Ajker Patrika

চুরির আগে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ফ্ল্যাট রেকি, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি
চুরির আগে বাসা ভাড়া নেওয়ার কথা বলে ফ্ল্যাট রেকি, গ্রেপ্তার ৬

কেরানীগঞ্জের জিনজিরায় একটি ফ্ল্যাট বাসায় চুরির ঘটনায় ৬ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

আজ বৃহস্পতিবার দুপুরে কেরানীগঞ্জ মডেল থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সার্কেল অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির। 

গ্রেপ্তারকৃতরা হলেন মো. তোফাজ্জল হোসেন বুলু (৩০), সজল (২১), সাগর (২২), রাসেল ২৪), সোহেল (৩২) ও হাসান (৫০)। 

গত ২৪ ঘণ্টায় পটুয়াখালী ও কেরানীগঞ্জের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাদের করা হয়। 

এ সময় আরও উপস্থিত ছিলেন কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা কামাল, পরিদর্শক (তদন্ত) খালিদুর রহমান, পরিদর্শক (অপারেশন) মুন্সি আশিকুর রহমান। 

অতিরিক্ত পুলিশ সুপার শাহাবুদ্দিন কবির বলেন, ‘গ্রেপ্তার হওয়া হাসান চক্রটির প্রধান। চক্রের সদস্যরা তাকে ‘নানা’ বলে সম্বোধন করে। সে বিভিন্ন ফ্ল্যাট বাড়িতে বাসা ভাড়া নেওয়ার জন্য যান। বাসা ভাড়া নেওয়ার আড়ালে মূলত রেকি (পর্যবেক্ষণ) করে। 

আশপাশে অবস্থান নেয় দলের অন্য সদস্যরা। সে খোঁজ রাখত কোন ফ্ল্যাটে তালা লাগানো। টার্গেট ঠিকঠাক মিলে গেলে সে মোবাইলে অন্যদের আসতে বলে বাইরে পাহারায় থাকে। তালা ভেঙে একটি চুরি শেষ করতে তাদের ২৫ থেকে ৩০ মিনিট সময় লাগে। 

তিনি আরও বলেন, ৬ ফেব্রুয়ারি জিনজিরার বাসিন্দা ফরহাদ হোসেনের ফ্ল্যাটের তালা ভেঙে ঘরে ঢুকে দেড় ভরি স্বর্ণালংকার ও নগদ টাকা চুরির ঘটনায় তিনি বাদী হয়ে মামলা করেন। মামলাটির তদন্ত করতে গিয়ে পুলিশ চক্রটিকে গ্রেপ্তার করেছে। চক্রটির বিরুদ্ধে একাধিক চুরির ঘটনা সংগঠিত করার অভিযোগ পাওয়া গেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

মানিকগঞ্জে রাতের আঁধারে স্থানান্তর করা বিদ্যালয় ভবন পরিদর্শনে কর্মকর্তারা

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত