মুন্সিগঞ্জ প্রতিনিধি
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুলপুর গ্রামের নানা স্বর্গীয় মধুসূদন মণ্ডলের বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা সারথী মণ্ডলকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য সিরাজদিখান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের দাবি, শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন। তাদের সন্দেহ, মা সারথীই হয়তো শিশুটিকে পুকুরে ফেলে হত্যা করেছেন।
শিশুটির বাবা জেলার শ্রীনগর উপজেলার পূর্ব হাষাড়া গ্রামের দীনেশ মণ্ডল (৪৪)। তিনি জানান, তাঁর তিন ছেলে-মেয়ে। মাত্র ২৩ দিন আগে তৃতীয় ছেলের জন্ম হয়। সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী আজ শুক্রবারই তাঁর নাম রাখা হতো। তিন ছেলে-মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়ি সিরাজদিখানের শুলপুর গ্রামে থাকতেন। আজ সকাল ৬টা থেকে নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পান তিনি। এরপর তিনি শ্বশুরবাড়িতে ছুটে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে নানাবাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীনেশ মণ্ডল বলেন, ‘আমার স্ত্রী মানসিক সমস্যায় আক্রান্ত। আমি সন্দেহ করছি, সে-ই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি।’
কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও বলেন, সারথী মণ্ডল প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ কারণে তাঁর স্বামী দীনেশ মণ্ডল দেড় বছর আগে দুবাই থেকে দেশে চলে আসেন। ভোরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়।
এ প্রসঙ্গে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তিনি মুখ খোলেননি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
মুন্সিগঞ্জের সিরাজদিখানে পুকুর থেকে ২৪ দিন বয়সী এক শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শুলপুর গ্রামের নানা স্বর্গীয় মধুসূদন মণ্ডলের বাড়ির পুকুর থেকে শিশুটির লাশ উদ্ধার করেন স্বজনেরা। এ ঘটনায় দুপুর সাড়ে ১২টার দিকে শিশুটির মা সারথী মণ্ডলকে (৩৭) জিজ্ঞাসাবাদের জন্য সিরাজদিখান থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। পরিবারের দাবি, শিশুটির মা মানসিকভাবে ভারসাম্যহীন। তাদের সন্দেহ, মা সারথীই হয়তো শিশুটিকে পুকুরে ফেলে হত্যা করেছেন।
শিশুটির বাবা জেলার শ্রীনগর উপজেলার পূর্ব হাষাড়া গ্রামের দীনেশ মণ্ডল (৪৪)। তিনি জানান, তাঁর তিন ছেলে-মেয়ে। মাত্র ২৩ দিন আগে তৃতীয় ছেলের জন্ম হয়। সনাতন ধর্মের রীতিনীতি অনুযায়ী আজ শুক্রবারই তাঁর নাম রাখা হতো। তিন ছেলে-মেয়েকে নিয়ে তাঁর স্ত্রী বাবার বাড়ি সিরাজদিখানের শুলপুর গ্রামে থাকতেন। আজ সকাল ৬টা থেকে নবজাতককে খুঁজে পাওয়া যাচ্ছে না বলে খবর পান তিনি। এরপর তিনি শ্বশুরবাড়িতে ছুটে যান। খোঁজাখুঁজির একপর্যায়ে সকাল সাড়ে ৯টার দিকে নানাবাড়ির পুকুর থেকে শিশুটিকে উদ্ধার করেন। তাৎক্ষণিকভাবে শিশুটিকে শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দীনেশ মণ্ডল বলেন, ‘আমার স্ত্রী মানসিক সমস্যায় আক্রান্ত। আমি সন্দেহ করছি, সে-ই আমার ছেলেকে পানিতে ফেলে হত্যা করেছে। তার মুখেই শুনেছি, সে বলেছে বাচ্চা আমার হাত থেকে কেমন করে যেন হারিয়ে গেছে। এরপর আর কিছু বলতে পারেনি।’
কেয়াইন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য নয়ন রোজারিও বলেন, সারথী মণ্ডল প্রায় দুই বছর ধরে মানসিক ভারসাম্য হারিয়েছেন। এ কারণে তাঁর স্বামী দীনেশ মণ্ডল দেড় বছর আগে দুবাই থেকে দেশে চলে আসেন। ভোরে শিশুটিকে খুঁজে না পেয়ে পরিবারের লোকজন চারদিকে খোঁজাখুঁজি করেন। পরে পুকুরে শিশুটির লাশ পাওয়া যায়।
এ প্রসঙ্গে সিরাজদিখান থানার পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান বলেন, ‘শিশুটির মা মানসিকভাবে অসুস্থ। বর্তমানে তিনি আমাদের হেফাজতে রয়েছেন। তাঁকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এখনো তিনি মুখ খোলেননি। ঘটনাটি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এক সপ্তাহ আগে দুর্নীতির দায়ে সাময়িক বরখাস্ত হয়েছেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান। কিন্তু নানা জটিলতার কারণে দায়িত্ব পাননি কেউ। ফলে নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছেন বগুড়ার শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ২৭টি গ্রামের বাসিন্দা।
২১ মিনিট আগেটাঙ্গাইলের সখীপুরে দায়িত্ব পালনকালে বনপ্রহরীদের ওপর হামলার ঘটনায় মামলা হয়েছে। বন বিভাগের বহেড়াতৈল বিট কর্মকর্তা রুমিউজ্জামান বাদী হয়ে স্থানীয় ইউপি সদস্য আলাউদ্দিন, ওয়ার্ড বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শের আলীসহ সাতজনকে আসামি করে রোববার সখীপুর থানায় মামলা করেছেন।
১ ঘণ্টা আগেকক্সবাজারের টেকনাফে নাফ নদে মাছ ধরার সময় বজ্রপাতে মো. আনোয়ার হোসেন (৫০) নামের এক জেলের মৃত্যু হয়েছে। আজ সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে টেকনাফ পৌরসভার স্লুইস গেটসংলগ্ন নাফ নদে ভাসমান অবস্থায় স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পরিবারকে খবর দেন। পরিবারের লোকজন এসে লাশটি উদ্ধার করেন।
১ ঘণ্টা আগেরাজধানীর পুরান ঢাকার নাজিরাবাজার এলাকায় রাস্তায় বৃষ্টির পানিতে বিদ্যুতায়িত হয়ে আমিন (৩০) নামে বাইসাইকেল আরোহী এক যুবকের মৃত্যু হয়েছে। তিনি বেকারি দোকানের কর্মচারী ছিলেন।
২ ঘণ্টা আগে