Ajker Patrika

সাংবাদিকদের পেশাগত জায়গায় ঐক্যবদ্ধ থাকতে হবে: টিআইবি নির্বাহী পরিচালক

অনলাইন ডেস্ক
রাজেন্দ্রপুরে টিআইবি আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজমে’র সমাপনী অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালকসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা
রাজেন্দ্রপুরে টিআইবি আয়োজিত ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজমে’র সমাপনী অনুষ্ঠানে টিআইবি নির্বাহী পরিচালকসহ অন্যরা। ছবি: আজকের পত্রিকা

ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেছেন, মতপার্থক্য থাকতেই পারে। কিন্তু পেশাগত জায়গায় সবাইকে (সাংবাদিকদের) ইউনাইটেড থাকতে হবে। পেশাগত মানদণ্ডের দিক থেকে কম্প্রোমাইজ করা যাবে না। গতকাল শনিবার গাজীপুরের রাজেন্দ্রপুরের বিসিডিএমে টিআইবি আয়োজিত তিন দিনব্যাপী ‘ওয়ার্কশপ অন ডেটা জার্নালিজমে’র সমাপনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

টিআইবি নির্বাহী পরিচালক সাংবাদিকদের উদ্দেশে বলেন, ‘যা লিখছি, সেটা যেন তথ্যভিত্তিক হয়। আমরা যেন কম্প্রোমাইজ না করি। একবার কম্প্রোমাইজ করলে সারা জীবনের জন্য করতে হয়। অফেন্স ইজ দ্য বেস্ট ডিফেন্স। পেশাগত জায়গায় ইউনাইটেড থাকতে হবে। টিআইবি সব সময়ই গণমাধ্যমের পাশে থাকবে। আমরা যে কাজগুলো করি সেগুলো সব সময়ই চ্যালেঞ্জিং এবং কঠিন । তবে আগের তুলনায় এখন কাজ করার সুযোগ তৈরি হয়েছে। তবে এখন যা হচ্ছে সেটি সামনে আরও ভালো হতে পারে। আবার খারাপও হতে পারে।’

টিআইবি আয়োজিত এই কর্মশালায় দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের ২৫ জন সাংবাদিক অংশ নেন। গাজীপুরের রাজেন্দ্রপুরে বিসিডিমে ২৬-২৮ ডিসেম্বর এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত