নিজস্ব প্রতিবেদক, ঢাকা
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কয়েক মিনিট আগে ঘটলে প্রাণহানি আরও হতো বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান। তিনি বলেছেন, ‘দুর্ঘটনা যদি সেদিন দুপুর ১টা ৪-৫ মিনিটের দিকেও হতো, তাহলে আমরা আরও অনেক কিছু হারাতাম; আরও মা-বাবা সন্তানহারা হতেন। কারণ, স্কুল ছুটির পর প্রায় ১০ মিনিট লাগে বাচ্চাদের বের হতে।’
আজ শনিবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য শোক ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন জাহাঙ্গীর খান।
অনুষ্ঠানের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি শিক্ষক নুসরাত আলম।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত ২১ জুলাই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আয়াসহ ৩৪ জনের মৃত্যু ঘটে।
সেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে বের হয়ে সেখানে গেলাম। আর ১টা ১২-১৩ মিনিটের মাঝামাঝি সময়ে দুর্ঘটনা ঘটল। না হলে হয়তো আমিও লাশ হয়ে যেতাম।’
অনুষ্ঠানে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত সবার প্রতি শোক ও শ্রদ্ধা জানান জাহাঙ্গীর খান।
তিনি বলেন, ‘যে বাচ্চারা আমাদের ছেড়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। উদ্ধারকাজে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’
মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের সহকারী শিক্ষক মাসুকা বেগম যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের একজন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর দুলাভাই খলিলুর রহমান।
তিনি বলেন, ‘দুর্ঘটনার দিন অনেক খোঁজাখুঁজি করেও মাসুকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালে তাঁর খোঁজ পাওয়া যায়।’
রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা কয়েক মিনিট আগে ঘটলে প্রাণহানি আরও হতো বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ক্যাপ্টেন (অব.) জাহাঙ্গীর খান। তিনি বলেছেন, ‘দুর্ঘটনা যদি সেদিন দুপুর ১টা ৪-৫ মিনিটের দিকেও হতো, তাহলে আমরা আরও অনেক কিছু হারাতাম; আরও মা-বাবা সন্তানহারা হতেন। কারণ, স্কুল ছুটির পর প্রায় ১০ মিনিট লাগে বাচ্চাদের বের হতে।’
আজ শনিবার সকালে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের জন্য শোক ও দোয়া অনুষ্ঠানে এসব কথা বলেন জাহাঙ্গীর খান।
অনুষ্ঠানের শুরুতে দুর্ঘটনায় নিহতদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর তাদের জন্য দোয়া করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কলেজের ইংরেজি শিক্ষক নুসরাত আলম।
মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের একটি দোতলা ভবনে গত ২১ জুলাই বিমানবাহিনীর একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। এতে স্কুলটির শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, আয়াসহ ৩৪ জনের মৃত্যু ঘটে।
সেদিনের ঘটনা স্মরণ করে অধ্যক্ষ বলেন, ‘দুপুর ১টায় ছুটির সময় কখনো কখনো আমি বাইরে যাই না। বারান্দায় দাঁড়াই। হাঁটাহাঁটি করি। শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্ব পালন দেখি। স্টুডেন্টদের দেখি। সেদিন প্রধান শিক্ষিকা ডেকে নিয়ে গেলেন, ১টার সময় দুজন নতুন শিক্ষকের সাক্ষাৎকার নেওয়া হবে। বেলা ১টা ৪ মিনিটের দিকে বের হয়ে সেখানে গেলাম। আর ১টা ১২-১৩ মিনিটের মাঝামাঝি সময়ে দুর্ঘটনা ঘটল। না হলে হয়তো আমিও লাশ হয়ে যেতাম।’
অনুষ্ঠানে যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহত ও আহত সবার প্রতি শোক ও শ্রদ্ধা জানান জাহাঙ্গীর খান।
তিনি বলেন, ‘যে বাচ্চারা আমাদের ছেড়ে গেছে, তাদের আত্মার মাগফিরাত কামনা করি। সবাইকে আন্তরিক শ্রদ্ধা জানাই। উদ্ধারকাজে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের প্রতিও কৃতজ্ঞতা জানাই।’
মাইলস্টোন স্কুলের বাংলা মাধ্যমের সহকারী শিক্ষক মাসুকা বেগম যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় নিহতদের একজন। আজকের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তাঁর দুলাভাই খলিলুর রহমান।
তিনি বলেন, ‘দুর্ঘটনার দিন অনেক খোঁজাখুঁজি করেও মাসুকার খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে হাসপাতালে তাঁর খোঁজ পাওয়া যায়।’
সপ্তাহজুড়ে টানা বৃষ্টিপাতে রাঙামাটির কাপ্তাই লেকে পানির উচ্চতা বেড়ে ১০৭ ফুট মিন সি লেভেলের কাছাকাছি পৌঁছেছে। পরিস্থিতি এভাবে অব্যাহত থাকলে যেকোনো সময় খোলা হতে পারে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের জলকপাট। আজ রোববার সকাল ১০টার দিকে কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্রের (কপাবিকে) ব্যবস্থাপক প্রকৌশলী মাহমুদ হাসান
৪ মিনিট আগেবগুড়ার শাজাহানপুরে মামলা তুলে না নেওয়া ও চাঁদা না দেওয়ায় হাতুড়িপেটায় আহত আল আমিন (৩৫) নামের এক ব্যবসায়ী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল শনিবার রাত ১১টার দিকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে তিনি মারা যান।
৭ মিনিট আগেনাটোর চিনিকলে দুর্ধর্ষ ডাকাতি ঘটেছে। রাতভর কারখানার নিরাপত্তা প্রহরীদের হাত-পা বেঁধে অস্ত্রের মুখে বিপুল পরিমাণ সরঞ্জাম ও যন্ত্রাংশ লুট করেছে ৪০ থেকে ৫০ জনের একটি ডাকাতদল। গতকাল শনিবার দিবাগত রাত দেড়টা থেকে ভোর পর্যন্ত এ ডাকাতির ঘটনা ঘটে। চিনিকলের নিরাপত্তা প্রহরীদের বরাত দিয়ে নাটোর সদর থানার ভারপ্র
১৫ মিনিট আগেগাজীপুরের শ্রীপুরে স্ত্রীকে পুড়িয়ে মেরেছে এক স্বামী। স্ত্রীকে ঘরের ভেতর রেখে বাইরে তালাবদ্ধ করে পেট্রল ঢেলে আগুন দিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় ঘাতক স্বামী। স্থানীয়রা বসতবাড়িতে আগুন দেখতে পেয়ে ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণ করে। ততক্ষণে পুড়ে অঙ্গার গার্মেন্টস কর্মী গৃহবধূর শরীর। গতকাল শনিবার দিবাগ
১ ঘণ্টা আগে