নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঢাকা মহানগরীর ডেমরার ভাঙাপ্রেস এলাকার চারতলা যে ভবনে আগুন লেগেছিল, সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে ফায়ার সার্ভিসের বেশি কর্মী ঢুকতে পারেননি। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে অগ্নিনির্বাপণে প্রচেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে গণমাধ্যমকে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘স্টোর রুমের সঠিক নিয়ম মানা হয়নি। জানালা দিয়ে দেখা যাচ্ছে, ভবনের ভেতর মালামাল স্তূপ করে রাখা। কোনো নিয়ম মানা হয়নি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়। জানালার গ্রিল কেটে মালামাল সরিয়ে পানির পাইপ ভেতরে ঢোকানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ‘মালামাল এত ঠাসা যে, ভেতরে ঢোকার কোনো অবস্থাই নেই। ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে আমাদের বেশি কর্মী ঢুকতে পারেনি।’
লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘আশপাশে পানির উৎস ছিল না। ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, সেটিও নেই। ফলে ড্রেনের পানি দিয়েই আগুন নেভানোর কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক আরও বলেন, ‘আশপাশের ভবনগুলো একেবারে লাগিয়ে নির্মাণ করা হয়েছে। এক ভবন থেকে আরেক ভবনের এক ইঞ্চিও গ্যাপ রাখা হয়নি। ধোঁয়ায় আমাদের কিছু কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি। ভবনের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাই পরবর্তী সময়ে যোগাযোগ করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই পরিচালক। রাতে গোডাউন বন্ধ থাকায় এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
ঢাকা মহানগরীর ডেমরার ভাঙাপ্রেস এলাকার চারতলা যে ভবনে আগুন লেগেছিল, সেখানে অগ্নিনির্বাপণের কোনো ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে ফায়ার সার্ভিসের বেশি কর্মী ঢুকতে পারেননি। ফলে আগুন নিয়ন্ত্রণে বেগ পেতে হয়েছে। এমনটাই জানিয়েছেন ফায়ার সার্ভিসের পরিচালক (উন্নয়ন ও প্রশিক্ষণ) লেফটেন্যান্ট কর্নেল মো. রেজাউল করিম।
গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ১১টা থেকে অগ্নিনির্বাপণে প্রচেষ্টা চালিয়ে সকাল ৮টায় আগুন নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে গণমাধ্যমকে লে. কর্নেল মো. রেজাউল করিম বলেন, ‘স্টোর রুমের সঠিক নিয়ম মানা হয়নি। জানালা দিয়ে দেখা যাচ্ছে, ভবনের ভেতর মালামাল স্তূপ করে রাখা। কোনো নিয়ম মানা হয়নি। ফলে আগুন নেভাতে বেগ পেতে হয়। জানালার গ্রিল কেটে মালামাল সরিয়ে পানির পাইপ ভেতরে ঢোকানো হয়েছে।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক বলেন, ‘মালামাল এত ঠাসা যে, ভেতরে ঢোকার কোনো অবস্থাই নেই। ভবনে কোনো ধরনের অগ্নিনির্বাপণ ব্যবস্থা ছিল না। সিঁড়ি বা এক্সিট রুট পর্যাপ্ত নয়। সরু একটি সিঁড়ি আছে, সেখান দিয়ে আমাদের বেশি কর্মী ঢুকতে পারেনি।’
লে. কর্নেল রেজাউল করিম বলেন, ‘আশপাশে পানির উৎস ছিল না। ভবনের নিচে যে ওয়াটার রিজার্ভার থাকার কথা ছিল, সেটিও নেই। ফলে ড্রেনের পানি দিয়েই আগুন নেভানোর কাজ চালিয়ে যাওয়া হচ্ছিল।’
ফায়ার সার্ভিসের এই পরিচালক আরও বলেন, ‘আশপাশের ভবনগুলো একেবারে লাগিয়ে নির্মাণ করা হয়েছে। এক ভবন থেকে আরেক ভবনের এক ইঞ্চিও গ্যাপ রাখা হয়নি। ধোঁয়ায় আমাদের কিছু কর্মী অসুস্থ হয়ে পড়েন। তাদের হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁরা শঙ্কামুক্ত।’
এখনো আগুনের সূত্রপাত জানা যায়নি। ভবনের মালিকপক্ষের কারও সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। তাই পরবর্তী সময়ে যোগাযোগ করে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন ফায়ার সার্ভিসের এই পরিচালক। রাতে গোডাউন বন্ধ থাকায় এই আগুনের ঘটনায় কেউ হতাহত হয়নি বলেও জানান তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে এখন পর্যন্ত ৫ জন ভিপি (সহ-সভাপতি) পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বুধবার (১৩ আগস্ট) দ্বিতীয় দিনের মনোনয়নপত্র বিতরণের কার্যক্রম শেষে এক সংবাদ সম্মেলনে ডাকসু ও হল সংসদ নির্বাচনের প্রধান রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জসীম উদ্দিন এ তথ্য জানিয়েছেন।
৩ মিনিট আগেঢাকা মহানগর পুলিশে কর্মরত সাব-ইন্সপেক্টরদের পেশাদারিত্ব, স্বচ্ছতা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। বুধবার (১৩ আগস্ট) সকালে রাজারবাগস্থ বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে ডিএমপি কমিশনারের সভাপতিত্বে অনুষ্ঠিত এক ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।
৫ মিনিট আগেরাজধানীর আদাবরে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) ভোর ৪টার দিকে আদাবর থানাধীন সুনিবিড় হাউজিং নবদিগন্ত আদর্শ উচ্চ বিদ্যালয় সংলগ্ন বেড়িবাঁধ সড়কে একটি স্টাফ বাসে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।
১১ মিনিট আগেফেনী পুলিশ লাইনসে সহকর্মীর বঁটির কোপে মো. রহমত আলী (৫৪) নামের বিশেষ আনসারের এক সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত আরেক আনসার সদস্য আলী মনোয়ার হোসেনকে (৫৫) আটক করেছে পুলিশ। বুধবার (১৩ আগস্ট) দুপুর পৌনে ১টার দিকে পুলিশ লাইনসের মেসে এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে