ছাড়িয়েছে। গতকাল শনিবার রাত ১০টা থেকে গাজীপুরের তিন সড়কে যান চলাচল বন্ধ রেখেছে গাজীপুর মহানগর ট্রাফিক পুলিশ।
মোনাজাতে অংশ নিতে আসা মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের আবদুল্লাহপুর থেকে ভোগড়া বাইপাস, টঙ্গী–ঘোড়াশাল আঞ্চলিক সড়কের মিরের বাজার থেকে স্টেশন রোড, কামারপাড়া-মুন্নু গেট সড়ক ও আবদুল্লাহপুর থেকে কামারপাড়া সড়কে যান চলাচল বন্ধ রাখা হয়।
খাগড়াছড়ি সদর উপজেলায় কিশোরীকে দলবদ্ধ ধর্ষণের ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের দাবিতে জুম্ম ছাত্র-জনতার ব্যানারে বিক্ষোভ মিছিল ও মহাসমাবেশ হয়েছে। আজ শুক্রবার দুপুর ১২টায় খাগড়াছড়ি শহরের চেঙ্গী স্কয়ারে এ মহাসমাবেশ হয়। এ সময় ঘটনার সঙ্গে জড়িত আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে কাল শনিবার ভোর ৫টা থেকে পরদিন
২৬ মিনিট আগেপুলিশ জানায়, রংপুরের পীরগাছা সাতদরগা এলাকার বাসিন্দা মোতালেব হোসেন পরিবার নিয়ে ঢাকায় ছিলেন। গ্রামে বসবাসের জন্য স্ত্রী, সন্তান, ভাই ও ভাইয়ের বউকে নিয়ে ঘরের আসবাবপত্রসহ পিকআপ ভ্যানযোগে ঢাকা থেকে গতকাল বৃহস্পতিবার বিকেলে রওনা দেন মোতালেব। দিবাগত রাত সাড়ে ৩টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের দমদমা...
২৮ মিনিট আগেনিহতের স্বামী মনির হাওলাদার বলেন, ‘ভোরের দিকে আমি গরু জবাইয়ের উদ্দেশ্যে ছেলেকে নিয়ে জিরো পয়েন্ট এলাকায় দোকানে যাই। সকালে খবর পাই স্ত্রী কোনো সাড়া দিচ্ছে না। বাড়ি এসে দেখি দরজা-জানালা বন্ধ। জানালার গ্রিল কেটে ভেতরে ঢুকে দেখি স্ত্রী মৃত অবস্থায় পড়ে রয়েছে। ড্রয়ারে রাখা গরু কেনার প্রায় সাড়ে ৫ লাখ টাকা ন
৩৫ মিনিট আগেপ্রত্যক্ষদর্শীরা জানান, একটি প্রাইভেট কার বাজারের ভেতর দিয়ে প্রবেশের সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। এতে দুটি যানবাহনই ক্ষতিগ্রস্ত হয় এবং মোটরসাইকেল আরোহীরা ছিটকে পড়ে গুরুতর আহত হন।
১ ঘণ্টা আগে