Ajker Patrika

আদর্শবিরোধী নানা কর্মকাণ্ডে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত

শরীয়তপুর প্রতিনিধি
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শরীয়তপুর জেলা যুবদল কমিটি বিলুপ্ত করা হয়। ছবি : সংগৃহীত
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে শরীয়তপুর জেলা যুবদল কমিটি বিলুপ্ত করা হয়। ছবি : সংগৃহীত

দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। রোববার (১১ মে) কমিটি বিলুপ্ত ঘোষণার পর বেলা আড়াইটার দিকে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ভেরিফাইড ফেসবুক পেজে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়।

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহদপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মেয়াদোত্তীর্ণ এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থী নানা কর্মকাণ্ডের কারণে শরীয়তপুর জেলা যুবদলের কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়ন ইতিমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

জেলা যুবদল সূত্র জানায়, ২০১৭ সালে আরিফুর রহমান মোল্লাকে সভাপতি ও জামাল উদ্দিন বিদ্যুৎকে সাধারণ সম্পাদক করে পাঁচ সদস্যবিশিষ্ট জেলা যুবদলের কমিটি ঘোষণা করা হয়। কমিটি মেয়াদোত্তীর্ণ হলেও দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি জানা নেই বলে জানায় জেলা কমিটি।

জেলা যুবদলের সাধারণ সম্পাদক জামাল উদ্দিন বিদ্যুৎ বলেন, ‘ধারণা করছি, নতুন কমিটি করার জন্য পুরাতন কমিটি ভেঙে দেওয়া হয়েছে। মূলত শরীয়তপুর জেলা যুবদলকে ঢেলে সাজাতে এবং শক্তিশালী করতে কেন্দ্রীয় কমিটি এই সিদ্ধান্ত নিয়েছে। অতি দ্রুত নতুন কমিটি গঠন করা হবে বলে আমরা মনে করছি।’

জেলা যুবদলের সভাপতি আরিফুর রহমান মোল্লা বলেন, ‘কমিটি মেয়াদোত্তীর্ণ হয়েছে অনেকে আগেই। সে ক্ষেত্রে কমিটি আরও আগেই ভেঙে ফেলা উচিত ছিল। তবে দলীয় শৃঙ্খলা ভঙ্গের বিষয়টি আমাদের জানা নেই। কেন্দ্রীয় কমিটির দৃষ্টিকোণে কী ধরা পড়েছে, সেটা কেন্দ্রীয় কমিটিই ভালো বলতে পারবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

খালার সঙ্গে শত্রুতা মুহাম্মদ ইউনূসের, আমি ‘কোল্যাটারাল ড্যামেজ’: টিউলিপ সিদ্দিক

এনসিপি নেতার বাড়িতে কাফনের কাপড়, চিরকুটে লেখা—‘প্রস্তুত হ রাজাকার’

৪০ পুলিশ কর্মকর্তার পদক প্রত্যাহার, অর্থ ফেরতের নির্দেশ

গণশুনানিতে দুদক চেয়ারম্যানের প্রতি ক্ষোভ দেখালেন মৎস্যচাষি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত