Ajker Patrika

কারওয়ান বাজার আড়ত মার্কেট সিলগালা করা হবে কাল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১১ মে ২০২৩, ১০: ৫০
কারওয়ান বাজার আড়ত মার্কেট সিলগালা করা হবে কাল

কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)। আগামীকাল বৃহস্পতিবার বেলা ১১টায় ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালত সিলগালা করে মার্কেটটির বিদ্যুৎ, পানি ও গ্যাসের লাইন বিচ্ছিন্ন করবে। মার্কেটটিতে বর্তমানে ১৭৬টি দোকান রয়েছে। 

আজ বুধবার রাতে ডিএনসিসির অঞ্চল-৫-এর আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোতাকাব্বীর আহমেদ আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘মার্কেটটি ঝুঁকিপূর্ণ হওয়ায় এপ্রিল মাসের শুরুর দিকে ব্যবসায়ীদের মার্কেট ছাড়ার নোটিশ দেওয়া হয়েছে। ব্যবসায়ীরা তারপরও সরেনি। তাই বাধ্য হয়ে মার্কেটের গ্যাস, বিদ্যুৎ ও পানির লাইন বিচ্ছিন্ন করে সিলগালা করার সিদ্ধান্ত নিয়েছি। পর্যায়ক্রমে ঝুঁকিপূর্ণ অন্য মার্কেটগুলোকেও সিলগালা করা হবে।’ 

ডিএনসিসি সূত্র বলছে, ডিএনসিসি আওতাধীন ৪৩ মার্কেটের মধ্যে ২০ টিকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে আটটি মার্কেটকে ‘অতি নাজুক’ হিসেবে চিহ্নিত করেছে সিটি করপোরেশন। মার্কেটগুলো হচ্ছে গুলশান উত্তর কাঁচা মার্কেট, গুলশান দক্ষিণ পাকা মার্কেট, মোহাম্মদপুর কাঁচাবাজারের প্রথম ও দ্বিতীয় তলা, রায়েরবাজার মার্কেট, কারওয়ান বাজার ১ নম্বর মার্কেট, কারওয়ান বাজার ২ নম্বর মার্কেট, কারওয়ান বাজার অস্থায়ী কাঁচা মার্কেট (কিচেন মার্কেট), কারওয়ান বাজার কাঁচামালের আড়ত মার্কেট ভবন। অতি ঝুঁকিপূর্ণ এই আটটি মার্কেটের বিদ্যুৎ, গ্যাস ও পানির সংযোগ বিচ্ছিন্ন করতে সংশ্লিষ্ট এপ্রিল মাসেই প্রতিষ্ঠানগুলোকে চিঠি দেওয়া হয়েছে। 

জানতে চাইলে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা সেলিম রেজা আজকের পত্রিকাকে বলেন, ‘পরিত্যক্ত ভবন ভেঙে ফেলার দায়িত্ব সিটি করপোরেশনের। ঝুঁকিপূর্ণ মার্কেট থেকে ব্যবসায়ীদের সরিয়ে দিতে ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়েছে। তারা যদি না সরে, ম্যাজিস্ট্রেটরা সরিয়ে দেবে। এসব কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি, ভবনগুলো ভেঙে ফেলা হবে। আগে মানুষের জীবন, তারপর ব্যবসা।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত