Ajker Patrika

রায়পুরায় মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি
আপডেট : ২২ মে ২০২৩, ১৪: ৫৫
রায়পুরায় মাদকসেবী ছেলেকে পুলিশে দিলেন বাবা

নরসিংদীর রায়পুরায় মাদকসেবী ছেলের অত্যাচারে ইউএনও বরাবর লিখিত অভিযোগ দেন ভুক্তভোগী বাবা। সেই অভিযোগের ভিত্তিতে মাদক সেবনরত অবস্থায় ওই ছেলেকে আটক করে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। 

আজ সোমবার সকালে পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রাম থেকে ওই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে এ দণ্ড দেওয়া হয়। আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আজগর হোসেন। 

সাজাপ্রাপ্ত ওই যুবকের নাম ফয়সাল আহামেদ (২০)। তিনি উপজেলার পৌর এলাকার তাত্তাকান্দা কলাবাড়ীয়া গ্রামের বাদল মিয়ার ছেলে।

সাজাপ্রাপ্ত ফয়সালের বাবা বাদল মিয়া আজকের পত্রিকাকে বলেন, ‘আমার ছেলে অসৎ সঙ্গীর পাল্লায় পড়ে পড়াশোনা ছেড়ে দিয়ে ভবঘুরে হয়ে গেছে। ইদানীং নেশার টাকার জন্য প্রতিনিয়ত বাড়িতে এসে ভাঙচুরসহ পরিবারের সদস্যদের মারধর, হত্যার হুমকি দেয়। তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ইউএনও বরাবর অভিযোগ দিই। ছেলেকে ৩ মাসের জেল দিয়েছে। বাবা হিসেবে চাই ছেলে সংশোধন হয়ে ফিরে আসুক।’ 

ইউএনও মো. আজগর হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘ছেলের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাবার উপজেলায় লিখিত অভিযোগের ভিত্তিতে নিজ এলাকা থেকে মাদক সেবনরত অবস্থায় আটক করি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ / ৪২ এ ১ এর ধারায় ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দুপুরে পুলিশি পাহারায় তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

পরিপাকতন্ত্রের ওষুধের পেছনেই মানুষের ব্যয় সাড়ে ৫ হাজার কোটি টাকা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত